1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজার চারিদিকে ধ্বংসস্তূপ

সাগর সরওয়ার১৯ জানুয়ারি ২০০৯

গাজার চারিদিকে এখন ধ্বংসস্তূপ৷ এখন সেখানে বিভিন্ন স্থান থেকে পাওয়া যাচ্ছে মানুষের মৃতদেহ৷ গত রবিবার থেকে কার্যত সেখানে শুরু হয়েছে যুদ্ধ বিরতি৷

গাজায় ইসরায়েলী ধ্বংসযজ্ঞছবি: picture-alliance/ dpa

এমাসের শুরুতে অথ্যাৎ ৩রা জানুয়ারী ইসরায়েলের সেনাবাহিনী ভারী অস্ত্র নিয়ে গাজায় প্রবেশ করে৷ আর এরপর থেকেই গাজার পরিস্থিতি মারাত্নক আকার ধারণ করেছিল৷ এই অবস্থার অবসান হতে চলেছে বলেই আজ মনে করা হচ্ছে৷ আমরা জানতে পেরেছি, গাজা থেকে আজ আরও ইসরায়েলী সেনা সরিয়ে নেয়া হয়েছে৷ মঙ্গলবার রাতের মধ্যে গাজা থেকে সকল সেনা সরিয়ে নেবে বলে জানিয়েছে ইসরায়েল৷

গাজা থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে ইসরায়েলছবি: AP

রোববার হামাসের পক্ষ থেকেও অস্ত্রবিরতির কথা ঘোষণা করা হয়৷ এবং তারা শর্ত দেয় যে এক সপ্তাহের মধ্যে ইসরায়েলকে গাজা থেকে সব সৈন্য সরিয়ে নিতে হবে৷ ইতিমধ্যে হামাস যোদ্ধাদের সঙ্গে উত্তর গাজায় ইসরায়েলী সেনাদের গুলি বিনিময়ের ঘটনা ঘটছে বলে খবরে প্রকাশ৷ অবশ্য সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, গাজা সিটি এখন শান্ত৷ তবে হামাস নেতারা বলেছেন, এক সপ্তাহের মধ্যে ইসরায়েলকে তাদের সকল সেনা ফিরিয়ে নিতে হবে এবং সেই সঙ্গে মানবিক সহায়তাকারীদের আসতে সীমান্ত পথ বা গাজার ক্রসিংগুলো খুলে দিতে হবে৷ অবশ্য এ বিষয়ে একসুরে কথা বলছেন, ইউরোপের মধ্যপ্রাচ্যবিষয়ক আলোচনাকারী এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার৷ আর মঙ্গলবার গাজা সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন৷

গাজায় ইসরায়েলী ১৩১০ জন মারা গেছে৷ এর মধ্যে নারী এবং শিশুর সংখ্যা ৫১৪ জন৷ গত রবিবার উদ্ধারকারীরা গাজা সিটি থেকে প্রায় একশ মৃতদেহ উদ্ধার করেছে৷ তবে কর্মকর্তাদের মতে, নিহত সাধারণ নাগরিকদের সংখ্যা আরও বেশি৷ কারণ এখনো তারা মৃতদেহ খুজে পাচ্ছেন৷ ইসরায়েলী হামলায় আহতের সংখ্যা অন্তত সাড়ে পাঁচ হাজার৷ আর এই যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে অন্তত এক লাখ মানুষ৷ এবার হামাসের হামলায় মারা গেছে ১৩ ইসরায়েলী৷ এর মধ্যে ১০ জনই সেনাবাহিনীর সদস্য৷

এদিকে, কুয়েত সিটিতে আরব দেশগুলোর নেতারা আলোচনা করছেন কি করে গাজায় একটি স্থায়ী শান্তি কাঠামো গড়ে তোলা যায়৷ তারা বলেছেন, এ অঞ্চলের শান্তি ফিরিয়ে আনতে হবে৷ এখানে সৌদি আরব গাজার ধ্বংসজজ্ঞ থেকে পূনর্গঠনে ১ বিলিয়ন মার্কিন ডলার দেবার ঘোষনা দিয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ