1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় যুদ্ধবিরতি আরো একদিন

১৯ আগস্ট ২০১৪

ইসরায়েল এবং ফিলিস্তিনিরা যুদ্ধবিরতির মেয়াদ আরো একদিন বাড়িয়েছে৷ মূলত কায়রোর চলমান দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি বিষয়ক আলোচনার সুবিধার্থে এটা করা হয়েছে৷

Gaza israelische Soldaten Proteste
ছবি: Reuters

সোমবার মধ্যরাতের কিছু আগে যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা দেয়া হয়৷ মিশর সরকার এক বিবৃতিতে জানায়, ‘‘বর্তমান মধ্যস্থতা প্রক্রিয়া এগিয়ে নিতে ফিলিস্তিনি এবং ইসরায়েলিরা যুদ্ধবিরতির মেয়াদ আরো ২৪ ঘণ্টা বাড়িয়েছে৷'' কায়রোয় দুই পক্ষের মধ্যে আলোচনার আয়োজন করেছে মিশর৷

তবে ফিলিস্তিনি মধ্যস্থতাকারী দলের প্রধান আজম আল-আহমেদ সতর্ক করে জানিয়েছেন, গাজায় সংঘর্ষ বন্ধে ঐক্যমত্যে পৌঁছানোর প্রক্রিয়ায় এখনো কোনো অগ্রগতি হয়নি৷ তিনি বলেন, ‘‘আমরা আশা করছি আগামী ২৪ ঘণ্টার প্রতিটি মিনিট একটি ঐক্যমত্যে পৌঁছাতে কাজে লাগানো হবে৷ তা না হলে সংঘর্ষ চলতেই থাকবে৷''

আল-আহমেদ এবং ইসলামপন্থি জঙ্গি গ্রুপ হামাসের অপর মধ্যস্থতাকারী মুসা আবু মারজুক – দু'জনই আলোচনা না আগানোর জন্য ইসরায়েলকে দায়ী করেছেন৷ ইসরায়েলের তরফ থেকে অবশ্য এই বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতির বর্ধিত মেয়াদ মেনে নিয়েছে

পরোক্ষ আলোচনা

প্রসঙ্গত, কায়রোয় হামাসের সঙ্গে ইসরায়েলের প্রতক্ষ্য কোনো আলোচনা হচ্ছে না৷ আলাদা আলাদা কক্ষে অবস্থানরত দু'পক্ষের মধ্যে মধ্যস্থতায় সহায়তা করছেন মিশরের কর্মকর্তারা৷

এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চলতি গ্রীষ্মে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ২,০১৬ ব্যক্তি, যাঁদের অধিকাংশই বেসামরিক নাগরিক৷ অন্যদিকে ইসরায়েলের দিকে ৬৪ সেনা এবং তিন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন৷ ইসরায়েলের দিকে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর রকেট ছোড়া বন্ধে গত ৮ জুলাই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল৷

সন্দেহভাজন জঙ্গিদের ঘর-বাড়ি ধ্বংস

পশ্চিম তীরে সোমবার তিন সন্দেহভাজন ফিলিস্তিনির ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স৷ গত জুনে তিন ইহুদি কিশোরকে হত্যার সঙ্গে এরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে৷ সন্দেহভাজনদের মধ্যে একজন ইসরায়েলের হেফাজতে রয়েছে, বাকি দু'জনের অবস্থান অজানা৷

এআই/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ