1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

গাজা শহর ঘিরে ফেলেছে ইসরায়েলের সেনা

৩ নভেম্বর ২০২৩

সংঘাতের সর্বোচ্চ পর্যায়ে ইসরায়েল। হামাসের দাবি, অন্তত নয় হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

গাজা শহর ঘিরে ফেলেছে ইসরায়েল
গাজা শহর ঘিরে ফেলেছে ইসরায়েলের সেনাছবি: Israel Defense Forces/AP Photo/picture alliance

গত কয়েকদিন ধরে ইসরায়েলের স্থলসেনা ধীরে ধীরে গাজার ভিতরে ঢুকছিল। হামাস যোদ্ধাদের সঙ্গে তাদের লাগাতার লড়াইও হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের সেনার মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, ''আমরা গাজা শহর ঘিরে ফেলেছি। ধীরে ধীরে শহরের ভিতরেও ঢুকতে শুরু করেছে আমাদের সেনা।''  ইসরায়েলের বক্তব্য, বিভিন্ন দিক থেকে গাজা শহরের দিকে এগিয়েছে ইসরায়েলের সেনা। পথে হামাসের সমস্ত ঘাঁটি এবং সামরিক কাঠামো ধ্বংস করা হয়েছে।

বেসামরিক অঞ্চলেও হামাসের সামরিক পরিকাঠামো তৈরি করা ছিল বলে সেনার তরফে জানানো হয়েছে। সেই পরিকাঠামোগুলিকেও ধ্বংস করা হয়েছে বলে তাদের দাবি।

কয়েক লাখ মানুষ এখনো উত্তর গাজায় বসবাস করছেন। এই হামলায় তাদেরও ক্ষতি হচ্ছে। কারণ ইসরায়েলের সেনা বার বার দাবি করছে যে, হামাসের সামরিক পরিকাঠামো বেসামরিক অঞ্চলের ভিতরে তৈরি করা হয়েছে।

জাতিসংঘের দাবি

এরইমধ্যে জাতিসংঘ আবেদন জানিয়েছে, মানবিক সাহায্য পাঠানোর সময় যেন দুই পক্ষই লড়াই বন্ধ রাখে। সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থার মুখপাত্র জানিয়েছেন, এখনো পর্যন্ত চারটি আশ্রয়শিবির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জাবালিয়া শরণার্থী শিবির হামলায় এখনো পর্যন্ত ২০জন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রথমে ১৪ জনের মৃত্যুর খবর জানা গেছিল।

ব্লিংকেনের আবেদন

শুক্রবার আরবের প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে ইসরায়েল পৌঁছানোর কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের। ইসরায়েলে নামার আগে তিনি জানিয়েছেন, আলোচনায় দুইটি বিষয়ের উপর জোর দেবেন তিনি। এক, যুদ্ধবিরতি এবং দুই, সবচেয়ে কম ক্ষতি। ব্লিংকেন জানিয়েছেন, ''ধ্বংসস্তূপের ভিতর থেকে এক ফিলিস্তিনি শিশুর মৃতদেহ বার করে আনা দেখতে ঠিক যতটা খারাপ লাগে, ততটাই খারাপ লাগে ইসরায়েলের আহত এক শিশুকে দেখতে।'' শিশু-নারী-বেসামরিক মানুষের হত্যা বন্ধ হওয়ার দরকার বলে জানিয়েছেন ব্লিংকেন। এবিষয়ে ইসরায়েলের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে জানিয়েছেন।

মার্কিন সাহায্যের প্রস্তুতি

মার্কিন হাউস অফ রিপ্রেসেনটেটিভে ইসরায়েলের জন্য ১৪ দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার সাহায্যের বিল পাশ হয়েছে। তবে সেনেটে বিলটি বাতিল হয়ে যেতে পারে। কংগ্রেসে এখন রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে ২২৬-১৯৬ ভোটে বিলটি পাশ হয়েছে। প্রায় সমস্ত ডেমোক্র্যাটই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। রিপাবলিকানরা পক্ষে। সেনেটে এখন ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ। ফলে সেখানে বিলটি বাতিল হয়ে যেতে পারে। বস্তুত, প্রেসিডেন্ট বাইডেন আগেই জানিয়ে রেখেছিলেন, বিলটি দুই কক্ষে পাশ হলেও তিনি ভেটো দেবেন। জো বাইডেনের বক্তব্য, ইসরায়েল এবং ইউক্রেনকে সমানভাবে সাহায্য করা হবে। তার জন্য একটি সম্মিলিত প্যাকেজ তৈরির পরিকল্পনা আছে তার।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি) 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ