1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় হামলা

১৯ নভেম্বর ২০১২

গাজায় ইসরায়েলি রকেটের আঘাতে সোমবার ১০ জন নিহত হয়েছে৷ ফলে গত ছয়দিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭’তে৷

A Palestinian man looks at a destroyed house after an Israeli air strike in Gaza City November 19, 2012. Hostilities between Islamist militants and Israel entered a sixth day on Monday as diplomatic efforts were set to intensify to try to stop rocket fire from the Gaza Strip and Israeli air strikes on Gaza. International pressure for a ceasefire seemed certain to mount after the deadliest single incident in the flare-up on Sunday claimed the lives of at least 11 Palestinian civilians, including four children. REUTERS/Mohammed Salem (GAZA - Tags: MILITARY POLITICS CONFLICT TPX IMAGES OF THE DAY)
Gaza Zerstörungenছবি: Reuters

ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও চিকিৎসা কর্মকর্তারা বলছেন, রবিবার সারা রাত ধরে রকেট হামলা হয়েছে৷ ইসরায়েলি সেনাসূত্র বলছে, তারা সারা রাতে কমপক্ষে ৮০টি স্থাপনায় আঘাতে করেছে৷ এর মধ্যে হামাসের পুলিশ সদর দপ্তরও রয়েছে৷

এদিকে, গাজা থেকে ইসরায়েল অভিমুখে চালানো রকেটগুলো ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণে লক্ষ্যে পৌঁছাতে পারেনি৷

এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে৷ মিশর এতে মূল ভূমিকা পালন করছে৷

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি'র কার্যালয় বলছে, হামাস প্রধান খালেদ মেশাল ও ইসলামিক জেহাদের প্রধান আব্দুল্লাহ সালাহ'র সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট মুরসি৷

এছাড়া কয়েকজন হামাস ও ইসরায়েলি কর্মকর্তা আলোচনার জন্য মিশরে রয়েছেন৷

ফিলিস্তিনি কর্মকর্তারা সোমবারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আশা প্রকাশ করেছেন৷

গাজায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীছবি: Reuters

যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাস গাজার উপর থেকে ইসরায়েলের অবরোধ তুলে নেয়ার দাবি জানিয়েছে বলে জানা গেছে৷ আর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগডোর লিবারমান বলেছেন, যুদ্ধবিরতির প্রধান ও একমাত্র শর্ত হচ্ছে গাজা থেকে রকেট হামলা বন্ধ করা৷

জাতিসংঘের মহাসচিব বান কি মুন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন৷ সোমবার তাঁর কায়রোয় পৌঁছার কথা রয়েছে৷ এরপর তিনি ইসরায়েল ও ফিলিস্তিনি এলাকা সফর করবেন৷

জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে শিগগিরই মধ্যপ্রাচ্য সফরে যেতে পারেন বলে তাঁর মন্ত্রণালয় সূত্রে জানা গেছে৷

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশ্টন মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, একমাত্র দীর্ঘমেয়াদি সমাধানই পারে ঐ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে৷ তিনি সোমবার ব্রাসেলসে ইইউ পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের এক সম্মেলনে যোগ দেয়ার আগে এ কথা বলেন৷ অ্যাশ্টন বলেন, গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা অবশ্যই বন্ধ করতে হবে৷

এদিকে চীন উভয়পক্ষ বিশেষ করে ইসরায়েলকে ‘সর্বোচ্চ ধৈর্য' দেখাতে বলেছে৷

আফগান তালেবান ফিলিস্তিনিদের উপর নির্যাতনের জবাব দিতে মুসলমানদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছে৷

জেডএইচ / এসবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ