1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় যুদ্ধবিরতি

৬ আগস্ট ২০১৪

গাজায় দু’দিন ধরে যুদ্ধবিরতি চলছে৷ ইসরায়েলি পদাতিক বাহিনী নিজেদের সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে৷ ইসরায়েলের দিকে রকেট ছোড়া বন্ধ রেখেছে হামাস৷ ধ্বংসস্তূপের ওপরই স্বাভাবিক জীবনে ফিরছে গাজাবাসী৷ মিশরে চলছে মধ্যস্থতার উদ্যোগ৷

Gaza Zerstörung 5. August
ছবি: Reuters

গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতি শুরু হয় মঙ্গলবার৷ স্থানীয় সময় সকাল আটটা থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার এ যু্দ্ধবিরতি ইসরায়েল ও হামাস দু'পক্ষই মেনে চলেছে৷ এক সপ্তাহ আগের মতো হামলা বন্ধের অঙ্গীকার করেও ইসরায়েল এবার নতুন করে হামলা শুরু না করায় কিছুটা স্বস্তি ফিরেছে গাজায়৷ বার্তা সংস্থাগুলির খবর অনুযায়ী, ধ্বংস হয়ে যাওয়া এক হাজারের মতো ঘরের অনেক বাসিন্দা নিজেদের আবাসে ফিরেছেন৷ ধ্বংসস্তূপ থেকেই শেষ সম্বল কুড়িয়ে নেয়ার চেষ্টা করছেন তাঁরা৷ রাস্তায় যান চলাচল শুরু হয়েছে৷ কিছু দোকানপাটও খুলেছে৷

আবার যুদ্ধ শুরু হতে পারে এ আশঙ্কায় অনেকে বাইরে আসতে ভয় পাচ্ছেন বলেও জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷ তবে ইসরায়েল এবং হামাস গত চার সপ্তাহে এই প্রথমবারের মতো যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামলা-পাল্টা হামলা বন্ধ রেখেছে৷ গাজা থেকে পদাতিক বাহিনী ফিরিয়ে নিজেদের সীমান্তে সতর্কাবস্থায় রেখেছে ইসরায়েল৷ ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হামাস রকেট ছুড়লেই আবার গাজায় অভিযান শুরু করা হবে৷

এদিকে হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করে যুদ্ধবিরতিকে দীর্ঘায়িত করার উদ্যোগও শুরু হয়েছে৷ মিশর সরকারের মধ্যস্থতায় পরিকল্পিত এ উদ্যোগে যুক্তরাষ্ট্রও অংশ নিচ্ছে৷ তবে বিশ্লেষকরা মনে করেন, হামাস এবং ইসরায়েল মূল দাবিগুলোতে অনড় থাকলে মধ্যস্থতার উদ্যোগ ফলপ্রসূ না-ও হতে পারে৷ গাজার ওপর থেকে ইসরায়েল অবরোধ তুলে নিলে এবং সীমান্ত খুলে দিলেই কেবল দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে রাজি বলে জানিয়েছে হামাস৷ ২০০৭ সাল থেকে গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েল৷ অন্যদিকে ইসরায়েলের দাবি, গাজার পূর্ণ বেসামরিকীকরণ, অর্থাৎ, গাজা থেকে হামাসের পুনরায় হামলার সামান্যতম আশঙ্কাও মানতে রাজী নয় তারা৷

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ