1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ

রিয়াজুল ইসলাম১১ জানুয়ারি ২০০৯

গাজায় টানা ১৬দিনের মত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল৷ এদিকে গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে গোটা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে৷ বিভিন্ন দেশের প্রধান প্রধান শহরে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছে হাজার হাজার মানুষ৷

প্যালেস্টাইনের নিষ্পাপ শিশুদের এমন মৃত্যুতে ধিক্কার উঠেছে গোটা বিশ্ব জুড়েছবি: AP

গাজায় টানা ১৬ দিনের ইসরায়েলী হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাড়িয়েছে প্রায় নয়শ যাদের মধ্যে রয়েছে অনেক বেসামরিক নাগরিক৷ গাজার হাসপাতালগুলোতে আহতদের রাখার জায়গা হচ্ছে না৷ নেই প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জাম৷ দিন যত যাচ্ছে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে৷ এ অবস্থাতেও ইসরায়েল হামলা বন্ধ না করায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও ধিক্কারের রব উঠেছে৷ দেশে দেশে শান্তিকামী মানুষের দল সরবে প্রতিবাদ জানাচ্ছে৷

ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়স্থল এবং বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রোববার হাজার হাজার মানুষ সমবেত হয় ইসরায়েলী হামলার প্রতিবাদ জানাতে৷ এতে অংশ নেয় বেলজিয়ামের ট্রেড ইউনিয়ন এবং রাজনৈতিক দলগুলো৷ তারা গাজার নিরীহ জনগণের ওপর হামলা বন্ধের জন্য ইসরায়েলী সরকারের প্রতি আহবান জানায়৷ স্পেনের রাজধানী মাদ্রিদ, জার্মানির রাজধানী বার্লিন সহ ইউরোপের আরো অনেক শহরে ইসরায়েলী হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ হয়েছে৷

জাতিসংঘ কি পেরেছে গাজাবাসীদের কান্না থামাতে?ছবি: AP/DW Fotomontage

কেবল ইউরোপ নয় এশিয়ার অনেক দেশেও এদিন প্রতিবাদ হয়েছে৷ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রায় ২০ হাজার লোক গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে৷ হংকংয়ে এক যুদ্ধবিরোধী সমাবেশে অংশ নেয় প্রায় এক হাজার ছাত্রছাত্রী৷ তারা গাজা এলাকায় সকল প্রকার সংঘর্ষ বন্ধের আহবান জানায়৷ পাকিস্তানের অনেক শহরে রোববার ইসরায়েল বিরোধী মিছিল ও সমাবেশ হয়েছে৷ লাহোরে কয়েক হাজার লোক মিছিল করে এবং ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেয়৷ তারা এসময় ইসরায়েলী পতাকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করে৷ লেবাননের রাজধানী বৈরুতেও প্রায় আড়াই হাজার লোক প্যালেস্টাইনের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেয়৷ এসময় তাদের সঙ্গে চিকিৎসকদের একটি দল ইসরায়েলী হামলায় নিহত নারী ও শিশুদের ছবি তুলে ধরে৷ এদিকে গাজাবাসীদের প্রতি সমর্থন জানাতে তুরস্কের আংকারা থেকে ২০০ গাড়ির একটি বহর সিরিয়ার দিকে যাত্রা করেছে বলে জানিয়েছে সেখানকার সলিডারিটি ফাউন্ডেশন৷ মিশরেও ইসরায়েল বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ মিছিল চলাকালে সেখান থেকে ২১ জনকে গ্রেফতার করেছে মিশরীয় পুলিশ৷

এদিকে গাজার বর্তমান পরিস্থিতিকে আতংকজনক আখ্যায়িত করে সেখানে হামলা বন্ধ করার আহবান জানিয়েছে বৃটেনের ইহুদিদের সংগঠন বৃটিশ জিউস৷ এক বিবৃতিতে তারা ইসরায়েলে হামাসের রকেট হামলাকে যুদ্ধাপরাধ বলেও মন্তব্য করেছে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ