গাজায় ত্রাণ পাঠাবার জন্য অবিলম্বে সংঘর্ষবিরতি চাইলেন ইইউ নেতারা। মানবিক কারণে তারা এই সংঘর্ষবিরতি চেয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠকে বসেছিলেন ইইউ নেতারা। তারা দাবি করেছেন গাজায় সাহায্য পাঠাবার জন্য একটি মানবিক করিডোর তৈরি করতে হবে। আর এর জন্য সাময়িক সংঘর্ষবিরতি দরকার। তাহলেই নিরাপদে ও উপযুক্ত পরিমাণে ত্রাণসামগ্রী গাজায় পাঠানো সম্ভব হবে।
পরে ইউরোপীয় কাউন্সিল একটি বিবৃতিতে জানায়, ''গাজায় মানবিক পরিস্থিতি সমানে খারাপ হচ্ছে। এই অবস্থায় সেখানে ত্রাণ পাঠাবার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া দরকার। তার জন্য একরটা করিডোর তৈরি করা দরকার।''
বিবৃতিতে বলা হয়েছে, ''ইউরোপীয় ইউনিয়ন এই অঞ্চলে তাদের সহযোগী ও বন্ধু দেশগুলিকে সঙ্গে নিয়ে বেসামরিক মানুষকে রক্ষা করা, তাদের সাহায্য করা এবং তারা যাতে খাবার, জল, ওষুধ, বাসস্থান ও জ্বালানি পায় তা নিশ্চিত করতে চায়। তারা এটাও দেখবে এই সাহায্য যেন সন্ত্রাসবাদী সংগঠনের হাতে না পড়ে।''
ইসরায়েলি আর ফিলিস্তিনিদের এক করছে সংগীত
জার্মানির রাজধানী বার্লিনের এক সংগীত অ্যাকাডেমিতে ২৩ অক্টোবর একটি কনসার্ট হয়েছে৷ সেখানে একসঙ্গে বাজিয়েছেন ইসরায়েল ও ফিলিস্তিনের শিক্ষার্থীরা৷
ছবি: Stefan Maria Rother
শুরুর কথা
আর্জেন্টিনায় জন্মগ্রহণ করা ও বর্তমানে বার্লিনে বসবাসকারী কন্ডাক্টর ও পিয়ানোবাদক ডানিয়েল বারেনবোইম (ডানে) তার বন্ধু প্রয়াত ফিলিস্তিনি-অ্যামেরিকান লিটারেরি থিওরিস্ট এডওয়ার্ড সাঈদের (বামে) সঙ্গে মিলে স্পেনের সেভিয়ায় ১৯৯৯ সালে ‘ওয়েস্ট-ইস্টার্ন ডিভান অর্কেস্ট্রা’ প্রতিষ্ঠা করেছিলেন৷ তারই ধারাবাহিকতায় ২০১৫ সালে বার্লিনে দ্য বারেনবোইম-সাঈদ অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয়৷
ছবি: Fundación Barenboim-Said
ইসরায়েলে হামাসের হামলার পর প্রতিক্রিয়া
অ্যাকাডেমির ডিন মিশায়েল বারেনবোইম (ডানিয়েল বারেনবোইমের ছেলে) জানান, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে তার অ্যাকাডেমির ফিলিস্তিনি শিক্ষার্থীরা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছে৷ কিন্তু ইসরায়েলি শিক্ষার্থীরা মনে করছেন, হামাসের সন্ত্রাসী হামলার পর সব পরিবর্তন হয়ে গেছে৷
ছবি: AHMAD GHARABLI/AFP
অ্যাকাডেমির উদ্যোগ
ইসরায়েলি ও ফিলিস্তিনি শিক্ষার্থীরা যেন হামলা নিয়ে নিজেদের মধ্যে কথা বলে সেই বিষয়ে অ্যাকাডেমির পক্ষ থেকে উৎসাহ দেওয়া হচ্ছে৷ তাদের মনস্তাত্ত্বিক সহায়তা দিতে হিব্রু ও আরবি ভাষায় পারদর্শী থেরাপিস্টেরও ব্যবস্থা করা হয়েছে৷
ছবি: Stefan Maria Rother
নতুন সেমিস্টারের প্রথম কনসার্ট
হামাসের হামলার কয়েকদিন পর অ্যাকাডেমিতে নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়৷ আর প্রথম কনসার্টটি হয় ২৩ অক্টোবর৷ তার আগে প্রকাশিত এক বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘‘এই মুহূর্তে কনসার্টে বাজানো আমাদের জন্য খুব কঠিন৷ কিন্তু এই অন্ধকারতম সময়েও আমরা আমাদের প্রতিষ্ঠাতা ডানিয়েল বারেনবোইম ও এডওয়ার্ড সাঈদের পদাঙ্ক অনুসরণ করবো৷’’
ছবি: Stefan Maria Rother
শান্তির বার্তা
কনসার্টের আগে এক বিবৃতিতে ডানিয়েল বারেনবোইম লিখেছেন, ‘‘আমাদের শান্তির বার্তা অবশ্যই আগের চেয়ে আরও জোরে উচ্চারণ করতে হবে৷’’ তিনি বলেন, ‘‘উভয়পক্ষকেই তাদের শত্রুদের মানুষ হিসেবে চিনতে হবে এবং তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ব্যথা ও কষ্টের প্রতি সহানুভূতি জানানোর চেষ্টা করতে হবে৷ ইসরায়েলিদেরও এটা মেনে নিতে হবে যে, ফিলিস্তিনের দখলদারিত্ব এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়৷’’
ছবি: picture-alliance/dpa/N. Shohat
5 ছবি1 | 5
ইইউ-র বৈঠকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। স্পেন, আয়ারল্যান্ড, বেলজিয়ামের মতো দেশগুলি সংঘর্ষবিরতির উপর জোর দেয়। জার্মানি ও হাঙ্গেরি বলে, ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার আছে।
গাজায় ইসরায়েলের সেনা ও কামান
বৃহস্পতিবার অল্প সময়ের জন্য ইসরায়েলের কামান ও সেনা গাজায় ঢুকেছিল। হামাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। হামাস তাদের লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে।
ইসরায়েল জানিয়েছে, এটা ছিল তাদের যুদ্ধপ্রস্তুতির একটা অঙ্গ। স্থলপথে পুরোদস্তুর অভিয়ান শুরু করার আগে তারা এই প্রস্তুতি সেরে নিচ্ছে।
ইসরায়েলের সামরিক মুখপাত্র জানিয়েছেন, তারা লড়াইয়ের পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে এই প্রস্তুতি সেরে নিচ্ছেন।
আর সেনার তরফ থেকে বলা হয়েছে, বর্তমান সংঘাত শুরুর পর এটাই গাজাতে স্থলপথে সবচেয়ে বড় অভিযান। কামানগুলি সীমান্ত পেরিয়ে ভিতরে ঢুকে বাড়িঘর ধ্বংস করেছে।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার যত চেষ্টা
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে চেষ্টা চালিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়৷ কিন্তু এসেছে কি শান্তি?
জাতিসংঘ রেজ্যুলেশন ১৯৬৭
১৯৬৭ সালে ছয়দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল করে ইসরায়েল৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সে বছরের ২২ নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘রেজ্যুলেশন ২৪২’ নামে একটি প্রস্তাব পাস হয়৷ প্রস্তাবে দখলকৃত ফিলিস্তিনি এলাকা থেকে ইসরায়েলি সৈন্য সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়৷
ছবি: Getty Images/Keystone
ক্যাম্প ডেভিড চুক্তি ১৯৭৮
মিশর ও সিরিয়ার নেতৃত্বে আরব রাষ্ট্রগুলো ১৯৭৩ সালে আবারো ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত হয়৷ এ যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে শান্তির বিষয়ে উদ্বিগ্ন হয়ে উঠে বিশ্ব নেতারা৷ তাদের চেষ্টায় ১৯৭৮ সালে ১২ দিন আলোচনার পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়৷ এ চুক্তিকে মধ্যপ্রাচ্যে শান্তির ভিত হিসিবে বিবেচনা করা হয়েছিল৷
ছবি: picture-alliance/AP Photo/B. Daugherty
মাদ্রিদ কনফারেন্স ১৯৯১
ইসরাইল-ফিলিস্তিন বিষয়ে ১৯৯১ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতৃত্বে স্পেনের মাদ্রিদে এ কনফারেন্সটি অনুষ্ঠিত হয়৷ এতে আরো অংশ নেয় ইসরায়েল, জর্ডান, লেবানান, সিরিয়া ও ফিলিস্তিন৷ এ কনফারেন্সের তাৎক্ষণিক কোন ফলাফল আসেনি৷
ছবি: picture-alliance/dpa/J. Hollander
অসলো অ্যাকর্ড ১৯৯৩
১৯৯৩ সালে নরওয়ের অসলোতে প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় বসে ইসরায়েল ও ফিলিস্তিন৷ আলোচনার পরবর্তী ধাপে এ দু’দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে একটি চুক্তি স্বাক্ষর করে যা অসলো চুক্তি নামে পরিচিত৷ চুক্তিতে বলা হয় যে, পশ্চিম তীর থেকে সকল সৈন্য প্রত্যাহার করবে ইসরায়েল৷ পাঁচ বছরের জন্য ফিলিস্তিনকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অনুমতিও দেয় এ চুক্তি৷
ছবি: picture-alliance/dpa/A. Sachs
আরব পিস ইনিশিয়েটিভ ২০০২
২০০২ সালে আরব লিগের নেতারা লেবাননের বৈরুতে অনুষ্ঠিত এক আলোচনায় মধ্যপ্রাচ্যে শান্তি পরিকল্পনার একটি প্রস্তাব পাস করেন৷ প্রস্তাবনায় ইসরায়েলকে ১৯৬৭ সালের যুদ্ধ চলাকালীন দখলকৃত সব জায়গা ত্যাগ করতে বলা হয়, যেন পশ্চিম তীরে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তোলা যায়৷ বিনিময়ে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানানো হয়৷
ছবি: Getty Images/C. Kealy
রোডম্যাপ ২০০৩
ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া জাতিসংঘের সহযোগিতায় মধ্যপ্রাচ্যে শান্তির রোডম্যাপ নামে পরিকল্পনার প্রস্তাব দেয়৷ ২০০৫ সালের মধ্যে ফিলিস্তিন ও ইসরায়েল দুইটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয় এই রোডম্যাপে৷
ছবি: Getty Iamges/AFP/J. Aruri
সংঘর্ষ, অস্ত্র বিরতির চেষ্টা
২০১২ সালের শেষ দিকে গাজায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা বাড়তে থাকে৷ এ সময় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি অস্ত্র বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়৷ ২০১৪ সালে ইসরায়েলি এক তরুণ নিহতের ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনে সামরিক অভিযান চালালে পরিস্থিতি আবারো খারাপ হতে থাকে৷
ছবি: picture-alliance/dpa
প্যারিস সম্মেলন ২০১৭
২০১৭ সালে ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ে আলোচনা করতে ৭০টি দেশের প্রতিনিধিরা প্যারিসে একত্রিত হয়৷ তবে ফিলিস্তিন ও ইসরায়েলের কোনো প্রতিনিধিই এ আলোচনায় অংশ নেয়নি৷
ছবি: Reuters/T. Samson
ট্রাম্পের শান্তি আলোচনা
প্রেসিডেন্ট থাকাকালে ইসরায়েল-ফিলিস্তিন বিষয়ে শান্তি পরিকল্পনা ঘোষণা করেন ডনাল্ড ট্রাম্প৷ এতে বলা হয় পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ রাখবে ইসরায়েল, তবে ইতোমধ্যে অধিকৃত সকল স্থাপনায় তাদের নিয়ন্ত্রণ থাকবে৷ এ প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিলিস্তিন৷
ছবি: Reuters/M. Salem
9 ছবি1 | 9
ইসরায়েলের ওয়ার ক্যাবিনেটের সদস্য বেনি গ্র্যান্টজ বলেছেন, স্থলপথে বিপুল শক্তি নিয়ে শীগ্রই আঘাত হানা হবে। তবে বৃহস্পতিবারের অভিযানে কোনো ইসরায়েলি আহত হননি। গাজায় কোনো মানুষ মারা গেছেন কি না তা জানা য়ায়নি।
হামাস প্রতিনিধিদল রাশিয়ায়
হামাস রাশিয়ায় তাদের প্রতিনিধিদলকে পাঠিয়েছে। বলা হয়েছে, আন্তর্জাতিক পণবন্দিদের মুক্তি দেয়ার বিষয় নিয়ে তারা রাশিয়ার সঙ্গে কথা বলবেন। রাশিয়ার কিছু মানুষও বন্দি হয়ে আছেন।
রাশিয়ার সংবাদসংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার যে সব নাগরিককে বন্দি করে রাখা হয়েছে তাদের ছেড়ে দেয়া এবং ওই এলাকায় থাকা রাশিয়ার মানুষকে নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করার বিষয়ে কথা হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, হামাসের প্রতিনিধিদের রাশিয়া সফর তারা একেবারেই ভালোভাবে নিচ্ছে না। অবিলম্বে তাদের দেশ থেকে বের করে দিক রাশিয়া। তাদের এইভাবে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া ঠিক হয়নি বলে ইসরায়েল জানিয়েছে।
আড়াই লাখ মানুষ চলে গেছেন
ইসরায়েলে গাজা ও লেবানন সীমান্তের কাছাকাছি এলাকা থেকে আড়াই লাখ মানুষ স্বেচ্ছায় নিরাপদ আশ্রয়ে চলে এসেছেন বলে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
এই বছরের মধ্যে এই অঞ্চল থেকে অধিকাংশ মানুষকে সরিয়ে আনতে চায় ইসরায়েল। এই অঞ্চলের মানুষদের বিপদের আশঙ্কা থাকায় ইসরায়েল এই সিদ্ধান্ত নিয়েছে।