1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফিলিস্তিন

গাজা বসবাসের অযোগ্য: জাতিসংঘ

৮ জানুয়ারি ২০২৪

তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে ফিলিস্তিনের গাজা ‘বসবাসের অযোগ্য' হয়ে পড়েছে বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সংক্রান্ত প্রধান৷

ইসরায়েল এবং লেবাননের জঙ্গি গোষ্ঠী হেজবোল্লাহ উভয়ই সীমান্তে রকেট হামলার কথা বলেছে। যুদ্ধ শুরুর পর সংঘাত অব্যাহত রয়েছে এলাকায়। এই ছবিটি  দক্ষিণ লেবাননে ইসরায়েলি সীমান্তের কাছে ৪ জানুয়ারি তোলা হয়েছিল
ইসরায়েল এবং লেবাননের জঙ্গি গোষ্ঠী হেজবোল্লাহ উভয়ই সীমান্তে রকেট হামলার কথা বলেছে। যুদ্ধ শুরুর পর সংঘাত অব্যাহত রয়েছে এলাকায়। এই ছবিটি দক্ষিণ লেবাননে ইসরায়েলি সীমান্তের কাছে ৪ জানুয়ারি তোলা হয়েছিল ছবি: AFP

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতে যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়৷ চার মাস পরেও সংঘর্ষ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷

হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার সাধারণ নাগরিকদের বিরাট অংশ গৃহহীন হয়ে পড়েছেন৷ এছাড়াও অনেকেরই বাড়িঘর ধ্বংস হয়েছে৷ বেশ কিছু অংশ এরইমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়ায়, ‘গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে', বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সংক্রান্ত প্রধান মার্টিন গ্রিফিথস৷ তিনি বলেন, ‘‘গাজা একেবারেই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে৷ সেখানে মানুষ  প্রতিদিন অস্তিত্বের হুমকিতে পড়ছে, সারা বিশ্ব তা অবলোকন করেছে৷''

সেখানে অচিরে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলেও সতর্ক করেন মার্টিন গ্রিফিথস৷

তিনি আরো বলেন, ‘‘আমরা অব্যাহতভাবে অবিলম্বে যুদ্ধ বন্ধের আবেদন জানাচ্ছি৷'' সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি৷

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে এগারোশো জনের বেশি মানুষকে হত্যা করে হামাস৷ বন্দি করে আরো ২০০ জনকে৷ তাদের মধ্যে এখনও অর্ধেক গাজায় বন্দি আছেন৷ এর প্রতিক্রিয়ায় গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল৷

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ইসরায়েল ও আরো কয়েকটি দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেব চিহ্নিত করেছে৷

তুরস্কে ব্লিংকেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে গাজার যুদ্ধ এবং মানবিক সংকট নিয়ে আলোচনা করেছেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে বিবৃতিতে জানিয়েছে, দুই নেতা দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয়েও আলোচনা করেছেন। তুর্কি প্রেসিডেন্ট এর্দোয়ানের সঙ্গেও দেখা করেছেন ব্লিংকেন।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল শনিবার লেবাননে গিয়েছেন৷

বোরেল, সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে বলেছেন, "[আমি] লেবানন এবং অঞ্চলে গাজা যুদ্ধের প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করব।" 

লেবাননের হেজবোল্লাহ গোষ্ঠী জানিয়েছে, হামাসের ডেপুটি প্রধানকে হত্যার পর তারা ‘প্রাথমিক প্রতিক্রিয়া' দেখাতে শুরু করেছে৷

ইরান-সমর্থিত গোষ্ঠীটি শনিবার জানিয়েছে, তারা ৬২টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মেরন বিমান নিয়ন্ত্রণ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে৷ ইসরায়েলি সেনাবাহিনী শনিবার ভোরে ‘লেবানন থেকে আনুমানিক ৪০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের' কথা জানিয়েছে৷ তবে এতে ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷

আরকেসি/এফএস

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ