গাজার স্বাস্থ্যকর্মীদের মৃত্যু ‘পেশাগত ব্যর্থতায়': ইসরায়েল
২১ এপ্রিল ২০২৫
গাজায় গতমাসে ১৫ ফিলিস্তিনি প্যারামেডিক নিহতের ঘটনায় আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে ইসরায়েল৷
২৩শে মার্চ ভোরে ইসরায়েলি গুলিবর্ষণে নিহত এক ফিলিস্তিনি প্যারামেডিকের মোবাইল ফোনের ফুটেজে অ্যাম্বুলেন্সগুলোকে দেখা গেছেছবি: Palestinian Red Crescent/Handout via REUTERS
বিজ্ঞাপন
দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, নির্দেশনা অমান্য ও ‘ভুল বোঝাবুঝি'র কারণে ১৫টি প্রাণ ঝরে গেছে৷
ইসরায়েল রোববার জানিয়েছে, গতমাসে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনী ১৫ ফিলিস্তিনি প্যারামেডিককে হত্যার ক্ষেত্রে ‘পেশাগত ব্যর্থতা' ঘটেছিল৷
গাজার দক্ষিণের শহর রাফায় ২৩ মার্চ ভোরে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালালে তারা নিহত হন৷
বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সমালোচনা শুরু হলে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেয় ইসরায়েল৷
ইসরায়েলের সামরিক বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী, তদন্তে তাদেরকে ‘মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এমন দাবির পক্ষে' কোনো প্রমাণ পাওয়া যায়নি৷
‘‘তদন্তে একাধিক পেশাগত ব্যর্থতা, নির্দেশনা অমান্য ও পুরো ঘটনা জানানোর ব্যর্থতা শনাক্ত হয়েছে,'' জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ৷
‘রাতের বেলায় দৃষ্টিগোচরতা কম' থাকাটাও গুলি চালানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়৷
এই ঘটনায় একজন কমান্ডিং অফিসারকে রিমান্ডে নেয়া হবে এবং একজন ডেপুটি কমান্ডারকে চাকুরিচ্যুত করা হবে বলেও জানিয়েছে ইসরায়েল৷ তবে কাউকে ফৌজদারি অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে কিনা জানায়নি৷
ইসরায়েলি তদন্তে আরো জানানো হয়েছে যে, নিহতদের মধ্যে ছয়জন হামাসের সদস্য কিন্তু এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়া হয়নি৷
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে প্রায় ১২০০ মানুষকে হত্যা ও ২৫১ জনকে অপহরণ করে হামাস৷ অপহৃতদের মধ্যে ৫৯ জনকে তারা এখনো ফেরত দেয়নি, যাদের মধ্যে ২৪ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে৷
হামাসের সেই হামলার পর ইসরায়েলের পাল্টা হামলা, অভিযান ও যুদ্ধে এখন অবধি ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন৷ গাজায় শান্তি ফেরাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত সমাবেশ দেখা গেছে৷
জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন অবধি গাজায় অন্তত ৪১২ জন সাহায্যকারী নিহত হয়েছেন৷
গাজায় ইসরায়েলের হামলা : বাংলাদেশে প্রতিবাদ, বিক্ষোভ, ভাংচুর, লুটপাট
ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে৷ ইসরায়েলের বিরুদ্ধে তাই বিক্ষোভ চলছে বাংলাদেশ জুড়ে, উঠছে হামলা বন্ধের দাবি৷ বিক্ষোভের মাঝেই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে৷ দেখুন ছবিঘরে...
ছবি: DW
ইসরায়েলের হামলার প্রতিবাদ
ফিলিস্তিনীদের প্রতি সংহতি জানিয়ে সোমবার বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন সংগঠন৷ ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় হয় বিক্ষোভ মিছিল সমাবেশ৷ ঢাকার মার্কিন দূতাবাসের কাছাকাছিও একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে সোমবার৷
ছবি: DW
আলোচনায় হামলা, লুটপাট
গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিক্ষোভ হয়েছে,এখনো হচ্ছে৷ বাংলাদেশেও বিক্ষোভের ডাক দেওয়া হয়৷ কিন্তু সোমবার বেশ কয়েকটি জেলায় বিক্ষোভের সময় ভাংচুর, লুটপাটের ঘটনাও ঘটেছে৷
ছবি: Rafik Molla
চট্টগ্রামে বিক্ষোভ, ভাংচুর
সোমবার চট্টগাম শহরের বিভিন্ন স্থানে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে৷ বিক্ষোভের সময় ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটতে দেখা যায়৷
ছবি: Kamol Das
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট
বিক্ষোভের সময় জিইসি মোড়সহ চট্টগ্রাম নগরীর কয়েকটি স্থানে কেএফসি, পিৎজা হাট, পুমাসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট চালানো হয়৷এখানে নগরীর পুমা শোরুমে, হামলা, ভাংচুরের চিত্র৷
ছবি: Kamol Das
গাজীপুরে হামলা
সোমবার গাজীপুরের বিভিন্ন স্থানেও বিক্ষোভকারীদের একাংশ হামলা, ভাংচুর চালায়৷ এ সময় শহরের বাটা’র শোরুমসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়৷
ছবি: Dewan Mia
খুলনায় ভাংচুর
খুলনায় শহরেও বেশ কিছু স্থাপনায় ভাংচুর চালানো হয়৷ বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়, শহরের কেএফসি ও বাটা শোরুমে হামলা করে ব্যাপক ভাংচুর চালায় কতিপয় বিক্ষোভকারী৷
ছবি: AS Bishwash
হামলাস্থলে সেনাবাহিনী
ভাংচুরের পর পরিস্থিতি সামাল দিতে খুলনা শহরের একটি বাটার শোরুমের সামনে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা৷
ছবি: AS Bishwash
সিলেটে বিক্ষোভ, ভাংচুর, লুটপাট
সোমবার গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে সিলেটেও রাস্তায় নামেন বিক্ষুব্ধরা৷ বিক্ষোভের সময় শহরের বিভিন্ন স্থানে ভাংচুর, এমনকি লুটপাটের ঘটনাও ঘটেছে৷ ছবিতে সিলেট শহরের কেএফসি রেস্টুরেন্টে হামলা, ভাংচুরের মুহূর্ত৷
ছবি: Rafik Molla
কক্সবাজারে বিক্ষোভ, ভাংচুর
সোমবার কক্সবাজার শহরেও গাজায় ইসরেয়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে৷ এ সময় শহরের সুগন্ধা পয়েন্টের একটি কেএফসি রেস্তোরাঁয় হামলা ও ভাংচুর চালানো হয়৷
ছবি: AK Ahmed/DW
‘লুটের জুতো বিক্রির বিজ্ঞাপন’
সিলেটে কতিপয় বিক্ষোভকারী লুট করেই থেমে থাকেননি, বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী কেউ কেউ বাটা’র শোরুম থেকে লুট করা জুতো অনলাইনে বিক্রির জন্য বিজ্ঞাপনও দিয়েছেন৷ এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ৷
ছবি: Rafik Molla
সারাদেশে আটক ৫৬
পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ডয়চে ভেলেকে জানান, দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভের সময় ভাংচুর, লুটপাটের অভিযোগে ৫৬ জনকে আটক করা হয়েছে৷ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার ভিডিও দেখে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে৷ সন্দেহভাজন সবাইকে আটক না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে৷
ছবি: Dewan Mia
মঙ্গলবারও বিক্ষোভ
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবারও সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন৷