1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

গাজায় শান্তি আনতে বাইডেনের জোরালো তৎপরতা

৪ জুন ২০২৪

প্রকাশ্যে শান্তি প্রস্তাব তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েল ও হামাসের উপর চাপ বাড়াচ্ছেন৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনের উদ্যোগও নিচ্ছে তার প্রশাসন৷ তবে এখনো বাধা রয়ে গেছে৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
বাইডেন প্রশাসন সরাসরি ইসরায়েল ও হামাসের উপরেও বোঝাপড়া মেনে নেওয়ার জন্য জোরালো চাপ সৃষ্টি করছেছবি: Chris Kleponis/ZUMA Wire/Imago Images

গাজা যুদ্ধের অবসান ঘটাতে জোরালো কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ সন্ত্রাসবাদী হামাস গোষ্ঠীর হাতে অবশিষ্ট ইসরায়েলি পণবন্দিদের মুক্তির বিনিময়ে গাজায় অস্ত্রবিরতির সেই প্রস্তাব অবশ্য এখনো সব বাধা দূর করতে পারেনি৷ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভায় চরম জাতীয়তাবাদী দুই মন্ত্রী জোট সরকার ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছেন৷ নেতানিয়াহু নিজেও বলেছেন, হামাসকে পুরোপুরি ধ্বংস করা না পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে৷ ওয়াশিংটন সফরে এসে তিনি বিষয়টি কীভাবে সামলাবেন, সে বিষয়ে সংশয় রয়েছে৷ তা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সর্বশক্তি প্রয়োগ করে সেই বোঝাপড়া কার্যকর করতে বদ্ধপরিকর৷ উল্লেখ্য, জি-সেভেন গোষ্ঠী ইতোমধ্যেই এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে৷

গাজার শান্তি প্রস্তাবের বৃহত্তর আন্তর্জাতিক স্বীকৃতির আশায় বাইডেন প্রশাসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পেশ করেছে৷ জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেন, একাধিক নেতা ও সরকার ইতোমধ্যে সেই পরিকল্পনার প্রতি সমর্থন দেখিয়েছেন৷ তাই সেই বোঝাপড়া কার্যকর করার লক্ষ্যে নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে অবিলম্বে ও নিঃশর্তে প্রস্তাব অনুমোদনের আহ্বান জানিয়েছেন তিনি৷ মার্কিন দূত বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা এতদিন যে সব পদক্ষেপের আহ্বান জানিয়েছিল, শান্তি পরিকল্পনার মধ্যে সে সব অন্তর্গত রয়েছে৷

বাইডেন প্রশাসন সরাসরি ইসরায়েল ও হামাসের উপরেও বোঝাপড়া মেনে নেওয়ার জন্য জোরালো চাপ সৃষ্টি করছে৷ অনেক পর্যবেক্ষকের মতে, এমন পদক্ষেপের মাধ্যমে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাটিক দলের সব ভোটারদের সমর্থন আদায় করতেও বাইডেন আগ্রহী৷ গাজা সংকটকে ঘিরে অ্যামেরিকায় যে ক্ষোভ দেখা যাচ্ছে, বাইডেনের পক্ষে তা আর উপেক্ষা করা সম্ভব হচ্ছে না৷ হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, প্রেসিডেন্ট বাইডেন সচেতনভাবেই শান্তি প্রস্তাব প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন৷

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভেন বিশ্ব নেতাদের উদ্দেশ্যে শান্তি প্রস্তাবের প্রতি পুরোপুরি সমর্থনের আহ্বান জানিয়েছেন৷ বিশেষ করে হামাসের উপর চাপ সৃষ্টি করতে এমন আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা প্রয়োজন বলে তিনি মনে করেন৷ বাইডেন নিজে সোমবার কাতারের নেতা শেখ তামিম বিন হামাদ আল তানির সঙ্গে কথা বলেছেন৷ হামাসের সঙ্গে মধ্যস্থতার ক্ষেত্রে তার বিশেষ ভূমিকার পরিপ্রেক্ষিতে সেই সংলাপ বাড়তি গুরুত্ব পাচ্ছে৷ সালিভেন তুরস্কের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আকিফ চায়াতাইয়ের সঙ্গেও সে বিষয়ে কথা বলেন৷

অনাহারে গাজার শিশুরা:জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা

01:15

This browser does not support the video element.

এসবি/জেডএইচ (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ