1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

গাজায় ইসরায়েলের আক্রমণ অব্য়াহত, অ্য়ামেরিকার নিন্দা

১৭ জুলাই ২০২৪

মঙ্গলবারও মধ্য এবং দক্ষিণ গাজায় লাগাতার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বহু মানুষের মৃত্য়ু।

খান ইউনুসে গাড়ির উপর আক্রমণ
গাড়ির ভিতর মৃতদেহছবি: Hatem Khaled/REUTERS

মঙ্গলবার নতুন করে ইসরায়েলের সমালোচনা করেছে অ্যামেরিকা। হামাসের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যেভাবে গাজায় সাধারণ মানুষের উপর আক্রমণ চালাচ্ছে ইসরায়েল, তার নিন্দা করেছে অ্যামেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্য়ান্টনি ব্লিংকেনের মুখপাত্র জানিয়েছেন, দুই ইসরায়েলের অফিসার যেভাবে লাগাতার গাজা স্ট্রিপে আক্রমণ চালিয়ে যাচ্ছেন, তার তীব্র নিন্দা করেছে ওয়াশিংটন। মুখপাত্র জানিয়েছেন, আগের চেয়ে সাধারণ মানুষের মৃত্য়ু কমেছে। কিন্তু তা এখনো যথেষ্ট বেশি। যা যথেষ্ট উদ্বেগের কারণ।

এর আগে ব্লিংকেন ইসরায়েলের দুই কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলের যুদ্ধকৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি। ইসরায়েল এবং হামাস দুই তরফের কাছেই অ্যামেরিকা আর্জি জানিয়েছে, তারা যেন দ্রুত লড়াই বন্ধ করে আলোচনায় গুরুত্ব দেয়। যত দ্রুত সম্ভব সংঘর্ষ-বিরতির দাবি করেছে অ্যামেরিকা। কিন্তু হামাস জানিয়েছে, তারা আলোচনার টেবিল থেকে সরে যেতে চায়। গত কয়েকদিন ইসরায়েল যেভাবে সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়েছে এবং বোমাবর্ষণ করেছে, তা মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র।

এদিকে, মঙ্গলবারও দিনভর মধ্য এবং দক্ষিণ গাজায় বোমাবর্ষণ করেছে অ্যামেরিকা। ঘটনায় অন্তত ৫৭ জনের মৃত্য়ু হয়েছে বলে দাবি হামাসের। এদিকে ইসরায়লের দাবি, হামাসের শীর্ষ নেতৃত্বের অধিকাংশই নিহত হয়েছে। হামাস অবশ্য এবিষয়ে কোনো মন্তব্য় করেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তাদের দাবি না মানা পর্যন্ত ইসরায়েল হামাসের উপর এই চাপ বজায় রাখবে।

ইসরায়েলের সেনার বক্তব্য়

মঙ্গলবার ইসরায়েলের সেনার তরফে জানানো হয়েছে, গাজার ৪০টি সামরিক পরিকাঠামোয় আক্রমণ চালানো হয়েছে। প্রতিটি সামরিক কাঠামোই ধ্বংস করা গেছে বলে তাদের দাবি।

কিন্তু হামাসের দাবি, ইসরায়েলের আক্রমণে মঙ্গলবারও সাধারণ মানুষের মৃত্য়ু হয়েছে। একটি বাড়ির উপর বিমান হামলা চালানো হয়েছে। তাতে অন্তত পাঁচজন সাধারণ মানুষের মৃত্য়ু হয়েছে। খান ইউনুসে চারজনের একটি পরিবার নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে একটি গাড়ির উপর বিমানহামলা চালিয়েছে ইসরায়েল। ঘটনায় ১৭ জন ফিলিস্তিনির মৃত্য়ু হয়েছে। খান ইউনুসে ২৬ জন আহত হয়েছেন।

ইসরায়েলের বক্তব্য়, হামাসের অধিকাংশ নেতার মৃত্য়ু হয়েছে। এখনো পর্যন্ত ১৪ হাজার যোদ্ধার মৃত্য়ু হয়েছে অথবা তারা ইসরায়েলের হাতে বন্দি।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ