1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইসরায়েল

গাজার উত্তরাঞ্চল ছাড়ছেন হাজার হাজার বাসিন্দা

১৪ অক্টোবর ২০২৩

গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে দক্ষিণের দিকে ফিলিস্তিনীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসারেয়েলি বাহিনী৷

Gazastreifen | Palästinenser auf der Flucht vor dem Krieg
ছবি: Hatem Moussa/AP/picture alliance

ধারণা করা হচ্ছে, ইসলামপন্থি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে স্থলভাগ দিয়ে অপারেশন পরিচালনা করবে ইসরায়েল৷

শুক্রবার ও শনিবার হাজার হাজার ফিলিস্তিনী গাজার উত্তরাঞ্চল ত্যাগ করেছে৷ গত সপ্তাহে ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার পর ইসরায়েলের পক্ষ থেকে গাজার ১১ লাখ বাসিন্দাকে সরে যেতে বলা হয়৷ ধারণা করা হচ্ছে, স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে বাসিন্দাদেরকে সরে যেতে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ৷

তার আগে  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গাজাভিত্তিক জঙ্গিগোষ্ঠি হামাসকে ‘ধ্বংস করে দেওয়ার' প্রত্যয় ব্যক্ত করেন৷ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানিসহ কয়েকটি দেশ হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে৷

শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘‘আমি জোর দিয়ে বলছি, এটি শুধুমাত্র শুরু৷''        

হামাসের হামলার পর গত শুক্রবার ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করলে গাড়ি, ট্রাকসহ গাধারগাড়িতে চড়ে ফিলিস্তিনীরা গাজা সিটি ছাড়তে শুরু করেন৷ 

জাতিসংঘ অবশ্য ইসরায়েলকে সাধারণ ফিলিস্তিনীদের গাজার উত্তরাঞ্চল ছাড়ার যে নির্দেশনা তা পুনর্বেবচনা করতে বলছে৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে  দেওয়া এক পোস্টে জাতিসংঘের প্রধান অ্যান্টিনিও গুতেরেস বলেন, ‘‘ঘনবসতিপূর্ণ, যুদ্ধচলমান একটি অঞ্চল দিয়ে দশ লাখেরও বেশি লোককে এমন এক জায়গায় সরানো - যেখানে খাবার পানি, বাসস্থান নেই - অত্যন্ত বিপজ্জনক৷

জাতিসংঘ জানায়, সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার আগে বোমা হামলার কারণে চার লাখ ২৩ হাজার লোক এরইমধ্যে বাস্তু্চ্যুত হয়েছে৷

আরআর/এআই (ডিপিএ, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ