1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় ইসরায়েলের আক্রমণ অব্যাহত, আরো মানুষের মৃত্যু

৭ জুলাই ২০২৫

সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হওয়ার কথা। তার আগে গাজায় ইসরায়েলের আবার আক্রমণ।

গাজায় আবার ইসরায়েলের আক্রমণ
গাজায় আবার ইসরায়েলের আক্রমণছবি: Mahmoud Issa/REUTERS

শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত ইসরায়েলের যুদ্ধবিমান লাগাতার বোমাবর্ষণ করেছে গাজার বিভিন্ন এলাকায়। এই আক্রমণে গাজায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত মানবাধিকার সংগঠনগুলি মৃতের নির্দিষ্ট সংখ্যার হিসেব দিতে পারেনি। বলা হচ্ছে, যে সমস্ত জায়গায় ইসরায়েল আক্রমণ চালিয়েছে, তার অধিকাংশ এলাকায় মানবাধিকার কর্মীরা পৌঁছাতেই পারছেন না। 

গাজার নাগরিক সংগঠনের তরফে সংবাদসংস্থা এএফপি-কে জানানো হয়েছে, অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। এছাড়াও বিকেলের আক্রমণে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলেও মনে করা হচ্ছে। এর মধ্যে বেশ কিছু শিশুও থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদসংস্থা এপি জানিয়েছে, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা অন্তত ৩৮। 

এবার গাজার সহায়তাকেন্দ্রে ইসরায়েলের হামলার অভিযোগ

02:15

This browser does not support the video element.

এদিকে ইসরায়েলের সেনা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ১৩০টি জায়গায় বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি উদ্বাস্তু শিবির আছে বলেও তারা জানিয়েছে। মূলত সমুদ্রের ধার ঘেসে একাধিক জায়গায় আক্রমণ চালানো হয়েছে বলে ইসরায়েলের সেনা দাবি করেছে। 

দোহায় ইসরায়েলের প্রতিনিধি দল
একদিকে যখন ইসরায়েল গাজায় নতুন করে হামলা চালাচ্ছে, তখন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে ইসরায়েলের একটি প্রতিনিধি দল রোববার দোহায় পৌঁছেছে। কাতারের রাজধানীতে তারা যুদ্ধবিরতি চুক্তির যে খসড়া তৈরি হয়েছে, তা নিয়ে আলোচনা শুরু করেছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরামর্শ মেনে তিনি নতুন যুদ্ধবিরতির খসড়া মেনে নিতে রাজি আছেন। কিন্তু হামাস ওই খসড়ায় বেশ কিছু পরিবর্তনের দাবি জানিয়েছে। তার পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু জানিয়েছেন, তার পক্ষে ওই পরিবর্তন মেনে নেওয়া সম্ভব নয়। নেতানিয়াহুর এই মন্তব্যের পরেই কাতারে ইসরায়েলের প্রতিনিধি দল পৌঁছেছে। 

ওয়াশিংটনে নেতানিয়াহু
এদিকে সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা নেতানিয়াহুর। গাজা নিয়ে দুই রাষ্ট্রনেতার আলোচনা হওয়ার কথা। রোববারও নেতানিয়াহু জানিয়েছেন, এই বৈঠক নিয়ে তিনি আশাবাদী। বস্তুত, ট্রাম্প এবং নেতানিয়াহু দু'জনেই গত সপ্তাহে জানিয়েছিলেন, যুদ্ধবিরতির বিষয়ে তারা আশাবাদী। 

লোহিত সাগরে জাহাজে আক্রমণ
এদিকে লোহিত সাগরে ইয়েমেনের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে আক্রমণ হয়েছে বলে জানা গেছে। জাহাজটির বাকি তথ্য এখনো মেলেনি। তবে আক্রমণের তথ্য ঠিক বলে জানিয়েছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। ড্রোনের সাহায্যে ওই জাহাজে আক্রমণ চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর পিছনে হুতি বিদ্রোহীদের হাত থাকতে পারে মনে করা হচ্ছে। এর কয়েকঘণ্টা পরেই ইসরায়েল জানিয়েছে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ঘঁটিতে তারা আঘাত হেনেছে। তবে এই হামলায় হতাহতের সংখ্যা এখনো পর্যন্ত জানা যায়নি। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ