1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজা প্রসঙ্গে ইজরায়েলের সমালোচনা করল ভারত

২০ মে ২০০৪

গাজা ভূখন্ডের দক্ষিণে গতকাল ইজরায়েলি সেনা হামলায় ফের সাত ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে৷ বিশ্বের বিভিন্ন দেশ থেকে তো বটেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও সমালোচিত হয়েছে ইজরায়েলের এই অমানবিক আচরণ ৷ সমালোচনা শোনা গেছে ভারতের কাছ থেকেও৷

ছবি: Christian Frei Filmproductions

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র নভতেজ সর্ণা গতকাল নতুন দিল্লীতে এ প্রসঙ্গে এক সরকারি বিবৃতিতে ইজরায়েলের তীব্র সমালোচনা করে বলেন, প্রস্তাবিত শান্তির রোডম্যাপ ই মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের একমাত্র সমাধান৷

জাতিসংঘ তো বটেই ইজরায়েলের বন্ধুরাষ্ট্র বলে কথিত মার্কিন যুক্তরাষ্ট্রও মৃদু সমালোচনা করেছ ইজরায়েলের৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে আনীত প্রস্তাবে অবশ্য ভোটদানে বিরত ছিল ওয়াশিংটন৷ কিন্তু গতকাল দক্ষিণ গাজায় শরণার্থী শিবিরে ইজরায়েলি বাহিনীর চলতি হামলার বাইরেও যে বিষয়ে আরও বেশি উত্তেজিত এবং বিক্ষুব্ধ হয়ে ওঠেন ফিলিস্তিনিরা, তা হল, ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসের আরাফতের ঘনিষ্ঠ মারওয়ান বারঘুট্টির বিচার ইস্যু৷ গতকাল ইজরায়েলের রাজধানী তেল আভিভের একটি আদালতে বারঘুট্টিকে বিচারের জন্য তোলা হয়৷ ইজরায়েল বিরোধী ইন্তিফাদা আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা বারঘুট্টির বিরুদ্ধে একাধিক হত্যার অভিযোগ এনেছে ইজরায়েল৷ আরাফতের ফতে আন্দোলনের অন্যতম সহযোগী এবং ওয়েস্ট ব্যাঙ্কের একজন সম্মানিত সাংসদ, বারঘুট্টি তাঁর বিরুদ্ধে আনীত ইজরায়েলের এই অভিযোগ আগাগোড়া অস্বীকার করেছেন এবং বলেছেন, তাঁর আন্দোলনের মধ্যে নিরীহ মানুষদের হত্যার মতো কোনো অপরাধ তিনি করেন নি৷ ফিলিস্তিনি জনসাধারণের মধ্যে জনপ্রিয়তায় বারঘুট্টির স্থান আরাফতের ঠিক পরেই৷

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ