1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজা ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি

৬ মে ২০১৯

সপ্তাহান্তে গাজা ও ইসরায়েলের দক্ষিণে ব্যাপক সংঘর্ষ ও হিংসালীলার পর মিশরের মধ্যস্থতায় সোমবার পরিস্থিতি শান্ত হয়েছে৷ ইসরায়েল অবশ্য এখনো কোনো বোঝাপড়ার উল্লেখ করেনি৷

Palästina Raketen werden vom Gazastreifen nach Israel geschossen
ছবি: Getty Images/AFP/M. Hams

হামাস নিয়ন্ত্রিত গাজা ও ইসরায়েলের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা বিরল নয়৷ ফিলিস্তিনি উগ্রপন্থিরা গাজা থেকে ইসরায়েলের দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ইসরায়েল পালটা আঘাত হানে৷ কিন্তু গত শুক্রবার থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ মারাত্মক আকার নিয়েছিল৷ এ দিন ইসলামি জিহাদ গোষ্ঠীর এক বন্দুকবাজ ইসরায়েলি সৈন্যদের দিকে লক্ষ্য করে গুলি ছুড়লে ২ জন সৈন্য আহত হয়৷ ২০১৪ সালের যুদ্ধের পর এত বড় আকারের সংঘর্ষ দেখা যায় নি৷ ২০০৮ সাল থেকে দুই পক্ষের মধ্যে ৩ বার যুদ্ধ হয়েছে৷

রবিবার গাজা থেকে ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ৪ জন নিরীহ মানুষ নিহত হয়েছে৷ তাদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী ও শিশুও ছিল৷ ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে৷ ইসরায়েলি সেনাবাহিনীর সূত্র অনুযায়ী, গাজা থেকে ৬০০-রও বেশি রকেট, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র নিক্ষেপ করা হয়েছে৷ এর মধ্যে ‘আয়রন ডোম' নামের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ১৫০-টিরও বেশি অস্ত্রের আঘাত সামলাতে পেরেছে৷ অন্যদিকে ইসরায়েল গাজায় ৩২০টি লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়েছে৷

হামাস নিয়ন্ত্রিত এক টেলিভিশন কেন্দ্রের কাছে দুই ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, যে স্থানীয় সময় সোমবার প্রায় ভোর সাড়ে চারটে নাগাদ দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতি সংক্রান্ত বোঝাপড়া হয়েছে৷ ফলে আপাতত বড় সংকটের আশঙ্কা দূর হলো৷ ইসরায়েল অবশ্য এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করে নি৷ ইসরায়েলের দক্ষিণে সতর্কমূলক নিয়ন্ত্রণ এখনই দূর করা হচ্ছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে৷ উল্লেখ্য, মিশর ও জাতিসংঘ মধ্যস্থতার উদ্যোগ চালিয়ে যাচ্ছিল৷

ইসরায়েল জানিয়েছে, হামাসের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করতেই অবরোধ তুলে নেওয়া হয় নি৷  ইসরায়েলের হামলায় হামাসের সশস্ত্র বাহিনীর এক কমান্ডার নিহত হয়েছে৷ সে দেশের সেনাবাহিনী এই হামলার কথা স্বীকার করে জানিয়েছে, সেই কমান্ডার ইরান থেকে গাজা ভূখন্ডের উগ্রপন্থি গোষ্ঠীগুলির জন্য অর্থ সরবরাহের দায়িত্ব পালন করছিল৷

ইসরায়েল ও মিশর  গাজা ভূখণ্ড কার্যত অবরোধ করে রাখার ফলে সেখানকার মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে৷ এমনকি বিদেশি উন্নয়ন সাহায্য ও পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক সাহায্যও বন্ধ হয়ে গেছে৷ অর্থনৈতিক সমস্যা কিছুটা লাঘব করতে এর আগে মিশরের মধ্যস্থতায় অবরোধ কিছুটা শিথিল করার বিষয়ে বোঝাপড়া হয়েছিল৷ হামাস ও ইসলামি জিহাদ গোষ্ঠীর অভিযোগ, ইসরায়েল সেই বোঝাপড়া কার্যকর করছে না৷ আগামী বুধবার থেকে ইসরায়েলের স্বাধীনতা দিবস উদযাপনের আগে সে দেশের উপর চাপ বাড়াতেই গাজা থেকে হামলার মাত্রা বাড়ানো হয়েছিল বলে ধরে নেওয়া হচ্ছে৷ এছাড়া আগামী ১৪ থেকে ১৮ই মে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা উপলক্ষ্যে হাজার হাজার মানুষ তেল আভিভে আসবেন৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ