1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি-র কালো পতাকা মিছিল

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ আগস্ট ২০১৪

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শনিবার বিকেলে কালো পতাকা মিছিল করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট৷ মিছিলের শুরুতে বিএনপি নেতারা বলেছেন এটা সরকার বিরোধী কোনো কর্মসূচি নয়৷

ছবি: Reuters

বিকেল চারটার দিকে নয়াপল্টনে বিএনপি-র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়৷ প্রতিবাদ জানাতে নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ পরে, হাতে কালো পতাকা নিয়ে মিছিলে অংশ নেন৷ মিছিল চলাকালে নয়াপল্টন থেকে মালিবাগ মোড় পর্যন্ত বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়৷

মিছিল শুরুর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকে বানানো অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তিনি বলেন, ‘‘আমরা সারা বিশ্বকে জানাতে চাই যে বাংলাদেশের মানুষ গাজায় নিগৃহীত মানুষের সঙ্গে আছে৷'' স্বাধীন ভূখণ্ডের সংগ্রামে ফিলিস্তিনের মানুষ জয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, ‘‘এই মিছিল সরকারের বিরুদ্ধে নয়, গাজায় হত্যাকাণ্ডের প্রতিবাদে৷ তাই এখানে সরকারবিরোধী কোনো স্লোগান হবে না৷''

মিছিলে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (কাজী জাফর), ইসলামি ঐক্যজোট, গণতান্ত্রিক জাতীয় পার্টিসহ ২০ দলীয় জোটের শরিক দলগুলোর নেতা-কর্মীরা অংশ নেন৷

এর আগে দুপরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘সরকারের পায়ের নীচে মাটি নেই৷ তাই তারা ভীত সন্ত্রস্ত হয়ে জনমতকে উপেক্ষা করে আবারো বাকশাল কায়েমের উদ্দেশ্যে নতুন সম্প্রচার নীতিমালা করেছে৷ এই নীতিমালা ৯০ ভাগ মানুষ প্রত্যাখ্যান করেছে৷''

মির্জা ফখরুল বলেন, ‘‘আওয়ামী লীগ সবসময় জনগণের অধিকার কেড়ে নিয়েছে৷ গোটা পৃথিবী ও বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে গণতন্ত্রের আবরণে ভেতরে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে৷''

ফখরুল অভিযোগ করেন, ‘‘সরকার আইনশৃঙ্খলা ও বিচার বিভাগকে দলীয়করণ করছে৷ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা হরণ করছে৷''

বিএনপির এই নেতা বলেন, ‘‘সরকার অপকৌশল ও বন্দুকের জোরে নির্বাচন দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়৷ কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় এভাবে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি৷ আপনারাও (আওয়ামী লীগ) পারবেন না৷''

অন্যদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘‘বিএনপি একটি ফ্যাসিস্ট দল৷ আগস্ট মাস এলেই দলটি চক্রান্ত করতে শুরু করে৷ ১৭ আগস্ট, ২১ আগস্ট বোমা হামলা চালিয়েছে বিএনপি৷ তাই এই মাসে তাদের কোনো কর্মসূচি করতে দেয়া উচিত নয়৷''

নাসিম বলেন, ‘‘বাংলাদেশের একজন নেত্রী জাতীয় শোক দিবসে জন্মদিনের কেক কেটে উল্লাস করেন৷ জন্মদিনে কেক কাটা বাচ্চাদের কাজ৷ অথচ তিনি ৭০ বছর বয়সে কেক কেটে উল্লাস করেন৷ একজন রাজনৈতিক নেত্রী জাতির পিতার মৃত্যু দিনে কেক কাটে, এর জন্য আমাদের লজ্জা হয়৷ এটা রাজনৈতিক প্রতিহিংসা, হীন মানসিকতার পরিচয় ছাড়া কিছুই নয়৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ