1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজা থেকে কাশ্মীরি মা-মেয়ে নিরাপদে মিশরে

১৫ নভেম্বর ২০২৩

ভারতীয় দূতাবাসের কাছে তাদের গাজা থেকে উদ্ধারের আবেদন জানান কাশ্মীরি মা ও মেয়ে। তারা এখন নিরাপদে মিশরে।

গাজায় এই ধ্বংসস্তূপের থেকে কায়রো যেতে পেরেছেন কাশ্মীরি মা ও মেয়ে।
গাজায় এই ধ্বংসস্তূপের থেকে কায়রো যেতে পেরেছেন কাশ্মীরি মা ও মেয়ে। ছবি: Mohammed Abed/AFP/Getty Images

মায়ের নাম লুবনা নাজির শাবু, আর মেয়ের নাম করিমা। গাজায় ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে তারা সেখান থেকে তাদের উদ্ধার করার জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই-কে টেলিফোনে লুবনা জানিয়েছেন, তিনি তেল আভিভ, কায়রো-সহ তিনটি ভারতীয় দূতাবাসের কাছে তাদের উদ্ধার করার জন্য আবেদন জানিয়েছিলেন। তিনি সপরিবারে দক্ষিণ গাজায় চলে গিয়েছিলেন। তারপর সেখান থেকে বেরোতে পারছিলেন না। মরিয়া হয়ে তিনি ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন।

লুবনা বলেছেন, গাজার অবস্থা ভয়াবহ। প্রতি সেকেন্ডে বোমা পড়ছে। বাড়ি কেঁপে কেঁপে উঠছে। সেই ভয়াবহ পরিস্থিতি সহ্য করা যায় না। তার উপর জল নেই. বিদ্যুৎ নেই। তারা তিনটি পরিবার দক্ষিণ গাজায় চলে আসেন।

ভারতীয় দূতাবাসের সহায়তায় রাফাহ সীমান্ত দিয়ে তারা মিশরে পৌঁছান। বুধবার তারা কায়রো পৌঁছেছেন। এটাই এখন গাজা থেকে বের হওয়ার একমাত্র রাস্তা। তবে এই রাস্তা সমসময় খোলা থাকে না। মাঝেমধ্যে খোলে।

কায়রোতে লুবনারা ভারতীয় রাষ্ট্রদূত অভিজিত গুপ্তার সঙ্গে দেখা করেছেন। লুবনা ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন। দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, লুবনা ও তার পরিবার সুস্থ আছেন।

জিএইচ/এসজি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ