1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজা থেকে জার্মানি: এক ফিলিস্তিনির সফর

১৫ সেপ্টেম্বর ২০২৫

এক বছরেরও বেশি সময়, কয়েক হাজার ডলার, উদ্ভাবনী ক্ষমতা, হতাশা এবং জেট স্কি--- ৩১ বছরের ফিলিস্তিনি যুবক মুহাম্মদ আবু দাখার গাজা থেকে ইউরোপ সফরের ইঙ্গিত মেলে এই কয়েকটা শব্দে৷ জেট স্কিতে করে দুর্বার সমুদ্র পার হয়েছেন তিনি

আবু দাখা ও তার দুই সঙ্গী দিয়া ও বাসেম, লাম্পেডুসার সমুদ্রতিরে
আবু দাখা ও তার দুই সঙ্গী দিয়া ও বাসেম, লাম্পেডুসার সমুদ্রতিরেছবি: Muhammad Abu Dakha/Handout/REUTERS

এক বছরেরও বেশি সময়, কয়েক হাজার ডলার, উদ্ভাবনী ক্ষমতা, হতাশা এবং জেট স্কি--- ৩১ বছরের ফিলিস্তিনি যুবক মুহাম্মদ আবু দাখার গাজা থেকে ইউরোপ সফরের ইঙ্গিত মেলে এই কয়েকটা শব্দে৷ নৌকা নয়, বরং জেট স্কিতে করে দুর্বার সমুদ্র পার হয়েছেন তিনি৷ নিজের সফরের প্রতিটা মুহূর্ত রেকর্ড করেছেন আবু৷ প্রথমে ইটালি, তার পরে জার্মানিতে এসে পৌঁছেছেন তিনি৷

ইসরায়েল-হামাস সংঘাতে বিধ্বস্ত গাজা ভূখণ্ড৷ আঁচ লেগেছে পশ্চিম তীরেও৷ গাজার স্বাস্থ্য মন্ত্রকের দেয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনিরমৃত্যু হয়েছে৷ আবু জানিয়েছেন, ২০২৪ সালের এপ্রিলে পাঁচ হাজার ডলারের বিনিময়ে রাফা সীমান্ত পার হন তিনি৷ 

প্রথমে তার উদ্দেশ্য ছিল চীনে আশ্রয় নেওয়া, কিন্তু তা সম্ভব না হওয়ায় তিনি পাড়ি দেন লিবিয়ায়৷ প্রসঙ্গত, লিবিয়া নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ ও অভিযোগ রয়েছে মানবাধিকার সংগঠন ও রাষ্ট্রপুঞ্জের৷ তাদের একাধিক রিপোর্টে প্রকাশ, সে দেশে শরণার্থীরা মানবপাচারকারী ও সেনার হাতে নিয়মিত নর্যাতিত হয়৷ আবার এই লিবিয়া থেকেই ইউরোপমুখী নৌকায় ওঠেন শরণার্থীরা৷ 

এই জেট স্কি কেনার আগে অন্তত ১০ বার নৌকায় সফরের চেষ্টা করেছেন আবু৷ ছবি: Muhammad Abu Dakha/Handout/REUTERS

কিন্তু আবুর গল্পটা খানিক অন্য রকম৷ অন্তত ১০ বার চেষ্টা করার পরেও নৌকায় ওঠার সুযোগ পাননি তিনি৷ তখন পাঁচ হাজার ডলার দিয়ে একটি ইয়ামাহা জেট স্কি কেনেন আবু৷ জিপিএস, স্যাটেলাইট ফোন ও লাইফ জ্যাকেট জাতীয় জিনিস কেনেন আরো ১৫০০ ডলার দিয়ে৷ তারপর একদিন নিজের দুই ফিলিস্তিনি সঙ্গী দিয়া (২৭ বছর) ও বাসেমের (২৩ বছর) সঙ্গে জেট স্কিতে চেপে বসেন আবু৷ স্কি-র সঙ্গে বাঁধা ছিল এক ছোট ডিঙি, যাতে দিনযাপনের রসদও ছিল৷ ১২ ঘণ্টা টানা সমুদ্রের বুকে জেট স্কি চালান তারা৷

কিছুদিন লাম্পেডুসা শরণার্থী শিবিরে থাকার পরে অবশেষে সিসিলি, জেনোয়া, ব্রাসেলস হয়ে জার্মানিতে পা রেখেছেন আবু৷ছবি: Muhammad Abu Dakha/Handout/REUTERS

এআই চ্যাটজিপিটির সাহায্যে তারা হিসেব করেছিল, এই সফরের জন্য কতটা জ্বালানি প্রয়োজন৷ তারপরও শেষরক্ষা হয়নি, ইটালির লাম্পেডুসা দ্বীপের ২০ কিলোমিটার আগে তাদের জ্বালানি ফুরিয়ে যায়৷ অবশেষে ১৮ আগস্ট তাদের উদ্ধার করে রোমানিয়ার একটি প্যাট্রল বোট৷ ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংগঠনের এক মুখপাত্রের কথায়, ‘‘এই সফর সত্যিই অভাবনীয়৷’’
কিছুদিন লাম্পেডুসা শরণার্থী শিবিরে থাকার পরে অবশেষে সিসিলি, জেনোয়া, ব্রাসেলস হয়ে জার্মানিতে পা রেখেছেন আবু৷ থাকছেন আর একটি শরণার্থী শিবিরে৷ আশ্রয় প্রার্থনা করেছেন জার্মান সরকারের কাছে৷ 

এসটি/এসিবি (রয়টার্স)
 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ