1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় স্কুলে ইসরায়েলের হামলা

৩০ জুলাই ২০১৪

ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১২শ ছাড়িয়েছে৷ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা ১,২৬২ আর ২৩ দিনের হামলায় এ পর্যন্ত ৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছে৷ বুধবার এক স্কুলে চালানো হামলায় নিহত হয় ২০ জন৷

Palästinenser Israel Gaza Junge nach Luftangriff in Gaza City
ছবি: Reuters

বুধবার ভোরে ইসরায়েলের বোমা হামলায় গাজার একটি স্কুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়৷ স্কুল ভবনটিতে নিজেদের ঘর-বাড়ি ছেড়ে আসা ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল৷ অস্থায়ী এ আশ্রয় শিবিরে বোমা হামলা চালানোর আগে ইসরায়েলি পদাতিক বাহিনী অনেকক্ষণ ধরে সে এলাকায় কামানের গোলা ছোড়ে৷ তারপর বোমার আঘাতে ধ্বংস করা হয় স্কুলটি৷ এ হামলায় অন্তত ২০ জন মারা গেছে৷

ইসরায়েলের অভিযোগ, গাজার স্কুলগুলোকে হামাস রকেট রাখার গুদাম হিসেবে ব্যবহার করছে৷ এ সন্দেহে গত কয়েকদিনে কয়েকটি স্কুলে বোমা হামলা চালানো হলো৷ বার্তা সংস্থাগুলোর খবর অনুযায়ী, মঙ্গলবার জাবালিয়ার এক স্কুল বোমা হামলায় ধসে পড়ায় ২৮ জন নিহত হয়৷ বুধবার আবার গাজার একটি স্কুলে হামলা৷ ইসরায়েল আর হামাসের চলমান যুদ্ধে আশ্রয় শিবিরগুলোতেও ফিলিস্তিনিদের ন্যূনতম নিরাপত্তা নেই৷

এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির প্রয়োজন আরো প্রকট হয়ে উঠেছে৷ বুধবার যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য প্যালেস্টাইন লিবারেশন ফোর্স, অর্থাৎ পিএলও এবং ইসলামিক জিহাদের শীর্ষ নেতাদের কায়রোয় যাওয়ার কথা৷ অবশ্য তাঁদের এ সফরের আগেই যু্দ্ধবিরতি প্রস্তাবের সাফল্য নিয়ে সন্দেহ দানা বেঁধেছে৷ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর কথা হয়েছে৷ টেলিফোনে কথা বলার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী নতুন যুদ্ধবিরতি প্রস্তাবকে সফল করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন বলেও জানিয়েছেন কেরি৷ নেতানিয়াহুর শর্ত – যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সুড়ঙ্গ থেকে ইসরায়েলকে নিজেদের নাগরিকদের রক্ষা করার অনুমতি থাকতে হবে৷

অন্যদিকে হামাসের মুখপাত্র সামি আবু জুহরি যুদ্ধবিরতি প্রস্তাব সম্পর্কে বলেছেন, ‘‘ইসরায়েল মানবিক যুদ্ধবিরতিতে রাজি৷ এ অঙ্গীকার অনুযায়ী তারা কাজ করে কিনা আমরা তা দেখবো৷ শিশুদের হত্যা করে যতক্ষণ পর্যন্ত ভূমি দখল চালানো হবে ততক্ষণ আমরা যুদ্ধবিরতির ঘোষণা দেব না৷''

এসিবি/জেডএইচ (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ