1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় ‘জার্মান উইমেন জ্যাজ অর্কেস্ট্রা’

২১ জুলাই ২০১১

ডয়চে ভেলে ও জার্মান সংগীত কমিটির উদ্যোগে প্রতিষ্ঠিত ‘জার্মান উইমেন জ্যাজ অর্কেস্ট্রা’ গাজা ভূখণ্ডে পরিবেশন করলেন জ্যাজ সংগীত৷ বহুকাল পর এই প্রথম সেখানে পরিবেশিত হোল পশ্চিমের জ্যাজ কনসার্ট৷

German Women Jazz Orchestra in Gaza. Eine Veranstaltung vom Goethe-Institut in Kooperation mit der DW 14.07.2011. Foto Joerg Schumacher vom Goethe Institut in Ramallah. Vermerk: GI/Joerg Schumacher
ছবি: GI/Joerg Schumacher

গ্রীষ্মের এক সুন্দর সন্ধ্যায় গাজা সিটির ‘কফি গ্যালারি' র মুক্তাঙ্গনে খোলা আকাশের নীচে অনুষ্ঠিত হোল এই জ্যাজ কনসার্ট৷ এই গ্যালারি গাজার যুব সমাজের জন্য এক বিকল্প মিলন স্থান৷ বিশেষ করে ফেস-বুক প্রজন্ম অল্প সময়ের জন্য হলেও এখানে তাদের প্রতিদিনের কঠোর ও নিরানন্দ জীবনকে ভুলে থাকতে পারে৷ এই কনসার্ট ছিল তাদের জন্য এক বিরাট অভিজ্ঞতা৷

ইসরায়েল সরকারের নিষেধাজ্ঞা নীতির কারণে ১২ সদস্যের ‘জার্মান উইমেন জ্যাজ অর্কেস্ট্রা', কনসার্টের কিছু দিন আগেও জানতেন না তাঁরা গাজায় প্রবেশের অনুমতি পাবেন কিনা৷ কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতাধীন এরেজ চেকপয়েন্টের সীমান্ত বেড়া পার হওয়ার অনুমতি পান তাঁরা শেষ পর্যন্ত৷ বেশির ভাগ ফিলিস্তিনিরই এই সীমান্ত পারাপারের অধিকার নেই৷ গাজায় ঢোকার অনুমতি পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন সংগীত দল৷ সেই সাথে আনন্দিত রামাল্লার গ্যোয়টে ইনস্টিটিউট এর পরিচালক এবং এই কনসার্টের অন্যতম সংগঠক ইয়র্গ শুমাখার৷ তিনি বলেন:

‘‘আমরা এখনও বিশ্বাস করতে পারছি না যে এটা সম্ভব হতে পেরেছে৷ আমরা ছ'সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছি, যোগাযোগ করেছি সরকারি প্রতিনিধি, ইসরায়েলি কর্তৃপক্ষ বা অ্যারেজ কর্মকর্তাদের সাথে যাতে আমরা ১২জন সংগীত শিল্পীকে নিয়ে গাজায় প্রবেশ করতে পারি৷ যদি প্রবেশের অনুমতি না পেতাম তাহলে আমাদের অন্য পরিকল্পনা ছিল কিন্তু এখন আমরা আনন্দিত যে আমরা এখানে উপস্থিত হয়েছি৷''

ছবি: GI/Joerg Schumacher

ইসরায়েল সরকারের কঠোর নিষেধাজ্ঞা নীতির ফলে বহির্বিশ্ব থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা ভুখণ্ড৷ ইন্টারনেটের মাধ্যমেই বিদেশী সংগীত শিল্পীদের সাথে গাজার যুব সমাজের পরিচয়৷ তাই আধুনিক ব়্যাপ বা হিপ-হপ সংগীত সম্পর্কে তারা সচেতন৷এই কনসার্টের শেষার্ধে দুজন ফিলিস্তিনি ব়্যাপার একটি গান পরিবেশনার জন্য মঞ্চে আমন্ত্রিত হোন৷

সুইং মিশ্রিত আধুনিক জ্যাজ অথবা ব্লুজ আঙ্গিকের সংগীত গাজার বাসিন্দাদের কাছে কতটা পৌঁছেছে তা বলা মুশকিল৷ কিন্তু এক নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন তাঁরা নিঃসন্দেহে৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ