গাজায় ইসরায়েলের বিমান হামলা চলছেই, বাড়ছে প্রাণহানি
১৬ মে ২০২১
রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন প্রাণ হারিয়েছেন৷ গত সপ্তাহে শুরু হওয়া সংকটের পর এটি একদিনে সেখানে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা৷
বিজ্ঞাপন
গাজায় হামলার তীব্রতা আরো বাড়িয়েছে ইসরায়েল৷ রোববার ভোরের আগেই নতুন করে বিমান হামলায় গাজার তিনটি স্থাপনা ধ্বংস হয়েছে৷ এতে অন্তত ৩৩ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে আট শিশু রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়৷ আরো অর্ধশত মানুষ আহত হয়েছেন৷
বার্তা সংস্থা এএফপি দুই পক্ষের কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, গত সোমবার থেকে শুরু হওয়া হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৮১ জনে৷ অন্যদিকে ইসরায়েলে মোট মৃতের সংখ্যা ১০ জন৷
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, রোববার তারা হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়েহইয়েহ সিনওয়ার বাড়িতেও হামলা চালিয়েছে৷ স্থাপনাটি তাদের সামরিক অবকাঠামো হিসেবে ব্যবহৃত হতো বলেও দাবি করা হয়৷
এদিকে, দক্ষিণ ইসরায়েলের দিকে রকেট ছোঁড়া অব্যাহত রেখেছে হামাসও৷ তাদের নেতা ইসমাইল হানিয়ে শনিবার কাতারের দোহায় ফিলিস্তিনপন্থিদের একটি ব়্যালিতে বলেছেন, ‘‘ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে প্রতিরোধ উচ্চ স্তরে বাড়বে৷’’
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘‘দেশটির সামরিক বাহিনী যতক্ষণ প্রয়োজন গাজায় আঘাত হানা অব্যাহত রাখবে৷’’
গাজায় বিমান হামলা চলবে: নেতানিয়াহু
নেতানিয়াহুর সঙ্গে ফোনে বাইডেনের কথা। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, জানিয়েছেন বাইডেন।
ছবি: Said Khatib/AFP/Getty Images
নিহতের সংখ্যা বাড়ছে
ক্রমশ জটিল হচ্ছে ইসরায়েল-গাজার যুদ্ধ পরিস্থিতি। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলির দাবি, রকেট এবং বিমান হামলায় দুই দিকেই বহু শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অনেকে।
ছবি: Mahmud Hams/AFP/Getty Images
হামাসের দাবি
হামাস জানিয়েছে, ইসরায়েল বিমান হানা বাড়িয়েছে। তারাও পাল্টা রকেট হামলা জারি রেখেছে। দিনে একশ থেকে দেড়শ রকেট হামলা চলছে।
ছবি: Qusay Dawud/AFP/Getty Images
ইসরায়েলের বিমান হানা
বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল যে ভাবে হামাসের রকেট হামলার প্ত্যুত্তর দিয়েছে, বাইডেন তা সমর্থন করেছেন। হোয়াইট হাউসে বাইডেন সাংবাদিকদের জানিয়েছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে।
ছবি: Said Khatib/AFP/Getty Images
বিভিন্ন শহরে দাঙ্গা
ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি এবং আরবদের সঙ্গে জাতীয়বাদী ইসরায়েলিদের বিভিন্ন শহরে সংঘর্ষ চলছে। আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। নেতানিয়াহু জানিয়েছেন, বিভিন্ন শহরের অশান্তি বন্ধ করতে সেনা নামানোর পরিকল্পনা করছেন তিনি।
ছবি: Hazem Bader/AFP/Getty Images
ব্লিংকেন-আব্বাস কথা
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহামুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। টুইটে ব্লিংকেন লিখেছেন, 'ফিলিস্তিনিদের মৃত্যুর জন্য দুঃখপ্রকাশ করেছি। ফিলিস্তিন যাতে রকেট হামলা বন্ধ করে, সেই অনুরোধ করেছি।'
ছবি: Fatima Shbair/Getty Images
আকাশ থেকে রকেট
ফ্লাইট নামতে পারছে না ইসরায়েলে। বুধবার ব্রাসেলসের একটি বিমান ইসরায়েলের আকাশে এক ঘণ্টা পাক খায়। যাত্রীরা বিমানের জানলা থেকে রকেট হামলার ছবি তোলেন। পরে ফ্লাইটটিকে ঘুরিয়ে অন্য বিমানবন্দরে নামানো হয়। অ্যামেরিকা একাধিক বিমান বাতিল করেছে।
ছবি: Fatima Shbair/Getty Images
চিন্তায় বিশ্ব
যে ভাবে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধের আবহে তৈরি হয়েছে, তাতে চিন্তিত বিশ্ব। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে। আরব দেশগুলিও নিজেদের মধ্যে বৈঠক শুরু করেছে। এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)
ছবি: Mustafa Hassona/AA/picture alliance
7 ছবি1 | 7
এর আগে শনিবার আশ-শাতি শরণার্থী শিবিরে একটি তিনতলা ভবনে বোমা হামলায় দশজন মারা যান, যাদের মধ্যে আট শিশু ও দুই নারী ছিলেন৷ এছাড়া আল-জাজিরা ও অ্যাসোসিয়েট প্রেস (এপি) এর কার্যালয় থাকা একটি বহুতল ভবন গুড়িয়ে দেয়া হয়েছে৷ উভয় ক্ষেত্রেই ইসরায়েলি বাহিনীর দাবি, তারা হামাসের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যে হামলা করেছে৷ কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা হামলার নিন্দা জানিয়ে বলেছে গণমাধ্যমকে চুপ করাতে এবং গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অপরাধ ঢাকতে এই হামলা চালানো হয়েছে৷
এপির প্রধান নির্বাহী গ্যারি প্রুইট এই হামলায় বিষ্ময় প্রকাশ করেছেন৷ পরবর্তীতে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থাটি বলেছে, গুড়িয়ে দেয়া ভবনটিতে তারা হামাসের অস্তিত্ব বা কার্যক্রম থাকার বিষয়ে কখনও কোন চিহ্ন দেখতে পায়নি৷ এ বিষয়ে ইসরায়েলকে প্রমাণ দেয়ার আহ্বান জানিয়েছে এপি৷
পরবর্তীতে গ্যারি প্রুইটকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন৷ তিনি যুদ্ধক্ষেত্র থেকে গণমাধ্যমের প্রতিবেদন অব্যাহত রাখার ব্যাপারে সমর্থন ব্যক্ত করেন৷
গণমাধ্যমের কার্যালয়ে হামলায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রে ফরেন প্রেস অ্যাসোসিয়েশনও৷ এর মধ্য দিয়ে ইসরায়েল গণমাধ্যমকে স্বাধীনভাবে কার্যক্রম চালাতে দিতে চায় কীনা তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে উল্লেখ করেছে সংগঠনটি৷ বলেছে, গাজায় অন্য সংবাদমাধ্যমের কার্যলায়গুলোর নিরাপত্তাও এখন প্রশ্নের সম্মুখীন৷
বিশ্বের প্রতিক্রিয়া
রোববার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টুইটারে৷ তিনি মনে করেন, যে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি তৈরি হয়েছে তা অপ্রত্যাশিত পরিণতি বয়ে আনতে পারে৷ সহিংসতা থামিয়ে দুই পক্ষকে দুই-রাষ্ট্র বিষয়ক আলোচনায় ফেরার আহ্বান জানান৷
নিরীহ মানুষজন হতাহত ও শিশু মৃত্যুর ঘটনাকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছেন পোপ ফ্রান্সিস৷ ‘‘মানুষ ভবিষ্যত গড়তে নয়, ধ্বংস করতে চায় - তাদের মৃত্যু সেই সংকেতই দিচ্ছে... এই ঘৃণা আর প্রতিশোধ আমাদের কোথায় নিয়ে যাবে?'' সেইন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক বক্তৃতায় বলেন ফ্রান্সিস৷
এদিকে, রোববার রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷ ইইউ এর পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি আলোচনায় বসবেন মঙ্গলবার৷ অন্যদিকে ৫৭ দেশের অর্গানাইজেন অব ইসলামিক কোঅপারেশন- ওআইসি রোববার জরুরি বৈঠক ডেকেছে৷ মধ্যপ্রাচ্যের চলমান সংকটের পর এটি তাদের প্রথম উদ্যোগ৷
ফিলিস্তিনিদের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন করা হচ্ছে উল্লেখ করে ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ৷ সামরিক অভিযান বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি৷
শনিবার বিশ্বের বিভিন্ন দেশের বড় শহরগুলোতে ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছেন মানুষ৷
এফএস/এআই (এএফপি, এপি, রয়টার্স)
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত: বিশ্বজুড়ে প্রতিবাদ
এক সপ্তাহ ধরে জেরুসালেমে হামাসের সঙ্গে ইসরায়েলের লড়াই চলছে৷ ইসরায়েলের হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, দাবি ফিলিস্তিনের৷ এই দ্বন্দ্ব অবসানে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ প্রতিবাদ৷
ছবি: David 'Dee' Delgado/REUTERS
নিউ ইয়র্কে ইসরায়েলের বিরুদ্ধে ইহুদিদের বিক্ষোভ
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ইসরায়েল সমর্থকদের সমাবেশের সময় ফিলিস্তিনের সমর্থনে পতাকা ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক অর্থোডক্স ইহুদিকে৷ প্ল্যাকার্ডে ইহুদি সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলের হিংস্রতার নিন্দা জানানো হয়েছে৷
ছবি: David 'Dee' Delgado/REUTERS
ইসরায়েলের সমর্থনে মিছিল
টাইমস স্কয়ারে ইসরায়েলের সমর্থকরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে৷ প্ল্যাকার্ডে লেখা ‘ইসরায়েল ইজ আন্ডার অ্যাটাক’৷
ছবি: David 'Dee' Delgado/REUTERS
দুই পক্ষের তর্ক
ইসরায়েলের সমর্থনে টাইমস স্কয়ারে সমাবেশ হচ্ছে৷ এ সময় এক ফিলিস্তিন সমর্থক অর্থোডক্স ইহুদির সাথে তর্কে জড়িয়ে পড়েন ইসরায়েল সমর্থক এক নারী৷
ছবি: David 'Dee' Delgado/REUTERS
ম্যানহাটনে ইসরায়েল বনাম ফিলিস্তিন
ম্যানহাটনে ইসরায়েল কনস্যুলেটের সামনে ইসরায়েলি সমর্থকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছেন এক ফিলিস্তিন সমর্থক নারী৷
ছবি: Eduardo Munoz/REUTERS
ফিলিস্তিনিদের বিক্ষোভ
ইসরায়েলি কনস্যুলেটের সামনে প্রতিবাদের পর ফিলিস্তিন সমর্থকরা নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে জড়ো হয়ে প্রতিবাদ জানান৷
ছবি: Eduardo Munoz/REUTERS
‘ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র’
ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হয়েছে মিউনিখে৷ প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র’৷
ছবি: Sachelle Babbar/ZUMA Wire/picture alliance
ইরানে বিক্ষোভ সমাবেশ
ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশে যোগ দেন হাজারো মানুষ৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
কেপ টাউন, সাউথ আফ্রিকা
সাউথ আফ্রিকার কেপ টাউনে পার্লামেন্টের বাইরে ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভ করছেন কয়েকশ’ মানুষ৷
ছবি: Mike Hutchings/REUTERS
স্যান্ডটন, সাউথ আফ্রিকা
স্যান্ডটনে ইসরায়েল ট্রেড অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধের আহ্বান এই বিক্ষোভকারীদের৷
ছবি: Siphiwe Sibeko/REUTERS
লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ
ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ সমাবেশে পতাকা আর প্ল্যাকার্ড হাতে হাজির হন হাজারো সমর্থক৷
ছবি: Toby Melville/REUTERS
বিক্ষোভের ঢেউ কেনিয়ায়
ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ সমাবেশের সময় পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে৷
ছবি: Monicah Mwangi/REUTERS
ইস্তাম্বুলে ইসরায়েল কনস্যুলেটের সামনে...
তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরায়েল কনস্যুলেটের সামনে ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ৷