ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ‘‘গাজার বর্তমান অবস্থা পরিবর্তনের লক্ষ্যেই এ পদক্ষেপ৷'' গাজা উপকূল বছরের পর বছর ধরে নৌ-অবরোধের মধ্যে রয়েছে৷ ফলে যে কোনো ধরনের পণ্যপরিবহণ এখানে বন্ধ রয়েছে৷
বিজ্ঞাপন
গাজা উপত্যকায় পণ্য পরিবহণ নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষায়িত বন্দর নির্মাণের জন্য কে প্রস্তাব দিয়েছে ইসরায়েল৷ মঙ্গলবার সাইপ্রাস সরকার এই তথ্য জানিয়ে বলে কেবল গাজামুখী পণ্য পরিবহণের জন্য এ ধরনের একটি বন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে৷
প্রস্তাবিত বন্দরটি চালু হলে ইসারায়েল ও মিশরের নৌবাহিনীর কবজায় থাকা সমুদ্রসীমা দিয়ে গাজা উপত্যকায় পণ্য পৌঁছানোর এক নতুন রাস্তা খুলে যাবে৷
ইসরায়েলের প্রস্তাবে বলা হয়েছে, বন্দরটি সাইপ্রাসের সীমানায় হবে এবং এটি দিয়ে কেবল কার্গো জাহাজে করে গাজায় পণ্য যাবে৷
বন্দর দিয়েগাজা উপত্যকতায় কোনো অবৈধ পণ্য, বিশেষ করে আগ্নেয়াস্ত্র যাচ্ছে কিনা, তা ইসরায়েলি কর্তৃপক্ষের নজরদারিতে থাকবে৷ আর কার্গো জাহাজ থেকে পণ্যগুলো সরাসরি ফেরিতে করে গাজায় নেওয়া হবে৷ বর্তমানে সড়ক দিয়ে গাজায় পণ্য পরিবহণ করা হয়৷
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারমান সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাসতাসিয়াদেস এর সাথে নিকোশিয়ায় এক আনুষ্ঠানিক আলোচনায় এ ব্যাপারে এক সমঝোতায় পৌঁছেছেন৷
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অভিনব যুদ্ধ
যুদ্ধ চলছে আকাশে৷ ঘুড়ি আর ড্রোন বিমানের যুদ্ধ৷ ড্রোনকে ফাঁকি দিয়ে ঘুড়ি ওপারে যেতে পারলেই ইসরায়েলের সর্বনাশ৷ ইসরায়েলের সেনাবাহিনী তাই মহাআতঙ্কে! দেখুন ছবিঘরে...
ছবি: Reuters/I.A. Mustafa
ফিলিস্তিনিদের জন্য বিশেষ ড্রোন
ছবিতে একটি ড্রোন ধরে আছেন ইসরায়েলের এক সৈন্য৷ জেরুসালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস উদ্বোধনের দিন যত ঘনিয়ে আসছিল বিক্ষোভের তীব্রতা ততই বাড়ছিল গাজায়৷ অথচ সশস্ত্র ইসরায়েলি সেনাবাহিনীর সামনে ফিলিস্তিনিরা তো অসহায়৷ তাই প্রতিবাদের আগুন ছড়িয়ে দেয়ার জন্য অভিনব এক উপায় বের করলো ফিলিস্তিনিরা৷ সেই আগুন থেকে বাঁচতেই এই ড্রোন বানিয়েছে ইসরায়েল৷
ছবি: Reuters/A. Cohen
ঘুড়ি যখন ভয়ানক হাতিয়ার
ছবিতে একটি ঘুড়িতে আগুন জ্বালাচ্ছেন এক ফিলিস্তিনি৷ রামায়ণে হনুমানের আগুন পুড়ে ছাড়খার করেছিল রাবণরাজ্য৷ ফিলিস্তিনিরাও চায় ইসরায়েলে আগুন লাগাতে৷ তাই আকাশে ওড়ার আগে আগুনে পুড়ছে ঘুড়ি৷
ছবি: Reuters/I.A. Mustafa
আকাশে ফিলিস্তিন-ইসরায়েল লড়াই
ফিলিস্তিনিদের উড়িয়ে দেয়া জ্বলন্ত ঘুড়ি উড়ে চলেছে ইসরায়েলের দিকে৷ কিন্তু ইসরায়েলে ঢোকা কি এত সহজ? ঘুড়ি-প্রতিরোধী ড্রোন বানিয়ে ইসরায়েলও ইতিমধ্যে তৈরি৷ দূর থেকে ফিলিস্তিনিদের ঘুড়ি উড়তে দেখেই তাই ড্রোন পাঠিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী৷ উড়ে এসে ঘুড়ি প্রতিরোধে ব্যস্ত হয়ে পড়েছে ড্রোন৷
ছবি: Reuters/M. Salem
জ্বলছে ঘুড়ি
এই ঘুড়িটি গাজা থেকেই এসেছে৷ কিন্তু বড় কোনো ক্ষতি হওয়ার আগেই আগুন নেভাচ্ছেন এক ইসরায়েলি সৈন্য৷
ছবি: Reuters/A. Cohen
ফিলিস্তিনিদের একটি সাফল্য
ঘুড়ির আগুনে দাউ দাউ করে জ্বলছে মাঠ৷ মাঠটি ইসরায়েলে৷
ছবি: Reuters/A. Cohen
ধেয়ে আসছে আতঙ্ক
রাতের আঁধারে ইসরায়েলের আকাশে ঢুকে পড়েছে আরেকটি ঘুড়ি৷
ছবি: Reuters/A. Cohen
ড্রোন থেকে কাঁদানে গ্যাস
ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসবাহী ড্রোন পাঠিয়েছে ইসরায়েল৷ সেই ড্রোন গাজার আকাশে এসেই ছাড়তে শুরু করেছে কাঁদানে গ্যাস৷
ছবি: Reuters/I.A. Mustafa
যা ঘুড়ি উড়ে যা...
‘‘ক্ষোভ আর প্রতিশোধের আগুন নিয়ে উড়ে যা ঘুড়ি’’ – ঘুড়িতে আগুন লাগিয়ে যেন এ কথাই বলছেন ফিলিস্তিনিরা৷
ছবি: Reuters/I.A. Mustafa
উড়ছে ঘুড়ি, উড়ছে পতাকা
ফিলিস্তিনি পতাকার পাশ দিয়েই উড়ে যাচ্ছে ঘুড়ি৷
ছবি: Reuters/I.A. Mustafa
ঘুড়িসৈনিক
গাজা সীমান্তে ঘুড়ি নিয়ে ফিলিস্তিনিরা তৈরি৷
ছবি: Reuters/I.A. Mustafa
ধরা পড়েছে ‘আসামী’
গাজা থেকে উড়ে আসা ঘুড়ি ধরতে পেরে আনন্দিত ইসরায়েলি সেনা৷
ছবি: Reuters/A. Cohen
ইসরায়েলের পালটা ব্যবস্থা
ফিলিস্তিনিরা আগুন জ্বালিয়ে ঘুড়ি পাঠায় বলে পালটা ব্যবস্থা হিসেবে কখনো কখনো গাজায় আগুন লাগানোর জন্যও ড্রোন পাঠায় ইসরায়েল৷ এমনই এক ডোন থেকে ফেলা আগুন নেভানোর চেষ্টা করছেন এক ফিলিস্তিনি৷
ছবি: Reuters/I.A. Mustafa
12 ছবি1 | 12
তবে প্রেসিডেন্ট নিকোসের দপ্তর থেকে বলা হয়েছে, ‘‘এ সংক্রান্ত যে কোনো প্রস্তাব গাজায় আটকে থাকা ইসরায়েলিদের মানবিক পরিস্থিতি উন্নয়ন এবং সেখানে নিখোঁজ মানুষদের খুঁজে বের করার সংকট সমাধানে কাজে লাগানো হবে৷''
বন্দর চালু হলে আন্তজার্তিক এবং ইসরায়েলিদের সহায়তায় সাইপ্রাস কর্তৃপক্ষের বন্দরটি পরিচালনার কথা রয়েছে৷