1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় ইসরায়েলি হামলা, ফিলিস্তিনি নিহত

১৩ নভেম্বর ২০১৮

মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকার উত্তরাংশে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন৷ গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় সেখানে পাঁচজন নিহত হলেন৷

Gazastreifen Raketenangriffe
ছবি: Getty Images/AFP/M. Kahana

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে যে, তারা গাজায় জঙ্গিদের উদ্দেশে এই হামলা চালিয়েছে৷ জঙ্গিরা সেখানে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করছিল৷

গত ক'দিনে গাজা উপত্যকায় আবারো উত্তেজনা চরমে পৌঁছেছে৷ হামাস ওইসরায়েলের সেনার মধ্যকার পাল্টাপাল্টি হামলা নতুন একযুদ্ধপরিস্থিতি তৈরি করেছে৷ 

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সোমবার দুপুর থেকে তারা গাজা উপত্যকার ১৫০টি লক্ষ্যে আঘাত হেনেছে৷ অন্যদিকে, গাজা থেকে ইসরায়েলের দিকে ৪০০টি রকেট ও মর্টার ছোঁড়া হয়েছে৷

সংঘাতের শুরু হয় গত রোববার৷ সেদিন গাজা উপত্যকায় ইসরায়েলি স্পেশাল ফোর্স একটি রক্তাক্ত অভিযান চালায়৷ এর জবাবে হামাস রকেট হামলা করে৷ মর্টারের গুলি চালায়৷ ইসরায়েল আবার পালটা বিমান হামলা চালায়৷

হামাসের মিলিটারি শাখার মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ‘‘গাজায় সাধারণ আবাসিক ভবনে হামলার জবাবে ইসরায়েলের উপকূলীয় শহর আশকেলনে হামলা করা হয়েছে৷''

এই শহর ছাড়াও ইসরায়েলের আরো ভেতরে আশদদ ও বিরশেবায় ভবিষ্যতে হামলা চালানোর হুমকি দিয়েছে তারা৷ তাদের এই হুমকির জবাব আরো কঠোরভাবে দিতে পারে ইসরায়েল এমন ধারণা করা হচ্ছে৷ জাতিসংঘ দু'পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে৷

গত অনেকদিন ধরেই গাজা সীমান্তে প্রায়ই উত্তেজনা তৈরি হচ্ছে৷ সম্প্রতি মিশরের হস্তক্ষেপে দুই পক্ষ দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির ব্যাপারে একমত হয়৷ কিন্তু এবার সেই সমঝোতা আর ধোপে টিকবে না বলে মনে করা হচ্ছে৷

জেডএ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ