1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইসরায়েল

গাজা থেকে আরো দুই পণবন্দির মুক্তি

২৪ অক্টোবর ২০২৩

দুই ইজরাযেলি নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। দুইজনেরই বয়স ৭৫ বছরের বেশি। দীর্ঘদিন তারা হামাসের হাতে হাতে বন্দি ছিলেন।

গাজা থেকে মুক্ত দুই পণবন্দি
গাজা থেকে মুক্ত দুই পণবন্দিছবি: Al Qahera News/REUTERS

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, দুই ইসারায়েলি নাগরিকের মুক্তির খবর পেয়ে অ্যামেরিকা অত্যন্ত খুশি। বাকি পণবন্দিদের মু্ক্তির আবেদন নতুন করে জানিয়েছে তারা।

যে দুই বন্দিকে হামাস ছেড়েছে তাদের নাম ইওশেফেড লিফশিটজ এবং নুরিট কুপার। একজনের বয়স ৮৫, অন্যজনের ৭৯। গত ৭ অক্টোবর থেকে তারা পণবন্দি ছিলেন। এর আগে এক মার্কিন মা এবং তার মেয়েকে ছেড়েছিল হামাস। অ্যামেরিকা-সহ ইউরোপের অধিকাংশ দেশ এবং ইউরোপীয় ইউনিয়নকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে। গত ৭ অক্টোবর ইসরায়েলের একটি অনুষ্ঠানের মঞ্চে এসে তারা নির্বিচারে গুলি চালিয়েছিল। সেখান থেকেই শতাধিক মানুষকে পণবন্দি করে নিয়ে যায় তারা। এই দুই ব্যক্তিও সেখানে উপস্থিত ছিলেন।

এদিন ইইউ-র প্রেসিডেন্টও হামাসের এই কাজকে স্বাগত জানিয়েছেন। তবে একইসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন।

এদিকে গাজার একাংশের মানুষ যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন। হামাসের একাংশ তা সমর্থন করেছে। তারা জানিয়েছে, ইসরায়েল সাধারণ মানুষের উপর আক্রমণ বন্ধ করলে তারা আরো পণবন্দিকে মুক্ত করবেন। এর আগে অবশ্য তারা জানিয়েছিল, ইসরায়েলের আক্রমণে বেশ কিছু পণবন্দির মৃত্যু হয়েছে।

এদিকে ইসরায়েলের এক মা ডয়চে ভেলেকে জানিয়েছেন, তার দুই ছেলে এখনো নিখোঁজ। তারাও ওই অনুষ্ঠানে যোগ দিতে গেছিল। ওই মা ধরেই নিয়েছেন, তার ছেলেরা আর নেই। ঘটনার পর অনুষ্ঠানস্থলে গেছিলেন তিনি। সেখানে ছেলেদের পাননি তিনি। তাদের দেহও মেলেনি। ফলে ওই মা ধরেই নিয়েছেন যে, তার দুই ছেলেকেও পণবন্দি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত তাদের কাছ থেকে একটি ফোন পাননি তিনি।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ