1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় নিহতের সংখ্যা বাড়ছে

Sanjiv Burman২১ জুলাই ২০১৪

প্রায় দু সপ্তাহের ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে৷ এ পর্যন্ত অন্তত ১৮ জন ইসরায়েলি সৈন্যও নিহত হয়েছে৷ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ৷ ইসরায়েলেও শুরু হয়েছে যুদ্ধবিরোধী প্রতিবাদ৷

Palästina Gaza Stadt unter massiven Beschuss durch Israel 20.07.2014
ছবি: picture-alliance/AP Photo

গাজায় ইসরায়েলের হামলায় প্রতিদিনই মারা যাচ্ছে সাধারণ মানুষ৷ বার্তা সংস্থাগুলোর খবর অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত অন্তত ৫০১ জন মারা গেছে, যার মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ৷ ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার হামাসের ১০ জনের একটি দল সুড়ঙ্গ দিয়ে ইসরায়েলে ঢুকে পড়েছিল৷ গুলি করে তাদের হত্যা করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়৷ ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, এ পর্যন্ত দুবার সুড়ঙ্গ পথে ইসরায়েলে প্রবেশ করে সহিংসতার চেষ্টা চালিয়েছে হামাস, দুটি প্রয়াসই নস্যাৎ করা হয়েছে৷

এদিকে রোববার গাজায় হামাসের হামলায় ১৩ জন ইসরায়েলি সৈন্য প্রাণ হারিয়েছে৷ এর ফলে প্রায় দু সপ্তাহের এ যুদ্ধে অন্তত ১৮ জন ইসরায়েলি সৈন্য নিহত হলো৷

গাজায় যুক্তরাষ্ট্রের দুজন নাগরিকও নিহত হয়েছেন৷ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিহতদের নাম প্রকাশ করলেও, তাঁদের পেশা সম্পর্কে কিছু জানায়নি৷ তবে নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম জানিয়েছে, দুজনই ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য ছিলেন

গাজা পরিস্থিতি নিয়ে শঙ্কা বাড়ছে সারা বিশ্বে৷ রোববার জরুরি বৈঠক ডেকে ইসরায়েল ও হামাসের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷ যুক্তরাষ্ট্রও যুদ্ধ বন্ধের প্রয়াসে তৎপর৷ সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কায়রো সফর করার কথা৷ মিশর যে যুদ্ধ প্রস্তাব দিয়েছিল তাতে দু পক্ষের সম্মতি আদায়ের লক্ষ্যেই কেরি মিশরের রাজধানীতে যাচ্ছেন বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে৷

বিশ্বের বিভিন্ন স্থানে ইসরায়েলের গাজা হামলার প্রতিবাদে সমাবেশ হচ্ছে৷ রোববার রাজধানী তেল আবিবসহ ইসরায়েলের কয়েকটি শহরেও হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ৷ প্যারিসে বিক্ষোভকারীরা ইহুদিদের কিছু দোকানপাটে লুটপাট চালায়৷ প্রতিবাদের নামে অরাজক পরিবেশ সৃষ্টির অভিযোগে বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যার্না কাজন্যোভ৷

এসিবি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ