1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনা: নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

১০ আগস্ট ২০২৫

গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেটে গাজা দখলে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে৷

গাজার  থ্বংসস্তুপের উপর বসে থাকা এক শিশু
ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশ৷ ফাইল ফটো ছবি: Rizek Abdeljawad/Xinhua/IMAGO

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর গাজা ভূখণ্ডের বিষয়ে নতুন পরিকল্পনার প্রেক্ষিতে জরুরি সভা ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷ রোববার নিউইয়র্কে এই সভা অনুষ্ঠিত হবে৷

তার আগে শুক্রবার ইসারেয়েলের নিরাপত্তা ক্যাবিনেটে গাজা দখলের বিষয়ে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়৷    

ক্যাবিনেটের অনুমোদনের খবরের পর জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং জোট এর নিন্দা জানায়৷ জার্মানি, যুক্তরাজ্য, ইটালি, অস্ট্রিয়া, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহুর এই পরিকল্পনাকে বাতিল করে দেওয়া হয়৷

এমন পরিকল্পনা সাধারণ ফিলিস্তিনীদের জীবন খারাপ করে তুলবে বলে আশঙ্কা করে এর নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস৷ এই পরিকল্পকনাকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন৷

এই পরিস্থিতিতে ইউরোপিয়ান কাউন্সিলের সদস্য, ফ্রান্স, ইউকে, স্লোভেনিয়া, ডেনমার্ক, এবং গ্রিস নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহবান জানায়৷

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে অধিকাংশ জার্মান: জরিপ

এদিক রোববার প্রকাশিত এক জরিপ বলছে, ৫৪ ভাগ জার্মান নাগরিক ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে সমর্থন করেন৷ ৩১ ভাগ জার্মান এর বিরোধীতা করেন৷      

জার্মানির ফরসা ইনস্টিটিউট জুলাই মাসে এক হাজার একজন উত্তরদাতাকে নিয়ে এই জরিপটি পরিচালনা করেন৷  এতে দেখা গেছে, জার্মানির পূর্বাঞ্চলের বাসিন্দারা ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে বেশি মত দিয়েছেন৷

আরআর/এআই (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ