ইসরায়েলের বিমান-হামলায় ইসলামিক জিহাদ মুভমেন্টের তিন নেতা, তাদের স্ত্রী ও সন্তান মারা গেছেন।
বিজ্ঞাপন
স্থানীয় সময় রাত দুটো (জিএমটি-র হিসাবে রাত এগারোটা) নাগাদ এই বিমান-হামলা হয়। ইসরায়েলের সেনার তরফ থেকে জানানো হয়েছে, তাদের জেট বিমানগুলি লক্ষ্যে আঘাত করেছে। ফিলিস্তিনের ইসলামিক জেহাদি মুভমেন্টের নেতাদের উপর আক্রমণ করতে চেয়েছে সেনা।
ইয়রায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দশজন মারা গেছেন এবং প্রচুর মানুষ আহত হয়েছেন।
গাজায় একটি আবাসিক এলাকায় এই আক্রমণ চালানো হয়। ইসলামিক জিহাদ মুভমেন্টের তরফ থেকে জানানো হয়েছে, বিমান হামলায় তাদের তিনজন নেতা নিহত হয়েছেন। তারা হলেন আল-ঘাননাম, খালিদ আল-বাহতিনি ও তারিক ইজ আল-দীন। বলা হয়েছে, তাদের স্ত্রীরাও মারা গেছেন। তবে মৃত বাচ্চাদের বিষয়ে কিছুই জানানো হয়নি।
ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে প্রাণহানির তথ্য
জাতিসংঘের সংস্থা ‘অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স’ ওসিএইচএ ২০০৮ সাল থেকে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে হতাহতের সংখ্যার হিসাব রাখছে৷ ছবিঘরটি সেই তথ্যের ভিত্তিতে তৈরি৷
ছবি: Imago
ফিলিস্তিনির প্রাণহানি
জাতিসংঘের সংস্থা ‘অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স’ ওসিএইচএ ২০০৮ সাল থেকে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে হতাহতের সংখ্যার হিসাব রাখছে৷ তাদের হিসেবে ১ জানুয়ারি ২০০৮ থেকে ২৬ জুলাই ২০২১ পর্যন্ত পাঁচ হাজার ৯৫৩ জন ফিলিস্তিনি (এর মধ্যে সাধারণ নাগরিক তিন হাজার ৩৮৮ জন) প্রাণ হারিয়েছেন৷
ছবি: Reuters
ইসরায়েলি প্রাণহানি
২০০৮ সালের ২৪ জানুয়ারি থেকে চলতি বছরের ১৮ মে পর্যন্ত মারা যাওয়া ইসরায়েলির সংখ্যা ২৬২ জন (এর মধ্যে ইসরায়েলি বসতি স্থাপনাকারী ৯৯ জন ও সাধারণ নাগরিকের সংখ্যা ৪১)৷
ছবি: Reuters
আহত
উল্লেখিত সময়ে এক লাখ ২৮ হাজার ২৭৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন৷ ইসরায়েলি আহত হয়েছেন পাঁচ হাজার ৭০৯ জন৷
ছবি: picture-alliance/AP Photo
লিঙ্গ ও বয়সভেদে হিসাব (ফিলিস্তিন)
মারা যাওয়া পাঁচ হাজার ৯৫৩ জন ফিলিস্তিনির মধ্যে তিন হাজার ৯৮৪ জন পুরুষ, ৬১১ জন নারী, এক হাজার ৭৪ জন বালক ও ২৬৭ জন বালিকা৷ ছবিতে দুই বছরের ফিলিস্তিনি শিশু মালেক শাতের মরদেহ হাতে তার স্বজনদের দেখা যাচ্ছে৷ ২০১১ সালে ইসরায়েলের হামলায় মালেকের মৃত্যু হয়৷
ছবি: Imago
লিঙ্গ ও বয়সভেদে হিসাব (ইসরায়েল)
প্রাণ হারানো ২৬২ জনের মধ্যে ২০৮ জন পুরুষ, ৩১ জন নারী, ১৫ জন বালক ও ছয়জন বালিকা রয়েছে৷
ছবি: Getty Images/AFP/G. Tibbon
সবচেয়ে বেশি হতাহত যে বছর
২০১৪ সালে দুই হাজার ৩২৯ জন ফিলিস্তিনি প্রাণ হারান৷ ঐ বছর ইসরায়েলি মারা গেছেন ৮৮ জন৷ হামাসের দুই সদস্য কর্তৃক ইসরায়েলের তিন টিনএজার অপহরণ ও হত্যার পর ঐ বছরের ৮ জুলাই হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা শুরু করেছিল ইসরায়েল৷ শেষ হয়েছিল ২৬ আগস্ট৷ ছবিতে ২০২০ সালে ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত আয়াদ হালাকের ছবি হাতে তার মাকে দেখা যাচ্ছে৷
ছবি: picture-alliance/AP Photo/M. Illean
বছরভেদে প্রাণহানি (ফিলিস্তিন)
২০০৮ সালে ৮৯৯, ২০০৯ সালে ১০৬৬, ২০১০ সালে ৯৫, ২০১১ সালে ১২৪, ২০১২ সালে ২৬০, ২০১৩ সালে ৩৯, ২০১৫ সালে ১৭৪, ২০১৬ সালে ১০৯, ২০১৭ সালে ৭৭, ২০১৮ সালে ৩০০, ২০১৯ সালে ১৩৭, ২০২০ সালে ৩২ ও ২০২১ সালের ২৬ জুলাই পর্যন্ত ৩১২৷
ছবি: Reuters
বছরভেদে প্রাণহানি (ইসরায়েল)
২০০৮ সালে ৩৪, ২০০৯ সালে ১১, ২০১০ সালে ৮, ২০১১ সালে ১৬, ২০১২ সালে ৭, ২০১৩ সালে ৬, ২০১৫ সালে ২৬, ২০১৬ সালে ১২, ২০১৭ সালে ১৭, ২০১৮ সালে ১৩, ২০১৯ সালে ১০, ২০২০ সালে ৩ ও ২০২১ সালের ১৮ মে পর্যন্ত ১১৷
ছবি: imago/UPI Photo
8 ছবি1 | 8
সংবাদসংস্থা রয়টার্স একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে জানিয়েছে, গাজায় একটি অ্যাপার্টমেন্টের সর্বোচ্চ তলায় বিস্ফোরণ হয়। আরেকটি বিস্ফোরণ হয়েছে রাফাহ শহরের দক্ষিণে।
ইসরায়েলের সেনা বলেছে, এই বিমান হামলার কোড নাম হলো অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো। তিন ফিলিস্তিনি নেতাকে লক্ষ্য করে আক্রমণ করা হয়েছিল। কারণ, এই তিন নেতাই ইসরায়েলের উপর রকেট হামলার দায় স্বীকার করেছিলেন। এই রকেট হামলার পরেই ইসরায়েল গাজা ভূখণ্ডে গোলা চালায়। ফিলিস্তিনি ইসলামিক জেহাদের সদস্য খাদের আদনান ইসরায়েলের জেলে ৮৭ দিন অনশন করে মারা যায়। তারপরেই ইসরায়েলের উপর রকেট হামলা হয়।