1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় ইসরায়েলের মুহুর্মুহু হামলা

৯ জুলাই ২০১৪

গাজায় মুহুর্মুহু বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল৷ হামলায় এ পর্যন্ত অন্তত ৩২ জন নিহত হয়েছে৷ ইসরায়েল ও ফিলিস্তিনিদের প্রতি প্রতিশোধপরায়ণ মানসিকতা ছেড়ে শান্তি স্থাপনের আহ্বান জানিয়েছেন বারাক ওবামা৷

Zur Meldung Raketenteile fallen auf Aida-Kreuzfahrtschiff vor Israels Küste 8.7.2014
ছবি: picture-alliance/dpa

মঙ্গলবার থেকে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল৷ হামলার লক্ষ্য মূলত ‘ইসলামি জঙ্গি সংগঠন' হামাসের ঘাঁটি৷ ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, দু দিনে অন্তত ৪০০টি লক্ষ্যস্থলে হামলা চালিয়েছে তারা৷ হামলায় এ পর্যন্ত নিহত ৩২ জনের মধ্যে অন্তত দু জন নারী এবং পাঁচজন শিশু রয়েছে৷

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের উপর্যুপরি রকেট হামলা বন্ধ করার উদ্দেশ্যেই তাদের এই বিমান হামলা৷ সাগর থেকেও চলছে হামলা৷ মঙ্গলবার ইসরায়েলের কয়েকটি শহরকে লক্ষ্য করে হামাস রকেট হামলা শুরু করার পর ইসরায়েলি সেনাবাহিনী গাজা অভিযান জোরদার করে৷ দু দিনের লাগাতার আক্রমণের কারণে হামাসের হামলার মাত্রা অনেক কমেছে৷ মঙ্গলবার ইসরায়েলের দিকে অন্তত ১৬০টি রকেট ছুড়েছিল হামাস৷ বুধবার গাজা থেকে মাত্র ৪টি রকেট ছোড়ার খবর পাওয়া গেছে৷

তবে হামাসের হামলা থামলেই ইসরায়েলের আগ্রাসী অভিযান থেমে যাবে এমন কোনো ইঙ্গিত নেই৷ গাজার সীমান্তে ইসরায়েল পদাতিক বাহিনী মোতায়েন করায় হামলার তীব্রতা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ বার্তা সংস্থা এপি-কে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র লেরনার জানান এ মুহূর্তে হামলা থামানোর পরিকল্পনা তাদের নেই৷ তিনি বলেন, ‘‘সংগঠনটিকে (হামাস) আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে৷ রকেট হামলা চালিয়ে ওরা আক্ষরিক অর্থেই আমাদের জিম্মি করে রাখতে চাইছে৷''

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দু পক্ষের প্রতি প্রতিশোধের মানসিকতা ছেড়ে শান্তি স্থাপনে উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন৷ জার্মানির সাপ্তাহিক ‘ডি সাইট'-এর এক প্রতিবেদনে তাঁর এই আহ্বানের কথা প্রকাশিত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে৷ গাজায় ইসরায়েলের হামলার কারণে বিশ্বজুড়েই উদ্বেগ বাড়ছে৷ এ হামলাকে ‘বর্বরোচিত' আখ্যা দিয়ে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে জর্ডান৷

এসিবি/জেডএইচ (এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ