1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় সাংবাদিকসহ নিহত আরো ৯ ফিলিস্তিনি

৭ এপ্রিল ২০১৮

শুক্রবার ইসরায়েলি সেনাদের গুলিতে এক সাংবাদিকসহ ন'জন ফিলিস্তিনি নিহত হয়েছেন৷ এ নিয়ে গেল আট দিনে ৩১ ফিলিস্তিনি নিহত হলেন৷

গাজা
ছবি: picture-alliance/Xinhua/K. Omar

আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমালোচনাকে পাত্তা দিচ্ছে না ইসরায়েল৷ গাজা-ইসরায়েল সীমান্তে দেশটির সেনাদের অব্যাহত গুলিতে শুক্রবার এক শিশু ও সাংবাদিকসহ ন'জন নিহত হয়েছেন৷
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ডিপিএ জানাচ্ছে যে, নিহত ঐ সাংবাদিকের নাম ইয়াসার মুর্তাজা৷ তিনি একটি স্থানীয় গণমাধ্যমে কাজ করতেন৷
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শুক্রবারের সহিংসতার সময় ঐ সাংবাদিক ‘প্রেস' লেখা ভেস্ট পরে পেশাগত দায়িত্ব পালন করছিলেন৷ কিন্তু তারপরও তাঁকে গুলি করা হয়েছে৷
এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি৷
শুক্রবারের সহিংসতায় ন'জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন প্রায় পাঁচশ' ফিলিস্তিনি, যার মধ্যে ৩৩ জনের অবস্থা গুরুতর৷
গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া এই সহিংসতায় এ পর্যন্ত মারা গেছেন ৩১ জন ফিলিস্তিনি৷
ইসরায়েলের ৭০তম স্বাধীনতা দিবস আগামী ১৫ মে৷ নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণার সময় বহু ফিলিস্তিনি শরণার্থী হয়ে বা পালিয়ে গিয়ে আটকা পড়েন বর্তমান ইসরায়েলে৷
তাঁদের ফেরত দেবার দাবিতে গত ৩০ মার্চ থেকে গাজায় ইসরায়েল সীমান্তে বিক্ষোভ শুরু করেন শত শত ফিলিস্তিনি৷ সেই ‘বিদ্রোহ দমন' করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপের সঙ্গে গুলি চালায় ইসরায়েলি সেনারা৷
আন্তর্জাতিক সম্প্রদায় শুরু থেকেই ইসরায়েলকে গুলি চালানো থেকে বিরত থাকতে বললেও, তারা তা শুনছে না৷ নিরস্ত্র ফিলিস্তিনিদের বড়জোর ‘পাথর নিক্ষেপ'-এর বিপরীতে গুলি চালানো মোটেই ভারসাম্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছে জাতিসংঘ৷ তারা নিরপেক্ষ তদন্ত চালনোরও কথা বলেছে৷
ইসরায়েল সেনাবাহিনীর দাবি, ফিলিস্তিনের ‘জঙ্গি সংগঠন হামাস'-এর সশস্ত্র কর্মীদেরই শুধু তারা গুলি করেছে৷

জেডএ/ডিজি (ডিপিএ)

গাজা সীমান্তে মুখোমুখি ইসরায়েলি স্নাইপার ও ফিলিস্তিনি বিক্ষোভকারীরা ছবি: Reuters/I. Abu Mustafa
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ