1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজীপুরের ভোটের সমীকরণ

২৪ জুন ২০১৮

২৬ জুন গাজীপুর সিটি নির্বাচন৷ খুলনার পর এই সিটির নির্বাচনে নানা আশঙ্কার মাধ্যেও প্রার্থীরা নানাভাবে ভোটের হিসাব কষছেন৷ এখানে ভোটারদের বড় একটি অংশ শ্রমজীবী মানুষ৷ তাই ভোটার হিসেবে তারাই আছেন আলোচনার কেন্দ্রে৷

Bangladesch Parlamentswahlen
ছবি: Reuters

গাজীপুর আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন৷ প্রথম সিটি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন৷ এবার সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৩৭ হাজার ১১২৷ এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৭৫ হাজার ৮১৬ এবং নারী ভোটার ৫ লাখ ৬১ হাজার ২৯৬ জন৷ গতবারের তুলনায় এবার ভোটার বেড়েছে ১ লাখ ১০ হাজার ১৭৪ জন৷ এর মধ্যে অধিকাংশই স্থানীয় তরুণ ভোটার৷ এছাড়া বিভিন্ন শিল্প-কারখানায় কাজের জন্য অন্য জেলা থেকে এসে সিটি কর্পোরেশন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন, এমন ভোটারের সংখ্যাও অনেক৷

ধারণা করা হয় গাজীপুরে পোশাক কারখানাসসহ বিভিন্ন শিল্প শ্রমিকদের মধ্যে ভোটার আছে কমপক্ষে সাড়ে তিন লাখ৷ আর এই সাড়ে তিন লাখ ভোটারের উপস্থিতির জন্য সব পক্ষই মরিয়া৷ ঈদের পর তারা যাতে দ্রুত বাড়ি থেকে ফেরেন এবং ভোট দিতে যান সেজন্য গাজীপুরের পোশাক কারাখানাসহ সব শিল্প কারখানা খুলে দেয়া হয়েছে৷ এককভাবে একটি পেশা বা শ্রমজীবী মানুষের ভোট বেশি হওয়ায় তারাই ভোটে এখন বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন৷ তবে এই ভোটারদের ভোটের গতিপ্রকৃতি নিয়ে নান জটিল হিসেব আছে৷ কেউ কেউ মনে করেন শিল্প প্রতিষ্ঠানের মালিকরাই এই ভোট ব্যাংকের নিয়ন্ত্রক৷ আবার কেউ কেউ মনে করেন তারা অঞ্চল দেখে ভোট দেন৷ এছাড়া আঞ্চলিকতা, ইসলামি দলের ভোট ও ধর্মীয় ইস্যুও এখানে কাজ করে৷

‘উন্নয়নের চ্যালেঞ্জ গ্রহণ করার সক্ষমতা তার আছে’

This browser does not support the audio element.

এর সঙ্গে নতুন যে তরুণ এক লাখেরও বেশি ভোটার এবার যুক্ত হয়েছেন তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা৷ আবার অঞ্চল হিসেবে টঙ্গী একটি গুরুত্বপূর্ণ এলাকা৷ একক এলাকা হিসেবে টঙ্গীতে ভোট সবচেয়ে বেশি৷ বলা হয়ে থাকে টঙ্গীতে যে প্রার্থী বেশি ভোট পাবেন তিনিই গাজীপুর সিটি নির্বাচনে জয়ী হবেন৷ শুধু টঙ্গীতেই মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার ৯৫২৷ যা মোট ভোটারের ৩২ শতাংশ৷

গাজীপুর সিটি নির্বাচনে মোট মেয়র প্রার্থী ৭ জন৷ ৫৭টি সাধারণ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৫৬ জন ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৮৪ জন৷ সিটি কর্পোরেশনে ৫৭টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র রয়েছে ৪২৫টি৷ দলীয় প্রতীকে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে শাসকদল আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহাঙ্গীর আলম আর বিএনপি'র প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসান উদ্দিন সরকার৷ সিটি কর্পোরেশন হওয়ার পর প্রথম নির্বাচনে এখানে বিএনপি জয়ী হয়৷ এবার দ্বিতীয় মেয়াদের নির্বাচন৷ এবার মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপি'র প্রার্থীর মধ্যে৷

দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় স্থানীয় অনেক ইস্যুর পাশাপাশি জাতীয় রাজনৈতিক ইস্যুও কাজ করছে৷ বিএনপি'র প্রার্থী নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও যোগ করেছেন৷

রবিবার সকালে বিএনপি'র মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারর এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ‘‘যদি দ ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হয়, তবে সম্মানজনক ভোটের ব্যবধানে জয়ী হবো৷'' তিনি অভিযোগ করেন, ‘‘আমাদের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে৷ এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে৷ পুলিশ এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে বলছে, জাহাঙ্গীরের সঙ্গে দেখা করো, নয়তো এলাকা ছেড়ে পালাও৷ আমাদের নেতাকর্মীদের জীবনের কেনো নিরাপত্তা নেই৷''

তিনি আরো বলেন, ‘‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাবো৷ জনগণ আমাদের সঙ্গে আছেন৷''

আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণায় উন্নয়ন প্রাধান্য পেয়েছে৷ উন্নয়নের জন্য মেয়র প্রার্থী ভোট আশা করছেন৷ রবিবার দুপুরের পর আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে বলেন, ‘‘বিএনপির কেন এজেন্ট নেই, সেটা তো আমার দেখার বিষয় না৷ তাদের এজেন্ট তাদের কাছে কেন আসে না, সে বিষয়েও আমার করার কিছু নেই৷ এটা তাদের ব্যাপার৷ আমরা তাদের কোনও এজেন্টকে বাধা দিচ্ছি না৷''

‘বিএনপির আগের মেয়রকে কাছে পাননি এলাকার মানুষ’

This browser does not support the audio element.

জাহাঙ্গীর আলম দাবি করেন, ‘‘আমি কোনোভাবেই স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিচ্ছি না৷ আমি স্থানীয় আওয়ামী লীগের সহযোগিতায় নির্বাচনী প্রচার-প্রচারণা করছি৷ এছাড়াও গাজীপুরের আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে, কারণ শেখ হাসিনা চান জনগণকে একটি উন্নত শহর উপহার দিতে৷ সেজন্য তিনি আমাকে বিশ্বাস করে মনোনয়ন দিয়েছেন৷ আমি সেজন্য জনমানুষকে একটি ক্লিন ও গ্রিন সিটি উপহার দিতে চাই৷ আমরা এই যানজটের মধ্যে থাকতে চাই না৷ রাস্তাঘাটের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি বাসযোগ্য শহর গড়তে চাই৷''

বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের প্রধান নির্বাচনী এজেন্ট সোহরাব উদ্দিনের কাছে প্রশ্ন ছিল কেন তাদের প্রার্থীকে ভোটাররা ভোট দেবেন? এর জবাবে তিনি বলেন, ‘‘সাধারন মানুষ এবং বিএনপির নেতা-কর্মীরা বর্তমান সরকারের নির্যাতন নিপীড়নের শিকার৷ তারা ভোটের মাধ্যমে এর জবাব দেবেন৷ আর আগের মেয়র বিএনপি'র মান্নান সাহেবের বিরুদ্ধে ৩৩টি মামলা দিয়ে বর্তমান সরকার তিন বছর জেলে রেখেছে, কাজ করতে দেয়নি৷ এতে এখানকার মানুষ ক্ষুব্ধ৷ এছাড়া আমাদের মেয়র প্রার্থী আসে টঙ্গীর পৌর চেয়ারম্যান ছিলেন, সংসদ সদস্য ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন৷ সবাই তাকে চেনেন৷ তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই৷ গাজীপুর সিটি এলকার মানুষের উন্নয়নের চ্যালেঞ্জ গ্রহণ করার সক্ষমতা তার আছে৷ তাই ভোটারা যদি ভোট দিতে পারেন তাহলে আমাদের প্রার্থীই জয়ী হবেন৷''

আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাডভোকেট আজমত উল্লাহ খানের কাছেও একই প্রশ্ন ছিল ডয়চে ভেলের৷ জবাবে তিনি বলেন, ‘‘২০১৩ সালে গাজীপুর সিটি নির্বাচনে বিএনপি'র প্রার্থী জয়ী হয়েছিলেন৷ কিন্তু ভোট দেয়ার পর এলাকার মানুষ তাকে কাছে পাননি৷ তিনি গত পাঁচ বছরে এলাকার কোনো উন্নয়ন করতে পারেননি৷ আজ দেশ উন্নয়নের যে মহাসড়কে তা থেকে গাজীপুর সিটি এলাকা পিছিয়ে পড়েছে৷ এখানকারা ভোটারদের মধ্যে বোধোদয় হয়েছে যে বিএনপি'র প্রার্থী গত নির্বাচনে জয়ী হওয়ায় গাজীপুর উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে৷ তাই আমরা আশাবাদী এবার উন্নয়নের জন্য ভোটাররা আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেবেন, এবং আমরা জয়ের ব্যাপারে আশাবাদী৷''গাজীপুরে মোট ৪২৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩৭টিই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারের ২৪ সদস্য মোতায়েন করা হবে৷ এর মধ্যে ১২ জন অস্ত্র ও ১২ জন লাঠি নিয়ে থাকবেন৷ এসব কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুরো নির্বাচনী এলাকায় ১৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন৷ এরই মধ্যে নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে৷

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ