1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় ইসরায়েলী আগ্রাসন অব্যাহত

সাগর সরওয়ার১৪ জানুয়ারি ২০০৯

অব্যাহতভাবে চলা যুদ্ধের অবসানে জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতৃবৃন্দের পুন: পুন: আহ্বান জানানোর পরও গাজায় ইসরায়েলী আগ্রাসন থেমে নেই৷ ইসরায়েলী বাহিনী গাজার অভ্যন্তরে প্রবেশ করার কারণে সেখানে সহিংসতা আরও বেড়ে যাচ্ছে৷

গাজায় চরম মানবিক সংকটছবি: AP

একই সঙ্গে বুধবার লেবানন থেকে ইসরায়েলে দ্বিতীয়বারের মতো রকেট নিক্ষেপ করা হয়েছে৷ তবে ইসরায়েলী পুলিশ জানিয়েছে, এই রকেট হামলায় কেউ নিহত হয়নি৷ তবে কারা এই রকেট হামলা চালিয়েছে, সে বিষয়ে কোন স্পষ্ট তথ্যও পাওয়া যায়নি৷ এর আগে গত বৃহস্পতিবার লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট নিক্ষেপ করা হয়েছিল৷ অবশ্য সে সময় এ হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়ে লেবানন এবং ইসরায়েলী সরকারী কর্মকর্তারা জানিয়েছিলেন, এই হামলা পরিচালনা করেছে লেবাননে বসবাসরত ফিলিস্তিনিরা৷

ইসরায়েলী বাহিনী গাজার অভ্যন্তরে প্রবেশ করার কারণে সেখানে সহিংসতা আরও বেড়ে যাচ্ছে৷ছবি: AP

মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের লক্ষ্যে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এখন রয়েছেন মিশরে৷ সেখানে তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, আমি গাজায় দ্রুত একটি স্থায়ী অস্ত্রবিরতি জন্য আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি৷ তিনি আশা করেন, অস্ত্রবিরতির জন্য মিশরের উদ্যোগ শিগগিরই ফল বয়ে আনবে৷

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে মধ্যপ্রাচ্য সফরের শুরুতে আজ বুধবার মিশর পৌঁছেন জাতিসংঘ মহাসচিব৷ বান কি মুন মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে বৈঠক করবেন৷ এখান থেকে তিনি জর্ডান, ইসরায়েল ও সিরিয়ায় যাবেন৷ তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, গাজা নিয়ন্ত্রণকারী হামাসের সঙ্গে তার সরাসরি যোগাযোগ করার সম্ভাবনা নেই৷ এর আগেও তিনি গাজায় দ্রুত অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছেলেন৷ তবে এ আহ্বান না মেনে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল৷

গাজা নিয়ে সৃষ্ট সমস্যার অবসানে জার্মান পররাষ্ট্র মন্ত্রী ফ্যাংক ভাল্টার ষ্টাইনমায়ার আজ পুনরায় মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন৷ এবার তিনি ইসরায়েল, ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লাহ এবং মিশরের কায়রো সফল করে স্ব স্ব সরকারের সঙ্গে আলোচনা করবেন৷ গতকাল মঙ্গলবার ষ্টাইনমায়ার মানবিক দিক বিবেচনা করে গাজায় অস্ত্র বিরতিতে সম্মত হতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন৷ ইসরায়েলী পররাষ্ট্রমন্ত্রী সিপি লিভনির সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ আহ্বান জানান৷ জানা গেছে, গাজা আগ্রাসনের কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরায়েলের সর্ম্পক উন্নয়নের আলোচনায় শীতল পরিস্থিতির সৃষ্ঠি হয়েছে৷

অন্যদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দায়িত্ব গ্রহণের পর প্রথম কাজ হওয়া উচিত মধ্যপ্রাচ্য সমস্যা বিশেষ করে গাজা পরিস্থিতির সমাধান করা৷ তিনি বলেন, এই যুদ্ধ বন্ধের জন্য ব্রিটেন তার পক্ষে যা সম্ভব সব করছে৷ তিনি ইসরায়েলের প্রতি যত দ্রুত সম্ভব অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছেন৷

২৭ ডিসেম্বর বিমান হামলার মধ্য দিয়ে গাজায় ইসরায়েলী আগ্রাসন শুরু হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ