1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজা সীমান্তে নতুন বেড়া নির্মাণ করছে ইসরায়েল

৪ ফেব্রুয়ারি ২০১৯

ইসরায়েলে সন্ত্রাসীদের প্রবেশ প্রতিরোধ করতে গাজা সীমান্তে নতুন বেড়া নির্মাণের কথা জানিয়েছে দেশটির সরকার৷ এটি ৬৫ কিলোমিটার দীর্ঘ এবং এর উচ্চতা হবে ৬ মিটার৷

Israel Grenze Gazastreifen
ছবি: picture-alliance/Photoshot

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার নিশ্চিত করেছে যে, তারা এরই মধ্যে বেড়া নির্মাণের কাজ শুরু করেছে৷ এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, বেড়ার সাথে যুক্ত এমন ভূগর্ভস্থ দেয়ালও নির্মাণ করছে তারা৷ এর ফলে হামাস গেরিলারা সীমান্তে টানেল নির্মাণে ব্যর্থ হবে বলে ধারণা তাদের৷

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে বলেছেন, ‘‘গাজার সন্ত্রাসীদের হাত থেকে বেড়াটি আমাদের রক্ষা করবে৷'' মিশরীয় সীমান্তে যে ধরনের বেড়া রয়েছে এটা ঠিক সেরকম হবে বলে জানান তিনি৷ তবে এর বিশেষত্ব হলো এটি তৈরিতে ২০ হাজার টন ঝালাই করা ইস্পাত ব্যবহার করা হবে৷

গাজা সীমান্তে গত কয়েকমাস ধরে ফিলিস্তিনীদের বিক্ষোভের পরই এই বেড়া নির্মাণের কাজ শুরু হয়৷ ফিলিস্তিনীদের দাবি, ১৯৪৮ সালে যেসব স্বজন ইসরায়েলে পালিয়ে গিয়েছিলেন, তাদের ফেরত দিতে হবে এবং গাজার বিরুদ্ধে ইসরায়েলের অবরোধ তুলে নিতে হবে৷

গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ২৪৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন৷ বেশিরভাগই মারা গেছেন সীমান্তে প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়ে, কেউ মারা গেছেন বিমান হামলায়৷ অন্যদিকে, ফিলিস্তিনীদের হামলায় ইসরায়েলের দুইজন সেনা নিহত হয়েছে৷

রবিবার সকালে ইসলায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, তারা  গাজা সীমান্তে ছুরি বহনকারী কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ