1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

গাজার স্বাস্থ্যকর্মীদের মৃত্যু ‘পেশাগত ব্যর্থতায়': ইসরায়েল

২১ এপ্রিল ২০২৫

গাজায় গতমাসে ১৫ ফিলিস্তিনি প্যারামেডিক নিহতের ঘটনায় আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে ইসরায়েল৷

গাজা উপত্যকা ২০২৫ | ত্রাণ কনভয়ের উপর মারাত্মক আক্রমণ | নিহত প্যারামেডিকের শেষ ছবি
২৩শে মার্চ ভোরে ইসরায়েলি গুলিবর্ষণে নিহত এক ফিলিস্তিনি প্যারামেডিকের মোবাইল ফোনের ফুটেজে অ্যাম্বুলেন্সগুলোকে দেখা গেছেছবি: Palestinian Red Crescent/Handout via REUTERS

দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, নির্দেশনা অমান্য ও ‘ভুল বোঝাবুঝি'র কারণে ১৫টি প্রাণ ঝরে গেছে৷ 

ইসরায়েল রোববার জানিয়েছে, গতমাসে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনী ১৫ ফিলিস্তিনি প্যারামেডিককে হত্যার ক্ষেত্রে ‘পেশাগত ব্যর্থতা' ঘটেছিল৷   

গাজার দক্ষিণের শহর রাফায় ২৩ মার্চ ভোরে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালালে তারা নিহত হন৷ 

বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সমালোচনা শুরু হলে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেয় ইসরায়েল৷

ইসরায়েলের সামরিক বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী, তদন্তে তাদেরকে ‘মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এমন দাবির পক্ষে' কোনো প্রমাণ পাওয়া যায়নি৷ 

‘‘তদন্তে একাধিক পেশাগত ব্যর্থতা, নির্দেশনা অমান্য ও পুরো ঘটনা জানানোর ব্যর্থতা শনাক্ত হয়েছে,'' জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ৷

‘রাতের বেলায় দৃষ্টিগোচরতা কম' থাকাটাও গুলি চালানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়৷

এই ঘটনায় একজন কমান্ডিং অফিসারকে রিমান্ডে নেয়া হবে এবং একজন ডেপুটি কমান্ডারকে চাকুরিচ্যুত করা হবে বলেও জানিয়েছে ইসরায়েল৷ তবে কাউকে ফৌজদারি অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে কিনা জানায়নি৷ 

ইসরায়েলি তদন্তে আরো জানানো হয়েছে যে, নিহতদের মধ্যে ছয়জন হামাসের সদস্য কিন্তু এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়া হয়নি৷

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে প্রায় ১২০০ মানুষকে হত্যা ও ২৫১ জনকে অপহরণ করে হামাস৷ অপহৃতদের মধ্যে ৫৯ জনকে তারা এখনো ফেরত দেয়নি, যাদের মধ্যে ২৪ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে৷

ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে  সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত হামাস৷

হামাসের সেই হামলার পর ইসরায়েলের পাল্টা হামলা, অভিযান ও যুদ্ধে এখন অবধি ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন৷ গাজায় শান্তি ফেরাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত সমাবেশ দেখা গেছে৷

জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন অবধি গাজায় অন্তত ৪১২ জন সাহায্যকারী নিহত হয়েছেন৷

এআই/এসিবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ