1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

গাজায় আবার ইসরায়েলের বিমান হামলা

২৭ মে ২০২৪

রোববার গাজা থেকে ইসরায়েলের উপর রকেট হামলার পর ইসরায়েল রাফা এলাকায় বিমান হামলা চালিয়েছে৷ সেই হামলার জের ধরে অগ্নিকাণ্ডে নিরীহ মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েল৷

ইসরায়েলের বোমা হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকা দেখছেন ফিলিস্তিনিরা
ইসরায়েলের বোমা হামলার কারণে রাফার একটি অঞ্চলে আগুন লেগে যায়ছবি: Mohammed Salem/REUTERS

প্রবল আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল গাজার উপর হামলা চালিয়ে যাচ্ছে৷ রোববার রাফা এলাকার পশ্চিমে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে৷  ফিলিস্তিনি স্বাস্থ্য ও জরুরি পরিষেবা কর্তৃপক্ষের দাবি, এর ফলে জাতিসংঘ পরিচালিত শরণার্থীদের এক অস্থায়ী শিবিরে কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি নিহত ও আরো অনেক মানুষ আহত হয়েছে৷ ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, রাফা এলাকায় হামাসের সামরিক স্থাপনার উপর সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে৷ সেই হামলায় পশ্চিম তীরে হামাসের ‘চিফ অফ স্টাফ'-সহ একাধিক হামাস কর্মকর্তা নিহত হয়েছে৷ তবে অগ্নিকাণ্ডের জের ধরে সেই এলাকায় নিরীহ মানুষের ক্ষতি হয়েছে বলে ইসরায়েল স্বীকার করেছে৷ হামাসের কর্মকর্তা সামি আবু জুহরি রাফাহর হামলাকে ‘গণহত্যা' হিসেবে বর্ণনা করে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেন৷ সে দেশ ইসরায়েলকে অস্ত্র ও আর্থিক সাহায্য দিয়ে এমন হামলায় মদত দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷

আন্তর্জাতিক রেড ক্রসের সূত্র অনুযায়ী রাফাহ এলাকায় তাদের অস্থায়ী হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে অসংখ্য আহত মানুষদের আনা হয়েছে৷ ইসরায়েলি হামলায় শরণার্থীদের তাঁবুতে আগুন লেগে মানুষের শরীর গলে যাচ্ছে বলে শিবিরের এক বাসিন্দা জানিয়েছেন৷

বেশ কয়েক মাসের বিরতির পর রোববার হামাস ইসরায়েলের তেল আভিভ এলাকার দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে৷ ইসরায়েলি সামরিক বাহিনীর সূত্র অনুযায়ী রাফাহ থেকে আটটি প্রোজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে৷ তার মধ্যে কয়েকটি ধ্বংস করা হয়েছে৷ হামলার কারণে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি৷ হামাসের আল-কাসেম ব্রিগেড টেলিগ্রাম চ্যানেলে নিরীহ মানুষের উপর হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের উপর রকেট হামলার কারণ তুলে ধরেছে৷

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু রোববার যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে বলেন, জাতিসংঘের আদালতের রায়ের আওতায় রাফাহ এলাকায় কিছু সামরিক অভিযান চালানোর বিধান রয়েছে৷ মন্ত্রিসভার সদস্য বেনি গানৎস বলেন, রোববারের রকেট হামলা প্রমাণ করে দিচ্ছে, যে ইসরায়েলি সেনাবাহিনীকে সেই সব জায়গায় অভিযান চালাতে হবে, যেখানে হামাস এখনো সক্রিয় রয়েছে৷

এদিকে হামাসের হাতে আটক ইসরায়েলি পণবন্দিদের মুক্তি সংক্রান্ত আলোচনায় কিছু অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে৷ সংঘর্ষ বন্ধের বিনিময়ে প্রায় ১২০ জন পণবন্দির অর্ধেকের মুক্তির লক্ষ্যে ইসরায়েল ও অ্যামেরিকার গোয়েন্দা কর্মকর্তা এবং কাতারের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে৷ হামাস অবশ্য এমন অগ্রগতির দাবি অস্বীকার করেছে৷

এসবি/কেএম (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ