এক ডজনের বেশি কিশোরীকে গত সপ্তাহে গাজার উপকূলে বক্সিং ট্রেনিং করতে দেখা গেছে৷ করোনার কারণে তাদের ক্লাব বন্ধ থাকায় প্রকাশ্য়ে প্রশিক্ষণ নিচ্ছে তারা৷
বিজ্ঞাপন
এই সময় পথচারীদের অনেককে আগ্রহ নিয়ে ট্রেনিং দেখতে দেখা যায়৷ কেউ আবার তাঁদের মেয়েদেরও এমন প্রশিক্ষণে পাঠানোর আগ্রহ দেখান৷
কিশোরীদের কোচ ওসামা আইয়ুব মনে করছেন, প্রকাশ্য়ে ট্রেনিং করার কারণে আরও মেয়ে বক্সিংয়ে আসতে পারে৷ ‘‘আমাদের পাশ দিয়ে হেঁটে যাওয়া কয়েকটি পরিবার আমাদের পরিকল্পনাটা পছন্দ করেছে৷ তাঁরা জানতে চেয়েছেন তাঁরাও তাঁদের মেয়েদের পাঠাতে পারেন কিনা,'' বলে জানান তিনি৷
গাজার ২০ লাখ জনসংখ্য়ার অর্ধেকই মেয়ে৷ তবে সাধারণত ছেলেরাই বক্সিং করে থাকে৷
সৈকতে প্রশিক্ষণ নিয়ে খুশি ১৫ বছরের মালেক মেসলে৷ সে বলছে, ‘‘আমরা ক্লাব থেকে বের হয়ে এসেছি৷ কারণ ওটা একটা বদ্ধ জায়গা৷ সেখানে যদি ভাইরাস থেকে থাকে তাহলে সহজেই তা ছড়িয়ে পড়তে পারে৷''
গাজায় এখন পর্যন্ত ৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে৷ কেউ মারা যাননি৷ করোনার কারণে স্কুল, বিয়ের কনভেনশন সেন্টার, জিম এগুলো বন্ধ থাকলেও লকডাউন ঘোষণা করা হয়নি৷ গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস বলছে, লকডাউনের দরকার নেই৷
মাত্র ৩৬৫ বর্গ কিলোমিটার। এইটুকু ভূমিতেই ১৮ লাখ পঞ্চাশ হাজার মানুষের বাস। করোনার বিস্তার রোধ করা সেখানে তাই খুব কঠিন।
ছবি: picture-alliance/ZUMAPRESS/A. Amra
২৬ টি অস্থায়ী কোয়ারান্টাইন সেন্টার
বিদেশ থেকে ফেরা ১৮৬০ জন ফিলিস্তিনীকে রাখা হয়েছে কোয়ারান্টাইন সেন্টারে। খোলা হয়েছে মোট ২৬ টি অস্থায়ী কোয়ারান্টাইন সেন্টার। ছবির এই কোয়ারেন্টাইন সেন্টারটি রাফাহ শহরের।
ছবি: Reuters/WHO in the Occupied Palestinian Territories
অপ্রতুল চিকিৎসা সরঞ্জাম
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য গাজার সম্বল মাত্র ৬৩ টি ভেন্টিলেটর এবং ৭৮ টি আইসিইউ শয্যা।
ছবি: Reuters/WHO in the Occupied Palestinian Territories
মাস্ক পরায় উদ্বুদ্ধ করতে...
সব বয়সের মানুষকে মাস্ক পরায় উদ্বুদ্ধ করতে নিজের হাতে বিশেষ ধরনের মাস্ক বানাচ্ছেন ফিলিস্তিনি শিল্পী-সায়মা সায়েদ এবং দোরগান ক্রাকে। নানা রংয়ের ডিজাইন করা মাস্কগুলো সত্যিই আকর্ষণীয়।
ছবি: picture-alliance/AP Photo/A. Hana
সচেতনতা বৃদ্ধি
খুব ছোট পরিসরের শরণার্থী শিবির এবং সরু সরু গলি সম্বলিত ভূখণ্ডে পরিছন্নতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের বিস্তার ঠেকানো খুব দুরুহ। তবে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে। এক গলিতে করোনা ভাইরাসেল মতো সেজে শিশুদের ভাইরাসটি সম্পর্কে সচেতন করছেন সমাজকর্মীরা।
ছবি: picture-alliance/ZUMAPRESS/M. Ajjour
কাতারের সহায়তা
ইসলামী সংগঠন হামাস এবং কাতার সরকার গাজার পাশে রয়েছে। সম্প্রতি ১০০ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে কাতার সরকার।
ছবি: picture-alliance/ZUMAPRESS/A. Amra
মাস্ক পরানো কেক।
জনসচেতনতা বাড়াতে গাজার এক বেকারিতে বিক্রি হচ্ছে মানুষের চেহারা আঁকা এবং মুখে মাস্ক পরানো বিশেষ ধরনের কেক।