1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় চকলেট পোড়ানোর ভিডিও!

১৩ মার্চ ২০১৮

গাজায় একটি ট্রাক থেকে চকলেট ফেলে সেগুলো পুড়িয়ে ফেলার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে৷ তবে ভিডিওটি পুরনো এবং বর্তমান সময়ের সঙ্গে এটির কোনো সংযোগ নেই৷

Snickers Schokoriegel
ছবি: Imago

ভাইরাল ভিডিওতে দেখা যায়, গাজায় পুড়িয়ে ফেলা হচ্ছে স্নিকার্স-এর একের পর এক কার্টন৷ এ সব চকলেটে প্লাস্টিকের অস্তিত্ব রয়েছে বলে পুড়িয়ে ফেলা হচ্ছে বলেও এতে জানানো হয়েছে৷ 

প্রসঙ্গত, স্নিকার্স চকলেটে প্লাস্টিক মেশার একটি ঘটনা ঘটেছিল ২০১৬ সালে৷ তখন কোম্পানিটির নেদারল্যান্ডসের উৎপাদন কেন্দ্রে চকলেটের মধ্যে প্লাস্টিক ঢুকে যাওয়ার একটি ঘটনা ঘটলে মার্কিন কোম্পানি মার্স সেই কারখানায় উৎপাদিত চকলেট বাজার থেকে তুলে নেয়৷ সেসময় অবশ্য মার্স নিশ্চিত করেছিল যে, নেদারল্যান্ডসে উৎপাদিত স্নিকার্স মধ্যপ্রাচ্যের বাজারে ছাড়া হয়নি৷ ফলে উদ্বেগের কিছু নেই৷

তারপরও অবশ্য গাজায় স্নিকার্স পোড়ানো হয়েছিল৷ কিন্তু সেই ভিডিও এখন নতুন করে শেয়ার করে চকলেটটি সম্পর্কে জনমনে নতুন করে ভিতি সঞ্চারের চেষ্টা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে৷ বর্তমানে মার্স বা স্নিকার্সের চকলেটে প্লাস্টিকের মেশার কোনো ঘটনা জানা যায়নি৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ