1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফিলিস্তিন

গাজা সিটিতে ইসরায়েলের হামলা শুরু

২১ আগস্ট ২০২৫

গাজা সিটি দখলের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছিল ইসরায়েল৷ সেই মতোই সেখানে শুরু করা হলো হামলা৷

গাজা সিটিতে হামলা শুরু করেছে ইসরায়েল৷
ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, সবে এই অভিযানের প্রথম পর্ব শুরু হয়েছে৷ ছবি: Dawoud Abu Alkas/REUTERS

গাজা সিটি দখলের পরিকল্পনা চূড়ান্তকরে ফেলেছিল ইসরায়েল৷  সেই মতোই সেখানে শুরু করা হলো হামলা৷ 

প্রাণ রক্ষার্থে আরো দক্ষিণে পালাচ্ছেন গাজা সিটির মানুষ৷ তাদের মধ্যে রয়েছেন গাজার অন্য অঞ্চলের শরণার্থীরাও৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, শহরে এখনো প্রায় ১০ লক্ষ মানুষ ভয়াবহ পরিস্থিতিতে আটকে রয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর,  ফিলিস্তিনের এই অংশটি দখল করার জন্য ৬০ হাজার বাড়তি সেনা মোতায়েন করেছে ইসরায়েল৷  ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, সবে এই অভিযানের প্রথম পর্ব শুরু হয়েছে৷ সেনার মুখপাত্র জেনারেল এফি ডাফরিন বলেন, ‘‘প্রাথমিক পর্যায়ের অভিযান শুরু হয়েছে, এখন বাহিনী রয়েছে গাজা সিটির বাইরের অংশে৷'' ডাফরিনের কথায়, হামাস সশস্ত্র বাহিনীর ‘খুঁটি' হলো এই গাজা সিটি৷

ইসরায়েলের হামলার কড়া সমালোচনা করেছেজাতিসংঘ ও রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি৷ তারা মনে করে, দ্রুত যুদ্ধবিরতি প্রয়োজন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার কড়া নিন্দা করে এক বিবৃতি দিয়েছে হামাস৷ তাদের অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়ে যাচ্ছেন৷  

গাজায় মানবিক বিপর্যয়, অনাহারে মারা যাচ্ছে শিশুরা

05:15

This browser does not support the video element.

এসটি/এসিবি (এপি/এএফপি/ডিপিএ/রয়টার্স)
 

 

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ