1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিহতের সংখ্যা ৮০০ ছাড়ালো

২৫ জুলাই ২০১৪

ইসরায়েলের হামলার ১৮তম দিনে গাজায় নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে৷ শুক্রবার এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত একশ জন প্রাণ হারিয়েছেন৷

Gaza Offensive gefangene Palästinenser 23.07.2014
ইসরায়েলি সেনাদের হাতে আটক ফিলিস্তিনিরাছবি: Reuters/Walla News

পশ্চিম তীরে প্রবল বিক্ষোভের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা৷ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আর ইসরায়েলের প্রতি ঘৃণা জানাতে রাস্তায় নেমেছে ইরানের জনতা৷

ইসরায়েলি সেনাদের বোমা হামলায় মধ্যে গাজার একটি বাড়ি বিধ্বস্ত হলে দুই নারী নিহত হন৷ নিহতদের একজন অন্তঃসত্ত্বা ছিলেন৷ ফিলিস্তিনের এক জরুরি স্বাস্থ্যকর্মীর দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে চালানো ইসরায়েলের হামলায় অন্তত একশজন নিহত হয়েছেন৷ গত ১৮ দিনে মোট ৮০৮ জন নিহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷

এদিকে ইসরায়েলের হামলার বিরুদ্ধে পশ্চিম তীর ও ইরানে ব্যাপক বিক্ষোভ হয়েছে৷ বৃহস্পতিবার রাতে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বিক্ষোভ শুরু করেন কয়েক হাজার মানুষ৷ বিক্ষুব্ধরা ইট, পাটকেল এবং পেট্রোল বোমা ছুড়তে শুরু করলে ইসরায়েলি সেনারা গুলি ছোড়ে৷ গুলিতে একজন নিহত ও কমপক্ষে দেড়শ মানুষ আহত হয়েছেন৷ আহতদের রক্ত দেয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস৷

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে শুক্রবার ইরানের রাজধানী তেহরানসহ ৭০০টি শহরে গণমিছিল হয়েছে৷ মিছিলে অংশগ্রহণকারীদের ‘ইসরায়েল ধ্বংস হোক', ‘অ্যামেরিকা নিপাত যাক' লেখা প্ল্যাকার্ড হাতে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনে স্লোগান দিতে দেখা গেছে৷

ইরান রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকার করে না৷ হামাসসহ অন্যান্য ‘ইসলামি' সংগঠনকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে দেশটি৷ বৃহস্পতিবার ইরানের সংসদের স্পিকার আলী লারিজানি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, ‘‘আজ গাজার যোদ্ধারা নিজেদের অস্ত্রেই যুদ্ধ করতে সক্ষম৷ তবে একসময় তাদের অস্ত্র তৈরির প্রযু্ক্তি জানা দরকার ছিল এবং আমরা তা দিয়ে তাদের সহায়তা করেছিলাম৷''

এসিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ