1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফিলিস্তিন

গাজায় হামলায় সাত ত্রাণকর্মী নিহত: এনজিও

২ এপ্রিল ২০২৪

মার্কিন ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ডাব্লিউসিকে মঙ্গলবার জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় তাদের সাত কর্মী নিহত হয়েছে৷

হামলায় বিধ্বস্ত গাড়ি
ইসরায়েলের হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত কর্মী নিহত হয়েছেছবি: Omar Ashtawy/APA Images/ZUMA Press Wire/dpa/picture alliance

‘‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন খুব দুঃখের সঙ্গে জানাচ্ছে, গাজায় আইডিএফ-এর হামলায় আমাদের সাত সদস্য নিহত হয়েছে,'' এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি৷

ডাব্লিউসিকে বলছে, নিহতরা ‘অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্যের, একজন যুক্তরাষ্ট্র ও ক্যানাডার দ্বৈত নাগরিক ও ফিলিস্তিনের'৷

‘ঐ অঞ্চলে কার্যক্রম স্থগিতেরও' ঘোষণা দিয়েছে ডাব্লিউসিকে৷

গত অক্টোবরে যুদ্ধ শুরুর পর ত্রাণ তৎপরতা শুরু করেছিল ডাব্লিউসিকে৷ গাজার ক্ষুধার্ত মানুষদের তৈরি খাবারও দিয়ে আসছিল তারা৷

সাইপ্রাস থেকে জাহাজে করে গাজায় সাহায্য পাঠানো দুই এনজিওর একটি ডাব্লিউসিকে৷ গাজায় অস্থায়ী জেটি তৈরিতেও তারা সংশ্লিষ্ট ছিল৷

ডাব্লিউসিকে বলছে, দিয়ের আল-বালাহ এলাকায় ১০০ টনের বেশি খাদ্য সহায়তা নামানোর পর তাদের একটি দল ফিরে আসছিল৷ আইডিএফ-এর সঙ্গে তাদের চলাচল বিষয়ে তথ্য আদান-প্রদানের পরও হামলা হয়েছে বলে দাবি সংস্থাটির৷

গাজায় আইডিএফ-এর হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত সদস্য নিহত হয়ছবি: Ahmed Zakot/REUTERS

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি মঙ্গলবার জোমি ফ্রাঙ্ককম নামে অস্ট্রেলীয় এক ত্রাণকর্মী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন৷ ‘‘এটা পুরোপুরি অগ্রহণযোগ্য৷ সাহায্যকর্মীদের মৃত্যুর বিষয়ে অস্ট্রেলিয়া পুরো জবাবদিহিতা আশা করে,'' বলে এক বিবৃতিতে জানান তিনি৷

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এক্স-এ লিখেছেন, এই ঘটনায় হোয়াইট হাউসের ‘হৃদয় ভেঙে গেছে এবং (হোয়াইট হাউস) গভীরভাবে উদ্বিগ্ন'৷ ইসরায়েলকে ঘটনাটি দ্রুত তদন্ত করারও আহ্বান জানান তিনি৷

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা ‘এই ট্র্যাজিক ঘটনাটি বোঝার জন্য সর্বোচ্চ পর্যায়ে বিস্তারিত পর্যালোচনা করছে'৷  ফিলিস্তিনিদের সহায়তা দিতে তারা ‘ডাব্লিউসিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে' বলেও জানিয়েছে তারা৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ