গাজা : ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি
১২ আগস্ট ২০০৫ে শান্তিস্থাপনের পথ যথেষ্টই অমসৃণ হয়ে উঠতে শুরু করলেও ইজরায়েলের শারোণ প্রশাসনের সমর্থনে এগিয়ে এসে গতকাল বিবৃতি দিলেন শান্তির রোডম্যাপের অন্যতম পরিকল্পক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ৷
ইজরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ আন্দোলন হয়ে গেল গতকাল৷ রাজধানী তেল আভিভ শহরে চরম দক্ষিণপন্থী উচ্ছেদবিরোধীদের বিক্ষোভ মিছিলে মোট আড়াইলক্ষ মানুষ যোগ দিয়েছিলেন বলে আন্দোলনকারীদের দাবী৷ পুলিশসূত্রে এই সংখ্যাকে দুইলক্ষ বলে ব্যাখ্যা করা হলেও তেল আভিভ পুলিশের মুখপাত্র আভি জেলবা সংবাদসংস্থা এ এফ পির কাছে স্বীকার করেছেন, ইজরায়েলের ইতিহাসের বৃহত্তম প্রতিবাদ মিছিল দেখা গেছে গতকালই৷
বৃহত্তম অভিধা অর্জন করে ফেলা এই প্রতিবাদ মিছিলটির আয়োজন করা হয়েছিল তেল আভিভ শহরের কেন্দ্রস্থলের রাবিন স্কোয়ারে৷ রাবিন স্কোয়ারকে কমলারঙে ঢেকে দিয়েছিল আন্দোলনকারীরা৷ ইয়েসহা নামের অন্যতম প্রধান উচ্ছেদবিরোধী আন্দোলনের শীর্ষনেতা বেন্টজি লিবারমান আন্দোলনকারীদের তরফে দেওয়া ভাষণে গাজায় উচ্ছেদ ঠেকানোর শান্তিপূর্ণ আন্দোলনের পুরো পরিকল্পনাটি ব্যাখ্যা করে বলেন, গাজার বিতর্কিত বসতি এবং মূল উচ্ছেদ এলাকা কিসুফার্ম অঞ্চলে আন্দোলনকারীদের স্বশরীরে হাজির থাকতে হবে৷ পুরো দলটিকে দক্ষিণ দিকে যাবার নির্দেশ দেন লিবারমান, বলেন ঈশ্বরের সহায়তা আছে তাঁদের সঙ্গে, এই অবাস্তব কাজ তাঁরা যে ভাবেই হোক ঠেকিয়ে দিতে সফল হবেন৷ মস্তবড়ো স্ক্রিনে শেষ গুরুত্বপূর্ণ নির্দেশে আন্দোলনকারীদের সকলকে দীর্ঘক্ষণ পায়ে হেঁটে পথচলার জন্য আরামদায়ক নরম জুতো পরতে বলা হয়েছে, সঙ্গে রাখে হবে কিছু পোষাক, খাদ্য এবং পানীয়, দক্ষিণ ইজরায়েলের সর্বত্র হাজারে হাজারে সকলকে ছেয়ে ফেলতেও নির্দেশ দেওয়া হয়েছে৷ পথে ঘুমোনোর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে৷
আন্দোলনকারীদের এই প্রস্তুতির পাশাপাশি গাজায় বসবাসকারী ব্যতীত অন্যান্যদের প্রবেশ রুখে দিয়ে ইজরায়েল এই বসতি উচ্ছেদ সম্পূর্ণ করতে মোট ত্রিশ হাজার অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনাবাহিনী মোতায়েন করেছে গাজায়৷ গাজা ভুখন্ডের আট হাজার ইহুদি বসতিকারীদের উচ্ছেদপর্ব চলাকালীন ফিলিস্তিনী জঙ্গীবাহিনীগুলির আক্রমণের আশংকাও রয়ে গেছে৷ ফিলিস্তিনী প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস গতকাল রাতে রামাল্লায় ইসলামিক জিহাদের সঙ্গে এক বৈঠকে বসেন৷ পরে রামাল্লায় আব্বাসের দপ্তরসূত্রে বলা হয়, বৈঠক সফল হয়েছে, ইতিবাচক অগ্রগতির সম্ভাবনাও পরিলক্ষিত হচ্ছে৷
গাজায় উচ্ছেদের সম্ভাব্য সাফল্যের সম্ভাবনায় ইতিবাচক অগ্রগতি দেখতে পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ৷ গতকাল ইজরায়েলের চ্যানেল ওয়ান টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে বুশ বলেছেন, গাজা থেকে বসতি উচ্ছেদের যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী আরিয়েল শারোণ নিয়েছেন, ইজরায়েলের পক্ষে সেটি অত্যন্ত শুভ পদক্ষেপ৷ এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকে ফিলিস্তিনী জঙ্গী গোষ্ঠীগুলির ইজরায়েলের ওপর হামলার সংখ্যাহ্রাস পাওয়ার বিষয়টিরও উল্লেখ করেছেন বুশ৷ তবে ইজরায়েলের অভ্যন্তরে উচ্ছেদবিরোধী আন্দোলন যে ভাবে ক্রমশ সর্বাত্মক হয়ে উঠছে, তাতে সোমবার পরিস্থিতি যে যথেষ্টই জটিল আকার ধারণ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোনো মহলেরই৷
সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়