1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় নিষিদ্ধ হোয়াইট ফসফরাস ব্যবহারের কথা স্বীকার করলো ইসরায়েল

১ আগস্ট ২০০৯

ইসরায়েল কর্তৃপক্ষ গাজা যুদ্ধ চলাকালে নিষিদ্ধ হোয়াইট ফসফরাস ব্যবহার করার কথা প্রথমবারের মত স্বীকার করেছে৷ ইসরায়েলি সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই স্বীকারোক্তি করা হয়েছে৷

ছবি: AP/DW-Grafik

গত আগস্টে গাজায় ইসরায়েলি আগ্রাসন চালানোর সময় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ওঠে৷ এই অভিযোগের অন্যতম ছিল নিষিদ্ধ পদার্থ হোয়াইট ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েলী সেনারা৷ তবে শুরু থেকে এমন অভিযোগ অস্বীকার করে আসছিল ইসরায়েলি কর্তৃপক্ষ৷ অবশেষে বৃহস্পতিবার এক বিস্তারিত প্রতিবেদনে এই বিষয়টি স্বীকার করে নিয়েছে ইসরায়েল সরকার৷ ১৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদনের শিরোনাম 'দি অপারেশন ইন গাজা, ফ্যাকচুয়াল এন্ড লিগ্যাল এ্যাসপেক্ট'৷ তবে হোয়াইট ফসফরাস ব্যবহারের ব্যপারে ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, এটি আন্তর্জাতিক আইনের লংঘন নয়৷ এছাড়া গাজায় আগ্রাসন চলাকালে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ওঠা ১০০টি অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এমন তথ্যও জানানো হয়েছে৷ গাজায় আগ্রাসন চালানো নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য, সামরিক অভিযান চালানোটা তাদের অধিকার এবং এটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে পড়েছিল৷ এর জন্য দক্ষিণ ইসরায়েলে হামাসের রকেট হামলাকেই কারণ হিসেবে তুলে ধরা হয়েছে৷ উল্লেখ্য, ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় ১৪০০ ব্যক্তির প্রাণহানি ঘটে৷

গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছেছবি: picture-alliance / dpa


ফাতাহ-হামাস পুরনো দ্বন্দ্ব

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের এমন স্বীকারোক্তিমূলক বক্তব্য শোনা গেলেও প্যালেস্টাইনের পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি৷ বরং নিজেদের মধ্যে পুরনো বিরোধ নিয়েই মেতে আছে ফাতাহ এবং হামাস৷ আগামী মঙ্গলবার ফাতাহ পার্টির দলীয় সম্মেলন হতে যাচ্ছে যাতে অংশ নেবেন দলের সংসদ সদস্যরা৷ কিন্তু ফাতাহ অভিযোগ করছে হামাসের বাধার কারণে গাজা থেকে তাদের দলীয় নেতারা পশ্চিম তীরে আসতে পারছে না৷ অপরদিকে হামাসের অভিযোগ, পশ্চিম তীরে ফাতাহ নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী তাদের প্রায় ৯০০ কর্মীকে আটকে রেখেছে৷ তাদের মুক্তি না দিলে তারা ফাতাহর নেতাদের গাজা ছাড়তে দেবে না৷ দুই দলের এই রেষারেষিতে হুমকির মুখে পড়েছে উভয় পক্ষের মধ্যে সংলাপের ভবিষ্যত৷ আগামী জানুয়ারিতে যে নির্বাচন হবে তাতে ক্ষমতার ভাগাভাগি নিয়ে উভয় দলকে একটি সমোঝাতায় আনার জন্য চেষ্টা করে যাচ্ছে মিশর৷ আগামী ২৫ আগস্ট কায়রোতে এই বৈঠক হওয়ার কথা৷ কিন্তু শুক্রবার হামাস নেতা ইসমাইল হানিয়া জানিয়ে দিয়েছেন যে পশ্চিম তীরে রাজনৈতিক গ্রেফতার নিপীড়ণ বন্ধ না হলে তাঁরা আলোচনায় যোগ নাও দিতে পারেন৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ