1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় নিহতের তালিকায় তেরো শিশু

আবদুস সাত্তার৫ জানুয়ারি ২০০৯

ইসরায়েল গাজার ওপর বিমান, সাগর ও বিমান পথে তার স্থল আক্রমন অব্যাহত রেখেছে৷ ইসরায়েলী বিমান, নৌ ও গোলন্দাজ বাহিনী এই স্থল আক্রমনে তাদের সৈন্যদের সাহায্য সহযোগিতা যোগায়৷

গাজায় বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা বাড়ছেছবি: AP

ইসরায়েলী আক্রমনে কমপক্ষে চব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে৷ এদের মধ্যে রয়েছে দুটি পরিবারের তেরো শিশু৷ ওদিকে, গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে ব্যাপক কূটনৈতিক তত্পরতা চলছে৷

গাজায় ইসারয়েলী হামলায় আহত দুই শিশুকে সরিয়ে নেয়া হচ্ছেছবি: AP

মিশর সোমবার মধ্যপ্রাচ্য বিষয়ক আন্তর্জাতিক মধ্যস্থতা প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়৷ ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে মিশর পৌঁছেছে৷ প্রতিনিধি দল তার মধ্যস্থতা প্রচেষ্টার শুরুতেই গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলাপ আলোচনা করে৷ মিশরের অবকাশ যাপন কেন্দ্র শার্ম এল শেখ এ মিশরি প্রসিডেন্ট হুসনি মুবারকের সঙ্গে প্রতিনিধি দলের এক বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনীতিক সোলানা বলেন, একটি যুদ্ধ-বিরতি অর্জনই হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ তিনি বলেন, আমরা যত শীঘ্র সম্ভব একটি যুদ্ধ-বিরতি অর্জনে আগ্রহী৷ সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি৷ আর এ জন্য মিশরের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল মিশরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল ঘাইট এর সঙ্গেও এক বৈঠকে মিলিত হয়৷ প্রতিনিধি দলের তিনদিনের মধ্যস্থতা মিশনের সময় প্রতিনিধিরা সফর করবেন ইসরায়েল, রামাল্লাহ এবং জর্ডানও৷ ভূ-মধ্য সাগরীয় ইউনিয়নের যুগ্ম প্রধান হিসেবে ফরাসী প্রেসিডেন্ট নিকোলা সার্কোজিও মধ্যপ্রাচ্য বিষয়ে আলোচনার জন্য কায়রো, জেরুসালেম ও রামাল্লা সফর করছেন৷ সার্কোজি মধ্যপ্রাচ্যে মধ্যস্থতা প্রচেষ্টায় একটি বিশেষ ভূমিকা পালনে আগ্রহী৷

ওদিকে, গাজায় ইসলামী উগ্রপন্থী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্য যুদ্ধ বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ঐকমত্যে পৌঁছোতে ব্যর্থ হয়েছে৷ জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ ব্যাপারে নিরাপত্তা পরিষদের সদস্যদের দ্রুত একমত হওয়ার আহ্বান জানান৷ উল্লেখ্য যে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধীতার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধ থামনোর ব্যাপারে একমত হতে পারে নি৷

এই পরিস্থিতিতে ইসরায়েল গাজায় তার স্থল আক্রমন অব্যাহত রেখেছে- যদিও এর বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ চলছে৷ ইসরায়েলী স্থল ও বিমান আক্রমনের ফলে গাজায় মানবিক তত্পরতা বাধাগ্রস্ত হচ্ছে৷ জার্মান সরকার গাজা ভূ-খন্ডে বেসামরিক নাগরিকদের দুঃখ-দুর্দশার জন্য উদ্বেগ প্রকাশ করেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ