1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাড়ির জগতে নতুনত্বের অভাব নেই

১৯ মে ২০১০

আউডি কি পোর্শে’র নতুন মডেল, মার্সিডিজ’এর নতুন ইঞ্জিন, পিরেলি’র ‘‘বুদ্ধিমান’’ টায়ার৷ এবং চীন থেকে আসছে টাটা’র নানো’র প্রতিদ্বন্দ্বী৷

আউডি এ-ওয়ানছবি: AP

আউডি তার এ-ওয়ান সুপারমিনির উৎপাদন শুরু করেছে ব্রাসেলসের একটি কারখানায়৷ এটি হল একটি কম্প্যাক্ট কার বা ছোট গাড়ি৷ এবং এর উদ্দেশ্য হল বিএমডাবলিউ'এর অতীব সফল ‘মিনি'-র সঙ্গে পাল্লা দেওয়া৷ - ওদিকে পোর্শে তার পানামেরা সেলুনের একটি দুই দরজার হ্যাচব্যাক সংস্করণ বাজারে আনার কথা ভাবছে৷

মার্সিডিজ দু'টি শক্তিশালী অথচ সাশ্রয়ী ইঞ্জিন পরিবেশন করছে৷ ভি-সিক্স ইঞ্জিনটির ক্যাপাসিটি হল ৩.৫ লিটার৷ দেয় ৩০৬ ব্রেক হর্সপাওয়ার৷ তেল খায় ২৪ শতাংশ কম, ধরুন এস ৩৫০ মডেলে ১০০ কিলোমিটারে ৭.৬ লিটার৷ - ভি-এইট ইঞ্জিনটি ৪.৬ লিটারের৷ দেয় ৪৩৫ ব্রেক হর্সপাওয়ার৷ তেল খায় ১২ শতাংশ কম, তবুও ১০০ কিলোমিটারে ১২.৩ লিটার৷

পিরেলি টায়ার তৈরীর কোম্পানি ব্রিটোনের শ্রাডার ইলেকট্রনিকস'এর সঙ্গে যুক্ত হয়ে একটি সেন্সর দেওয়া টায়ার সৃষ্টি করছে, যা গাড়ির ইলেকট্রনিক সিসটেমের সঙ্গে যোগাযোগ রেখে চলতে পারবে৷ এই ‘‘সাইবার টায়ার লীন'' প্রযুক্তি ইউরোপের বাজারে আসবে আগামী বছর৷ খোলা বিক্রী শুরু হবে ২০১৩ সালে৷ সাইবার টায়ার প্রেসার, তাপমাত্রা এবং ঘূর্ণনের সংখ্যা পরিমাপ করে বেতারসঙ্কেতের মাধ্যমে তা গাড়ির ইলেকট্রনিক সিসটেমে ঢুকিয়ে দিতে পারবে - অর্থাৎ গাড়ির সঙ্গে কথা বলবে৷

মুম্বই’এর রাস্তায় প্রথম ন্যানো (ফাইল ছবি)ছবি: AP

ওদিকে চীনের গীলি সংস্থা জানিয়েছে যে তারা ভারতের টাটা সংস্থার ন্যানো ছোটগাড়ির সঙ্গে পাল্লা দেওয়ার জন্য নাকি একটি আরো কম দামের ছোটগাড়ি তৈরী করতে চলেছে৷ চীনা চার সীটের মিনিটি নাকি একটি এক লিটারের ইঞ্জিনে চলবে, যা থেকে বেরোবে ৭০ হর্সপাওয়ার৷ চীনা মিনি চীনের বাজারে আসবে ২০১২ সালে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ