সংঘাতের সর্বোচ্চ পর্যায়ে ইসরায়েল। হামাসের দাবি, অন্তত নয় হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
গত কয়েকদিন ধরে ইসরায়েলের স্থলসেনা ধীরে ধীরে গাজার ভিতরে ঢুকছিল। হামাস যোদ্ধাদের সঙ্গে তাদের লাগাতার লড়াইও হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের সেনার মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, ''আমরা গাজা শহর ঘিরে ফেলেছি। ধীরে ধীরে শহরের ভিতরেও ঢুকতে শুরু করেছে আমাদের সেনা।'' ইসরায়েলের বক্তব্য, বিভিন্ন দিক থেকে গাজা শহরের দিকে এগিয়েছে ইসরায়েলের সেনা। পথে হামাসের সমস্ত ঘাঁটি এবং সামরিক কাঠামো ধ্বংস করা হয়েছে।
বেসামরিক অঞ্চলেও হামাসের সামরিক পরিকাঠামো তৈরি করা ছিল বলে সেনার তরফে জানানো হয়েছে। সেই পরিকাঠামোগুলিকেও ধ্বংস করা হয়েছে বলে তাদের দাবি।
আকস্মিক সংঘাতে অসহায় ফিলিস্তিন
হামাসের হামলার পর ইসরায়েলের পাল্টা আঘাতে পরিস্থিতি এমন যে গাজা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে মরিয়া কয়েক লাখ মানুষ৷ কিন্তু যে কোনো মুহূর্তে মৃত্যুর ঝুঁকি সত্ত্বেও মিশর সীমান্ত বন্ধ থাকায় তারা এখন মহাবিপদে৷ দেখুন ছবিঘরে...
ছবি: Ibraheem Abu Mustafa/REUTERS
তিন লাখ মানুষ ঘরছাড়া
২৩ লাখ মানুষের ভূখণ্ড গাজা এখন আতঙ্কের নগরী৷ জাতিসংঘের মানবিক বিষয়াদি সম্পর্কিত সংস্থা অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ বা ওচা) জানিয়েছে, গাজায় মৃত্যুভয়ে ঘরছাড়া মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে৷ সংঘাতের ষষ্ঠ দিন পর্যন্ত গাজা-র অন্তত তিন লাখ মানুষ প্রাণ বাঁচাতে ঘর ছেড়েছে বলে জানিয়েছে তারা৷
ছবি: Majdi Fathi/NurPhoto/picture alliance
স্কুলঘরে আশ্রয়
অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ বা ওচা) এক বিবৃতিতে জানিয়েছে, ঘর ছাড়তে বাধ্য হওয়া তিন লাখ গাজাবাসীর দুই তৃতীয়াংশই এখন জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন৷ ওপরের ছবিতে এক স্কুলে আশ্রয় নেয়া একটি পরিবার৷
ছবি: Rola Farhat/DW
ধ্বংসস্তূপ ডিঙিয়ে শান্তির সন্ধানে
ইসরায়েল থেকে উড়ে আসা মিসাইলের আঘাতে ধসে পড়েছে ঘর-বাড়ি৷ চারপাশে শুধুই ধ্বংসের চিহ্ন৷ তার মাঝেই কয়েকজনের বাঁচার পথ খোঁজার চেষ্টা৷
ছবি: Abed Rahim Khatib/dpa/picture alliance
রাফা সীমান্তে বাধা
জাতিসংঘ জানাচ্ছে, সোমবার গাজা থেকে রাফা সীমান্ত হয়ে মিশরে প্রবেশ করে অন্তত ৮০০ মানুষ৷ কিন্তু সেদিন সীমান্তে কড়াকড়ি শুরু হওয়ায় অন্তত ৫০০ জন মিশরে প্রবেশ করতে ব্যর্থ হয়৷
ছবি: Abed Rahim Khatib/dpa/picture alliance
সীমান্তে কড়াকড়ি
গাজার এক পাশে মিশর অন্য তিন পাশে সাগর অথবা ইসরায়েল৷ মিশর সরকার চায় না সেই দেশে গাজাবাসীর ঢল নামুক৷ তাই প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি আলোচনার মাধ্যমে দ্রুত শান্তি ফেরানোর আহ্বান জানিয়ে সীমান্তে নজরদারি জোরদার করেছেন৷
ছবি: Abed Rahim Khatib/dpa/picture alliance
তবুও মরিয়া আতঙ্কিত মানুষ...
রাফা সীমান্ত বন্ধ করেও গাজার অসহায় মানুষদের মিশরে আশ্রয় নেয়ার চেষ্টা থেকে বিরত রাখা যাচ্ছে না৷ এমনকি স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম মানুষরাও প্রাণ বাঁচাতে পৌঁছে যাচ্ছেন রাফা সীমান্তে৷ ওপরের ছবিতে হুইল চেয়ারে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়া এক গাজাবাসী৷
ছবি: Ibraheem Abu Mustafa/REUTERS
6 ছবি1 | 6
কয়েক লাখ মানুষ এখনো উত্তর গাজায় বসবাস করছেন। এই হামলায় তাদেরও ক্ষতি হচ্ছে। কারণ ইসরায়েলের সেনা বার বার দাবি করছে যে, হামাসের সামরিক পরিকাঠামো বেসামরিক অঞ্চলের ভিতরে তৈরি করা হয়েছে।
জাতিসংঘের দাবি
এরইমধ্যে জাতিসংঘ আবেদন জানিয়েছে, মানবিক সাহায্য পাঠানোর সময় যেন দুই পক্ষই লড়াই বন্ধ রাখে। সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থার মুখপাত্র জানিয়েছেন, এখনো পর্যন্ত চারটি আশ্রয়শিবির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জাবালিয়া শরণার্থী শিবির হামলায় এখনো পর্যন্ত ২০জন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রথমে ১৪ জনের মৃত্যুর খবর জানা গেছিল।
ব্লিংকেনের আবেদন
শুক্রবার আরবের প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে ইসরায়েল পৌঁছানোর কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের। ইসরায়েলে নামার আগে তিনি জানিয়েছেন, আলোচনায় দুইটি বিষয়ের উপর জোর দেবেন তিনি। এক, যুদ্ধবিরতি এবং দুই, সবচেয়ে কম ক্ষতি। ব্লিংকেন জানিয়েছেন, ''ধ্বংসস্তূপের ভিতর থেকে এক ফিলিস্তিনি শিশুর মৃতদেহ বার করে আনা দেখতে ঠিক যতটা খারাপ লাগে, ততটাই খারাপ লাগে ইসরায়েলের আহত এক শিশুকে দেখতে।'' শিশু-নারী-বেসামরিক মানুষের হত্যা বন্ধ হওয়ার দরকার বলে জানিয়েছেন ব্লিংকেন। এবিষয়ে ইসরায়েলের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে জানিয়েছেন।
গাজায় যে পরিমাণ মানবিক সহায়তা যাচ্ছে
গত সপ্তাহান্তে রাফা সীমান্ত দিয়ে গাজায় মানবিক সহায়তা পাঠানো শুরু হয়েছে৷ এখন পর্যন্ত কী পরিমাণ সহায়তা পাঠানো হয়েছে সেখানকার বাসিন্দাদের?
ছবি: Ahmed Gomaa/Xinhua/IMAGO
কত ট্রাক সহায়তা?
সপ্তাহান্তে সীমান্ত খুলে দেওয়ার পর গাজায় শনিবার ২০ ট্রাক এবং রোববার ১৪ ট্রাক মিলিয়ে মোট ৩৪ ট্রাক সহায়তা পাঠানো হয়৷ সোমবার আরো ৪০টি ট্রাকে সহায়তা পাঠানোর খবর পাওয়া যায়৷ এরপর আর কোনো সহায়তার ট্রাক গাজায় প্রবেশ করেছে কি না সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি৷
ছবি: Ahmed Gomaa/Xinhua/IMAGO
কী সহায়তা দেওয়া হচ্ছে?
জানা গেছে ট্রাকে করে খাবার পানি, ওষুধ, খাবার এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানোর অনুমতি দিয়েছে ইসরায়েল৷ প্রবেশ পথে ট্রাকগুলোকে যাচাই-বাছাই করছে ইসরায়েলের নিরাপত্তারক্ষীরা৷ সহায়তার নামে যেন কোনো অস্ত্র প্রবেশ করতে না পারে সেজন্যই ট্রাকগুলোতে তল্লাশি চালায় ইসারায়েলি কর্তৃপক্ষ৷
ছবি: Ahmed Gomaa/Xinhua/IMAGO
কী দরকার গাজাবাসীর?
দাতা সংস্থাগুলো বলছে, গাজার সাধারণ মানুষের নিত্য চাহিদা মেটাতে দিনে অন্তত একশ ট্রাক সহায়তা প্রয়োজন৷ খাবার, ওষুধ ছাড়াও জ্বালানি সহযোগিতা দেওয়ার আহ্বান ত্রাণ সরবরাহকারী সংস্থাগুলোর৷ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় পানির সংকট তৈরি হচ্ছে৷ তাছাড়া হাসপাতালগুলোকে চালু রাখতে প্রয়োজন জ্বালানি৷
ছবি: Hatem Ali/AP/picture alliance
জ্বালানি সরবরাহ করা হচ্ছে?
বার্তা সংস্থা এএফপি জানায়, জ্বালানি নিয়ে ৬টি ট্যাংকার রাফাহ ক্রসিং অতিক্রম করেছে যদিও স্বতন্ত্র সূত্র থেকে এটি নিশ্চিত করা যায়নি৷ তবে ফিলিস্তিনের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করলেও ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এমন তথ্যের কথা অস্বীকার করেছে৷ এদিকে, ফিলিস্তিনের বেসামরিক বিষয়ক ইসরায়েলের ডিফেন্স বডির পক্ষ থেকে বলা হয়, জাতিসংঘের একটি তেলের ডিপো থেকে হাসপাতালে জ্বালানি সরবরাহ করা হয়েছে৷
ছবি: Mohammed Abed/AFP/Getty Images
অপেক্ষমাণ সহায়তা
সীমান্ত খুলে দেওয়ার পর থেকে গাজায় প্রবেশের লক্ষ্যে কয়েক দিন ধরে সহায়তার ট্রাক অপেক্ষমাণ রয়েছে৷ জাতিসংঘের খাদ্য সংস্থা জানায়, গাজা সীমান্তে সংস্থাটির এক হাজার টন খাদ্য সরবরাহের অপেক্ষায় রয়েছে৷
ছবি: Ibraheem Abu Mustafa/REUTERS
সহায়তায় কোন কোন দেশ
ফিলিস্তিনীদের সহায়তায় এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ মিশরে সহায়তা পাঠিয়েছে৷ এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, রাশিয়া, তুরস্ক এবং রুয়ান্ডাসহ বেশ কয়েকটি আরব দেশ৷
ছবি: Mohammed Asad/AP Photo/picture alliance
জার্মানির অর্থ সহায়তা বৃদ্ধি
গাজার বসবাসরত সাধারণ মানুষের জন্য ৫০ মিলিয়ন ইউরোর বাড়তি সহায়তা ঘোষণা করেছে জার্মানি৷ পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বৃহস্পতিবার এই ঘোষণা দেন৷ জার্মানির এই সহয়তা জাতিসংঘের শরণার্থী সংস্থাসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর কার্যক্রমে সহায়ক হবে বলে মন্তব্য বেয়াবকের৷
ছবি: Annette Riedl/dpa/picture alliance
7 ছবি1 | 7
মার্কিন সাহায্যের প্রস্তুতি
মার্কিন হাউস অফ রিপ্রেসেনটেটিভে ইসরায়েলের জন্য ১৪ দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার সাহায্যের বিল পাশ হয়েছে। তবে সেনেটে বিলটি বাতিল হয়ে যেতে পারে। কংগ্রেসে এখন রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে ২২৬-১৯৬ ভোটে বিলটি পাশ হয়েছে। প্রায় সমস্ত ডেমোক্র্যাটই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। রিপাবলিকানরা পক্ষে। সেনেটে এখন ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ। ফলে সেখানে বিলটি বাতিল হয়ে যেতে পারে। বস্তুত, প্রেসিডেন্ট বাইডেন আগেই জানিয়ে রেখেছিলেন, বিলটি দুই কক্ষে পাশ হলেও তিনি ভেটো দেবেন। জো বাইডেনের বক্তব্য, ইসরায়েল এবং ইউক্রেনকে সমানভাবে সাহায্য করা হবে। তার জন্য একটি সম্মিলিত প্যাকেজ তৈরির পরিকল্পনা আছে তার।