1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজা-ইসরায়েল সীমান্ত চেকপোস্ট বন্ধ

আরাফাতুল ইসলাম২৫ জুন ২০০৮

গাজার সঙ্গে ইসরায়েলের যে সীমান্ত চেকপোস্টগুলো রয়েছে তা নিরাপত্তার জন্য বুধবারও বন্ধ রাখা হয়েছে৷ বুধবার স্থানীয় সময় সকাল আটটায় সীমান্ত চেকপোস্ট উম্মুক্ত করার কথা থাকলেও রকেট হামলার কারণে চেকপোস্ট বন্ধ৷

চেকপোস্ট বন্ধ করে বিশ্রাম নিচ্ছে এক ইসরায়েলী সেনাছবি: AP

মঙ্গলবার ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধ বিরতি ভঙ্গ করে ইসলামিক জেহাদ গোষ্ঠী দক্ষিণ ইসরায়েলে বেশ কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করে৷

বুধবার ইসলামীক জেহাদ গোষ্ঠী ইসরায়েলে আরো রকেট হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে৷ ওই গোষ্ঠী দাবি করেছে ইসরায়েলী সেনাবাহিনী একজন নিরপরাধী ফিলিস্তিনি কৃষককে হত্যা করেছে৷ আর তাই তাঁর প্রতিশোধ নিতে আরো রকেট হামলা চালাবে ইসলামীক জেহাদ গোষ্ঠী৷ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এই প্রসঙ্গে ইসরায়েলী সেনাবাহিনী কিছু জানে না৷

গাজা সীমান্তে ইসরায়েলের সতর্ক পাহারাছবি: AP

সীমান্ত চেকপোস্টগুলো বন্ধ রাখার ফলে গাজায় সড়কপথে মানবিক সাহায্য পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে একাধিক বার্তাসংস্থা৷ এ প্রসঙ্গে ইসরায়েলী সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা পিটার লার্নার জানিয়েছেন যে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সীমান্ত যোগাযোগ বন্ধ থাকবে৷ বার্তাসংস্থা রয়টার্সকে লার্নার বলেন, নিরাপত্তার দিকগুলো খতিয়ে দেখার পর সীমান্ত পুনরায় উম্মুক্ত করার বিষয়টি ভাবা হবে৷

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের পক্ষ থেকে মিশরকে জানানো হয়েছে যে বৃহস্পতিবার সীমান্ত সাহায্য পাঠানোর জন্য উম্মুক্ত করা হতে পারে৷ অবশ্য লার্নার জানিয়েছেন, তিনি এই সিদ্ধান্তের বিষয়ে কিছু জানেন না৷

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সীমান্ত যোগাযোগ বন্ধ থাকায় গাজার প্রধান বিদ্যুত্ উত্‌পাদন কেন্দ্র ই.ইউ অর্থায়নে জ্বালানী তেল পাঠানো সম্ভব হয়নি৷ একজন ইইউ কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার এই তেল সরবরাহ গাজায় পৌঁছানোর কথা ছিলো৷ তবে এই তেল দ্রুত সেখানে না পৌঁছালেও এই সপ্তাহে তেমন কোন সমস্যা হবে না কেননা এই সপ্তাহ চলার মতো তেল সেখানে মজুদ আছে৷

এদিকে ইসরায়েল সরকারের সবচেয়ে বড় শরিক দল লেবার পার্টির নেতা এহুদ বারাকের সঙ্গে একটি চুক্তির মধ্য দিয়ে নড়বড়ে কোয়ালিশনে ভাঙন এড়ালেন প্রধানমন্ত্রী এহুদ অলমার্ট৷ এতে করে বিরোধীদলের পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিলে লেবার পার্টির সমর্থন ঠেকাতে সক্ষম হলেন তিনি৷

অলমার্ট কাদিমা পার্টি প্রধানের পদ থেকে তাঁর পদত্যাগের প্রশ্নে ২৫ সেপ্টেম্বর নাগাদ দলের ভেতরেই ভোট অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন৷ এর বিনিময়ে দক্ষিণপন্থী বিরোধীদলের প্রস্তাবিত ওই বিল সমর্থন না করতে রাজি হয়েছেন লেবার নেতা ও প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক৷ উভয় পক্ষই একথা জানিয়েছে৷

উল্লেখ্য মার্কিন ব্যবসায়ীর কাছ থেকে অলমার্টের ১৫০,০০০ ডলারের ঘুষ গ্রহণের বিষয়টি নিয়ে পুলিশী তদন্তের কারণে গত মাসে ইসরায়েল কোয়ালিশনে চিড় ধরে৷ ঘুষ কেলেঙ্কারিতে বিতর্কিত হয়ে পড়া প্রধানমন্ত্রী অলমার্টের পদত্যাগ দাবি করেছিলেন বারাক৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ