1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় নিরাপত্তা নেই, সাহায্য পাঠাতে পারছে না ডাব্লিউএইচও

১১ জানুয়ারি ২০২৪

ডাব্লিউএইচও জানিয়ে দিয়েছে, তারা গাজায় মানবিক সাহায্যের মিশন বন্ধ করতে বাধ্য হচ্ছে। গত কয়েক সপ্তাহে এই নিয়ে ছয়বার মিশন বন্ধ করা হলো।

গাজায় মানবাধিকার কর্মী
ত্রাণ দিচ্ছএন মানবাধিকার কর্মীছবি: Mohammed Abed/AFP/Getty Images

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, ষথেষ্ট নিরাপত্তার আশ্বাস না পেলে তারা গাজায় মানবিক সাহায্যের মিশন বন্ধ করতে বাধ্য হবে। বুধবার তারা সাহায্য পাঠায়নি গাজায়। অভিযোগ, গাজায় তাদের একাধিক কর্মী নিহত হয়েছেন। মানবাধিকার কর্মীদেরও সেখানে আক্রমণের মুখে পড়তে হচ্ছে।

গত ২৬ ডিসেম্বর শেষবার গাজায় ডাব্লিউএইচও কর্মীরা মানবিক সাহায্য নিয়ে পৌঁছাতে পেরেছিলেন। বুধবার ফের তাদের যাওয়ার কথা ছিল। ডাব্লিউএইচও প্রধান জানিয়েছেন, বিধ্বস্ত অঞ্চলে যাওয়ার জন্য ইসরায়েলের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। একইসঙ্গে নিরাপত্তাও চাওয়া হয়েছিল। মানবাধিকার কর্মীরা মধ্য গাজায় যেতে চাইছিলেন। শুধু ডাব্লিউএইচও নয়, আরো বেশ কিছু সংস্থাও সেখানে যেতে চেয়েছিল। কিন্তু ইসরায়েল এখনো পর্যন্ত অনুমতি দেয়নি। এই পরিস্থিতিতে মানবিক সাহায্য নিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ডাব্লিউএইচও।

ডাব্লিউএইচও-র অভিযোগ, ভয়াবহ লড়াই চলছে বেশ কিছু এলাকায়। ঘন ঘন বোমা পড়ছে। তেল মিলছে না, যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে যেখানে সাহায্য যাওয়া প্রয়োজন, সেখানেই ঢোকাই সম্ভব হচ্ছে না।

গাজা স্ট্রিপের ৩২টির মধ্যে মাত্র ১৫টি হাসপাতাল আংশিকভাবে চালু আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

রেড ক্রিসেন্ট কর্মীদের মৃত্যু

বুধবার ফিলিস্তিনের মানবাধিকার সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাদের একটি অ্যাম্বুল্যান্সে গোলা এসে লেগেছে। ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। সকলেই মানবাধিকার কর্মী ছিলেন। গাজায় সাহায্যের জন্য গেছিলেন।

সালাহ আল দিন স্ট্রিটে এই ঘটনা ঘটেছে। মধ্য গাজার এই রাস্তাটি দিয়ে উত্তর এবং দক্ষিণ গাজায়যাওয়া যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা। ওই রাস্তার খুব কাছে আরেকটি জায়গায় হাসপাতাল অঞ্চলে একই দিনে বোমারু হামলা চালিয়েছে ইসরায়েল। তাতেও বহু বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ইসরায়েল এবিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্য কোনো সূত্রের কাছ থেকে এই তথ্য যাচাই করা যায়নি।

হামাসের স্বাস্থ্য মন্ত্রকের দাবি এখনো পর্যন্ত ১২০টি অ্যাম্বুল্যান্স ধ্বংস হয়েছে। ৩২৬ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। গাজায় সব মিলিয়ে ২৩ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ