1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজফিলিস্তিন

গাজা সীমানায় লোহার দেওয়াল

৮ ডিসেম্বর ২০২১

হামাসকে আটকাতে গাজা সীমানায় ৬৫ কিলোমিটারের লোহার দেওয়ার তৈরির কাজ শেষ করেছে ইসরায়েল। মাটির তলাতেও দেওয়াল দেওয়া হয়েছে।

গাজা
ছবি: Tsafrir Abayov/AP/picture alliance

২০১৬ সালে দেওয়াল তৈরির কথা ঘোষণা করেছিল ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গাজার সীমানায় দেওয়াল তৈরির কাজ শেষ। তার কথায়, ''এবার দক্ষিণ ইসরায়েলের মানুষ সুরক্ষিত থাকবেন।'' স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বক্তব্য, শুধু মাটির উপর নয়, মাটির নীচেও তৈরি হয়েছে দেওয়াল। সঙ্গে লাগানো হয়েছে সেন্সর। দেওয়ালের ধারে তৈরি হয়েছে কন্ট্রোলরুম। এর ফলে সুড়ঙ্গ ব্যবহার করেও হামাস ইসরায়েলে প্রবেশ করতে পারবে না।

কেন দেওয়াল

বিতর্কিত গাজায় ফিলিস্তিনিদের বাস। ২০০৭ সাল থেকে তা হামাসের দখলে। এই হামাসকে অ্যামেরিকা, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েল সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে। ২০০৭ সালে হামাস গাজা নিজেদের হাতে নেওয়ার পরে ইসরায়েলের সঙ্গে তাদের মোট চারবার সরাসরি সংঘর্ষ হয়েছে। শেষ সংঘাত হয়েছে গত মে মাসে। এছাড়াও ছোট ছোট সংঘর্ষ লেগেই থাকে। প্রথম সংঘর্ষে না পারলেও দ্বিতীয় সংঘাতে টানেল ব্যবহার করে ইসরায়েলে প্রবেশ করতে পেরেছিল হামাসের যোদ্ধারা। এরপরেই দেওয়াল তৈরির কথা বলে ইসরায়েল। আগেই একটি দেওয়াল তারা তৈরি করেছিল। কিন্তু হামাস যোদ্ধারা সুড়ঙ্গ তৈরি করে ইসরায়েলে প্রবেশ করে। এবার সেই সুড়ঙ্গেও দেওয়াল তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। তবে মাটির তলায় কতটা গভীর পর্যন্ত পাঁচিল দেওয়া হয়েছে, তা জানায়নি ইসরায়েল

গাজার অবস্থা

গাজার একদিকে ইসরায়েল এবং অন্যদিকে মিশর। দুই দেশই গাজায় কার্যত অর্থনৈতিক ব্লকেড তৈরি করে রেখেছে। ব্লকেড তোলার জন্য ২০১৮ এবং '১৯ সালে হামাস ইসরায়েল সীমানায় রীতিমতো বিক্ষোভ গড়ে তুলেছিল। ইসরায়েলের সেনা তা থামানোর চেষ্টা করলে সংঘাত শুরু হয়। ২০০ গাজাবাসী নারী-পুরুষের মৃত্যু হয় তাতে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ