হামাসকে আটকাতে গাজা সীমানায় ৬৫ কিলোমিটারের লোহার দেওয়ার তৈরির কাজ শেষ করেছে ইসরায়েল। মাটির তলাতেও দেওয়াল দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
২০১৬ সালে দেওয়াল তৈরির কথা ঘোষণা করেছিল ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গাজার সীমানায় দেওয়াল তৈরির কাজ শেষ। তার কথায়, ''এবার দক্ষিণ ইসরায়েলের মানুষ সুরক্ষিত থাকবেন।'' স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বক্তব্য, শুধু মাটির উপর নয়, মাটির নীচেও তৈরি হয়েছে দেওয়াল। সঙ্গে লাগানো হয়েছে সেন্সর। দেওয়ালের ধারে তৈরি হয়েছে কন্ট্রোলরুম। এর ফলে সুড়ঙ্গ ব্যবহার করেও হামাস ইসরায়েলে প্রবেশ করতে পারবে না।
গাজায় ধ্বংসস্তূপেই শুরু নতুন জীবন
ইসরায়েল-ফিলিস্তিনের সাম্প্রতিক সংঘাতের পর নতুন করে জীবনযুদ্ধে নেমেছেন গাজা উপত্যকার বাসিন্দারা৷ ধ্বংসস্তূপে কেমন করে তারা বসবাস শুরু করেছেন, দেখুন ছবিঘরে...
ছবি: MOHAMMED SALEM/Reuters
বাসার বদলে তাঁবু
ভেঙে পড়া বাসার ধ্বংসস্তূপের ওপরে তাঁবু গেড়ে বসে আছে জাওয়ারা পরিবারের সদস্যরা৷ রাতের আঁধারে মোমবাতির আলোই তাদের সম্বল৷
ছবি: MOHAMMED SALEM/Reuters
অন্ধকারে আলো
গাজা উপত্যকার উত্তরাঞ্চলের একটি ঘর৷ আশেপাশে কোথাও আলো নেই৷ শুধু একটি বাসার আলো দেখা যাচ্ছে৷ সেই বাসার একটি ছেলেকেও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে৷
ছবি: MOHAMMED SALEM/Reuters
পতাকা
ইসরায়েলের বিমান হামলায় ভেঙে পড়েছে গাজা উপত্যকার বহু বাড়িঘর৷ এমনই এক ভবনের উপরে উড়ছে ফিলিস্তিনের পতাকা৷
ছবি: MOHAMMED SALEM/Reuters
পড়ে আছে শুধু বিছানা
ছবিতে দেখা যাচ্ছে একটি ধ্বংস হওয়া বাসা৷ সেই বাসার ধ্বংসস্তূপ থেকে একটি জামা ও তোষক উদ্ধার করতে পেরেছে এক বালক৷
ছবি: MOHAMMED SALEM/Reuters
রান্নাবান্না
বাসার বেশিরভাগ ঘর ধ্বংস৷ অক্ষত আছে রান্নাঘরের একাংশ৷ সেখানে চুলা জ্বালিয়ে রান্না করছেন এক ফিলিস্তিনি নারী৷
ছবি: MOHAMMED SALEM/Reuters
ধ্বংসস্তূপে শৈশব
শহরের বেশ বড় একটা অংশ ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত৷ এর মাঝেই শৈশবের নানা মুহূর্ত খুঁজে নিচ্ছে শিশু-কিশোররা৷ ছবিতে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া এক বালককে৷
ছবি: AHMED JADALLAH/Reuters
চলছে আড্ডা
যেখানে কয়েক দিন আগেই চলেছিল বিমান হামলা, সেইখানেই এখন স্থানীয় যুবকেরা জমাচ্ছেন আডডার আসর৷ ভাঙা বাসার গায়েই তামাক-হুঁকো সহযোগে আড্ডা চলছে৷
ছবি: SUHAIB SALEM/Reuters
সংসার
ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির পর থেকে ধ্বংসস্তূপের মধ্যে আবার সংসার সাজাতে শুরু করেছেন গাজা উপত্যকার স্থানীয়রা৷ ছবিতে এমনই একটি পরিবার৷
ছবি: MOHAMMED SALEM/Reuters
সাজসজ্জা
বিমান হামলায় ধ্বংস হওয়া ভবনের গায়েই পাতা রয়েছে চেয়ার, সামনে আয়না৷ এ অবস্থাতেই স্থানীয় এক নাপিত তার খদ্দেরদের চুল কাটছেন৷
ছবি: MOHAMMED SALEM/Reuters
বাস্তবের মুখোমুখি
রাতের অন্ধকারে হাতে ধরা মোমবাতির আলোতেও চলছে ধ্বংসস্তূপের মধ্যে প্রয়োজনীয় জিনিসের খোঁজ৷ ছবিতে মোমবাতি হাতে এক বালককে তার বাসার ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে৷
ছবি: SUHAIB SALEM/Reuters
10 ছবি1 | 10
কেন দেওয়াল
বিতর্কিত গাজায় ফিলিস্তিনিদের বাস। ২০০৭ সাল থেকে তা হামাসের দখলে। এই হামাসকে অ্যামেরিকা, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েল সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে। ২০০৭ সালে হামাস গাজা নিজেদের হাতে নেওয়ার পরে ইসরায়েলের সঙ্গে তাদের মোট চারবার সরাসরি সংঘর্ষ হয়েছে। শেষ সংঘাত হয়েছে গত মে মাসে। এছাড়াও ছোট ছোট সংঘর্ষ লেগেই থাকে। প্রথম সংঘর্ষে না পারলেও দ্বিতীয় সংঘাতে টানেল ব্যবহার করে ইসরায়েলে প্রবেশ করতে পেরেছিল হামাসের যোদ্ধারা। এরপরেই দেওয়াল তৈরির কথা বলে ইসরায়েল। আগেই একটি দেওয়াল তারা তৈরি করেছিল। কিন্তু হামাস যোদ্ধারা সুড়ঙ্গ তৈরি করে ইসরায়েলে প্রবেশ করে। এবার সেই সুড়ঙ্গেও দেওয়াল তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। তবে মাটির তলায় কতটা গভীর পর্যন্ত পাঁচিল দেওয়া হয়েছে, তা জানায়নি ইসরায়েল।
গাজার অবস্থা
গাজার একদিকে ইসরায়েল এবং অন্যদিকে মিশর। দুই দেশই গাজায় কার্যত অর্থনৈতিক ব্লকেড তৈরি করে রেখেছে। ব্লকেড তোলার জন্য ২০১৮ এবং '১৯ সালে হামাস ইসরায়েল সীমানায় রীতিমতো বিক্ষোভ গড়ে তুলেছিল। ইসরায়েলের সেনা তা থামানোর চেষ্টা করলে সংঘাত শুরু হয়। ২০০ গাজাবাসী নারী-পুরুষের মৃত্যু হয় তাতে।