গাজায় ইসরায়েলের হামলায় প্রতিদিনই মারা যাচ্ছে সাধারণ মানুষ৷ বার্তা সংস্থাগুলোর খবর অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত অন্তত ৫০১ জন মারা গেছে, যার মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ৷ ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার হামাসের ১০ জনের একটি দল সুড়ঙ্গ দিয়ে ইসরায়েলে ঢুকে পড়েছিল৷ গুলি করে তাদের হত্যা করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়৷ ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, এ পর্যন্ত দুবার সুড়ঙ্গ পথে ইসরায়েলে প্রবেশ করে সহিংসতার চেষ্টা চালিয়েছে হামাস, দুটি প্রয়াসই নস্যাৎ করা হয়েছে৷
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ৷ পরিসংখ্যান বলছে, নিহতদের মধ্যে প্রায় ৩০ শতাংশই শিশু ও নারী৷ বোমার আঘাতে প্রাণ হারানো শিশুরা হয়ত যুদ্ধ কি তাই জানে না৷ গাজার শিশুদের বর্তমান অবস্থা নিয়ে আমাদের ছবিঘর৷
ছবি: Reutersইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত একটি গাড়ি পরীক্ষা করে দেখছে এক ফিলিস্তিনি শিশু৷ ছবিটি গত ১৪ জুলাই তোলা৷ বিমান হামলায় গাজায় নিহতদের মধ্যে প্রায় ৩০ শতাংশই নারী ও শিশু৷
ছবি: Mohammed Abed/AFP/Getty Imagesইসরায়েলের বিমান হামলা থেকে বাঁচতে পরিবার পরিজন নিয়ে ছুটছেন ফিলিস্তিনিরা৷ তবে গাজায় তাদের জন্য নিরাপদ আশ্রয় নেই বললেই চলে৷ ফিলিস্তিনি কর্মকর্তারা মনে করেন, ইসরায়েলের হামলা সহসা বন্ধের কোনো লক্ষণ নেই৷
ছবি: Reutersইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনি এই ছেলেটি গাজার দক্ষিণাঞ্চলে মিশর সীমান্তে অ্যাম্বুলেন্সে শুয়ে মিশরে ঢোকার জন্য অপেক্ষা করছে৷ আহতদের চিকিৎসার সুবিধার্থে মিশর রাফা সীমান্ত খুলে দেয় ১০ জুলাই৷
ছবি: Said Khatib/AFP/Getty Imagesবাড়িতে যে-কোনো মুহূর্তে পড়তে পারে ইসরায়েলের বোমা৷ তাই ঘরবাড়ি ছেড়ে এই শিশুরা আশ্রয় নিয়েছে গাজায় অবস্থিত জাতিসংঘের স্কুলে৷ এখানে যে বোমা পড়বে না, এমন কোনো নিশ্চয়তা নেই৷ তবে আশঙ্কা কম৷
ছবি: Mahmud Hams/AFP/Getty Imagesবাড়ির উপরে উড়ছে ইসরায়েলি ড্রোন৷ আর সেটাই দেখছে এই শিশুটি৷
ছবি: Thomas Coex/AFP/Getty Imagesগাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারায় চার বছরের শিশু ইয়াসমিন৷ ছবিটি ১০ জুলাই তার জানাজার সময় তোলা৷
ছবি: Reutersগাজার শিশুরা জানে না তাদের অপরাধ কি? কেনই বা বোমা হামলার নির্মম শিকার তারা? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারেও এমন প্রশ্ন করেছেন অনেকে৷ গত ১৪ জুলাই তোলা ছবিতে চাচার মৃত্যুতে কাঁদছে দুই শিশু৷
ছবি: Mahmud Hams/AFP/Getty Imagesছবিটি ২০১২ সালের এপ্রিলে তোলা৷ দৃষ্টি প্রতিবন্ধী এক শিশুকে জাতিসংঘের স্কুলে নিয়ে যাচ্ছে তার এক সহপাঠী৷ গাজায় ইসরায়েলি হামলায় আহতও হচ্ছে অসংখ্য শিশু৷ পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকতে হচ্ছে তাদের৷ তবে এই শিশুটি ইসরায়েলি হামলায় দৃষ্টি হারিয়েছে কিনা জানা যায়নি৷
ছবি: Reutersইসরায়েলের বিমান হামলা থেকে বাঁচতে অনেক ফিলিস্তিনি তাদের স্ত্রী সন্তান নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন৷ তবে গাজার দু’দিকে ইসরায়েল, একদিনে মিশর এবং অপর পাশে সমুদ্র৷ এই অবস্থায় নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া দুষ্কর৷ তবুও প্রাণ বাঁচানোর চেষ্টা৷
ছবি: picture-alliance/dpaগাজায় ইসরায়েলের হামলা নতুন নয়৷ হামাসের রকেট ছোড়ার জবাব সেদেশ দেয় বিমান হামলার মাধ্যমে৷ আর তাতে অধিকাংশ ক্ষেত্রেই প্রাণ হারায় নারী, শিশু এবং হামাসের সঙ্গে সম্পৃক্ত নয় এমন মানুষ৷
ছবি: Reuters
এদিকে রোববার গাজায় হামাসের হামলায় ১৩ জন ইসরায়েলি সৈন্য প্রাণ হারিয়েছে৷ এর ফলে প্রায় দু সপ্তাহের এ যুদ্ধে অন্তত ১৮ জন ইসরায়েলি সৈন্য নিহত হলো৷
গাজায় যুক্তরাষ্ট্রের দুজন নাগরিকও নিহত হয়েছেন৷ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিহতদের নাম প্রকাশ করলেও, তাঁদের পেশা সম্পর্কে কিছু জানায়নি৷ তবে নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম জানিয়েছে, দুজনই ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য ছিলেন৷
গাজা পরিস্থিতি নিয়ে শঙ্কা বাড়ছে সারা বিশ্বে৷ রোববার জরুরি বৈঠক ডেকে ইসরায়েল ও হামাসের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷ যুক্তরাষ্ট্রও যুদ্ধ বন্ধের প্রয়াসে তৎপর৷ সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কায়রো সফর করার কথা৷ মিশর যে যুদ্ধ প্রস্তাব দিয়েছিল তাতে দু পক্ষের সম্মতি আদায়ের লক্ষ্যেই কেরি মিশরের রাজধানীতে যাচ্ছেন বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে৷
বিশ্বের বিভিন্ন স্থানে ইসরায়েলের গাজা হামলার প্রতিবাদে সমাবেশ হচ্ছে৷ রোববার রাজধানী তেল আবিবসহ ইসরায়েলের কয়েকটি শহরেও হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ৷ প্যারিসে বিক্ষোভকারীরা ইহুদিদের কিছু দোকানপাটে লুটপাট চালায়৷ প্রতিবাদের নামে অরাজক পরিবেশ সৃষ্টির অভিযোগে বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যার্না কাজন্যোভ৷
এসিবি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)