1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় ইসরায়েলি সহায়তা

Sanjiv Burman১৭ সেপ্টেম্বর ২০১৪

গাজা আপাতত শান্ত৷ যুদ্ধবিরতি চুক্তি মেনে হামলা বন্ধ রেখেছে ইসরায়েল৷ জাতিসংঘের বিশেষ দূত রবার্ট সেরি জানিয়েছেন, হামলায় ধ্বংস হয়ে যাওয়া ঘর-বাড়ি, হাসপাতাল, রাস্তাঘাট মেরামত করতেও সম্মত হয়েছে ইসরায়েল৷

Konflikt Nahost 09.07.2014
ছবি: picture-alliance/dpa

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে রবার্ট সেরি জানান, ৫০ দিনের যুদ্ধে গাজায় বিশেষত ঘর-বাড়ি, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ কিছু অফিস-আদালতের যে ক্ষতি হয়েছে সেগুলো ঠিক করার কাজে ফিলিস্তিনকে সহায়তা দিতে রাজি হয়েছে ইসরায়েল৷ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, ৫০ দিন ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার মূল্যমানের ক্ষতি হয়েছে৷ এ যুদ্ধে অন্তত একুশ শ' ফিলিস্তিনি মারা যায়, উপর্যুপরি হামলার মুখে ঘর ছাড়তে বাধ্য হয় কমপক্ষে এক লাখ মানুষ৷ ইসরায়েলের বিমান হামলায় জাতিসংঘের অন্তত ১১১টি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে৷

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্থ একটি স্কুলের সামনে এক ছাত্রীছবি: picture-alliance/dpa/Mohammed Saber

রবার্ট সেরি জানিয়েছেন, গাজায় ঘরবাড়ি, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পুননির্মাণে সহায়তা দিতে রাজি হলেও এ বিষয়ে শঙ্কাও প্রকাশ করেছে ইসরায়েল৷ দেশটি মনে করে, ইট-সুড়কি ঘর-বাড়ি নির্মাণের জন্য দেয়া হলেও হামাস তা যুদ্ধে ক্ষতিগ্রস্ত সুড়ঙ্গ ঠিক করার কাজে ব্যবহার করতে পারে৷

এদিকে ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা গাজা থেকে আবার রকেট হামলা চালানোর অভিযোগ তুলেছেন৷ লেফটেন্যান্ট কর্নেল পিটার লেরনার টুইটারে জানান, যুদ্ধবিরতি কার্যকর হবার পর এই প্রথম আবার গাজা থেকে ছোড়া একটি মর্টার ইসরায়েলে আঘাত হেনেছে, তবে তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি৷ হামাস এ অভিযোগ অস্বীকার করেছে৷ হামাস নেতা সামি আবু জুহরি বলেছেন, ‘‘ইসলায়েলের ওপর হামলা চালানোর কোনো চিহ্ন বা কারণ দেখছিনা৷ আমরা শান্তি বজায় রাখার পথে অঙ্গীকারবদ্ধ৷''

এসিবি/ডিজি (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ