গাজা নিয়ে সরব জাতিসংঘের মানবাধিকার সংগঠন
১৩ নভেম্বর ২০২৪জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংগঠনের অন্তর্বর্তীকালীন প্রধান জয়সি মসুয়া জানিয়েছেন, গাজায় নিষ্ঠুরতা সমস্ত সীমা লঙ্ঘন করা হয়েছে। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া লাখ লাখ মানুষের কাছে ঠিক মতো সাহায্য পৌঁছাচ্ছে না বলেও অভিযোগ করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরের পর চলতি সময়ে গাজায় সবচেয়ে কম সাহায্য যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে ইসরায়েলের সদ্য নিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, হিজবুল্লার সমস্ত প্রতিষ্ঠানে চরম আক্রমণ শানাবে ইসরায়েল। ইরানের পরমাণু চুল্লিগুলিও আক্রমণের বাইরে থাকবে না বলে সতর্ক করেছেন তিনি।
জয়সি জানিয়েছেন, ইসরায়েল এখনো গাজার বিভিন্ন অঞ্চলে প্রতিদিন বিমান হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে তিনি বলেছেন, ''এই ফিলিস্তিনি মানুষদের প্রথমে ঘরছাড়া করা হয়েছে। তারপর চোখের সামনে পরিবারগুলিকে হত্যা করা হয়েছে, জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে।'' আশ্রয় শিবির, স্কুল, হাসপাতাল বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে একেকটি কাঠামো।
এখানেই শেষ নয়, জয়সির অভিযোগ, ইসরায়েলের আক্রমণে বহু মানুষ ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন। তাদের উদ্ধার করার জন্য বিশেষ যন্ত্র নিয়ে সেখানে উদ্ধারকারীদের যাওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েলের সেনা তাদের সেখানে পৌঁছাতে দেয়নি। যন্ত্র চালানোর জন্য তেল লাগে, ইসরায়েল সেই তেল ঢুকতে দেয়নি গাজায়।
তিনি জানিয়েছেন, হাসপাতালে আক্রমণ চালানো হয়েছে, অ্যাম্বুল্যান্স ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জয়সি বলেছেন, ''গাজায় সীমাহীন অন্যায় হয়েছে।'' নিরাপত্তা পরিষদে এই বৈঠক হয়েছে জাতিসংঘের একটি রিপোর্টের ভিত্তিতে। যেখানে বলা হয়েছে, কিছুদিনের মধ্যেই গাজা এক ভয়াবহ খাদ্যসংকটের মুখোমুখি হবে। চরম দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে গাজা।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানোন এই রিপোর্টটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার পাল্টা দাবি, গাজায় যেখানে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে, সেখানে ইসরায়েল খাবার পাঠানোর ব্যবস্থা করেছে। সবরকম মানবিক সাহায্য পাঠানো হচ্ছে গাজায়।
লেবাননে আরো হত্যা
মঙ্গলবার লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুধু দক্ষিণ বৈরুতেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন নারী এবং চারটি শিশু। পূর্ব বৈরুতে আরেকটি আক্রমণে অন্তত আটজনের মৃত্যু হয়েছে।
ইসরায়েল অবশ্য জানিয়েছে, তারা সাধারণ মানুষের উপর আক্রমণ চালায়নি। কেবলমাত্র হিজবুল্লার কাঠামোগুলি ধ্বংস করা হয়েছে।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)