1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গাদ্দাফির গুহা’ ভাঙা চলছে বুলডজার দিয়ে

১৭ অক্টোবর ২০১১

লিবিয়ার বিদ্রোহীরা বনি ওয়ালিদ শহরে ঢুকে পড়েছে বলে জানাল৷ তবে সহজে সে কাজ সম্ভব হয়নি৷ ত্রিপোলিতে ভাঙা শুরু হয়েছে গাদ্দাফির বাব আল আজিজিয়া চত্বর৷ এদিকে গাদ্দাফিপুত্র খামিসের মৃত্যুসংবাদ সঠিক বলে দাবি করা হয়েছে৷

বনি ওয়ালিদ শহরে ঢুকে পড়েছে বিদ্রোহীরাছবি: dapd

সির্তের লড়াই চলছে, তবে বনি ওয়ালিদে সাফল্য

লিবিয়ার পলাতক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্তের দখল নিয়ে যখন বিদ্রোহীদের সঙ্গে গাদ্দাফিপন্থীদের তুমুল লড়াই অব্যাহত, তখন আরেকদিকে বনি ওয়ালিদ শহরে ঢুকে পড়তে সাফল্য পেল লিবিয়ায় বর্তমানে ক্ষমতাসীন এনটিসি বাহিনী৷ তবে বনি ওয়ালিদে ঢুকতে বেশ ভালোই বেগ পেতে হয়েছে এনটিসি বাহিনীকে৷ কারণ, এতদিন পর্যন্ত সেই শহরটিকে দখলে রাখা গাদ্দাফির সেনাবাহিনী বনি ওয়ালিদে জোরদার প্রতিরোধ গড়ে তুলেছে৷ এনটিসি-র দাবি, বনি ওয়ালিদকে নিজেদের দখলে আনতে তারা সর্বশক্তি নিয়োগ করবে৷ যদিও বনি ওয়ালিদে এনটিসি বাহিনী ঢুকতে পারলেও, তারপরে সেখানকার পরিস্থিতি কী, সে বিষয়ে কোন সর্বশেষ খবর সঠিকভাবে পাওয়া যায়নি৷ এদিকে, রাজধানী ত্রিপোলিতে গাদ্দাফির গুহা বলে পরিচিত বাব আল আজিজিয়াকে বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হয়ে গেছে৷

‘গাদ্দাফির গুহা’ ভাঙার কাজ চলছে এবার বুলডজার দিয়ে...ছবি: picture alliance / dpa

গাদ্দাফিপুত্র খামিসের মৃত্যুসংবাদ সঠিক

গাদ্দাফির এক পুত্র খামিস গত অগাস্টে তারহাউনা শহরে এনটিসি বাহিনীর সঙ্গে যুদ্ধ করার সময় নিহত হয়েছে বলে সোমবার জানিয়েছে গাদ্দাফিপন্থী টেলিভিশন স্টেশন আরাই৷ আরাই টিভির তরফে আরও জানানো হয়েছে, তারহাউনার যুদ্ধে মুয়াম্মার গাদ্দাফির গোয়েন্দাপ্রধান মোহাম্মদ আবদুল্লাহ আল-সানসুইয়েরও মৃত্যু হয়েছে৷ খামিসের মৃত্যুসংবাদ এর আগে মোট দুইবার শোনা গেলেও সে যে সত্যিই নিহত হয়েছে, এমন কোন নিশ্চয়তা এতদিন পর্যন্ত ছিলনা৷ আরাই টিভির খবরের পর এ বিষয়ে ধোঁয়াশা কেটে গেল বলে মনে করছেন অনেকে৷

আহত বিদ্রোহীদের অনেকেই এখন জার্মানির পথে...ছবি: Gaia Anderson

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হেগ ত্রিপোলিতে

এক সংক্ষিপ্ত সফরে সোমবার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে যান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ৷ উত্তর আফ্রিকার কয়েকটি দেশে রাষ্ট্রীয় সফরে যাওয়া হেগ সোমবার ত্রিপোলিতে গিয়ে এনটিসি-র প্রধান মুস্তাফা আব্দুল জলিলের সঙ্গে সাক্ষাৎ করেন৷ ত্রিপোলিতে ব্রিটিশ দূতাবাস নতুন করে চালু করার বিষয়েও কিছু উদ্যোগ নেন তিনি৷ লিবিয়ার বেনগাজিতে সাম্প্রতিক অতীতে ব্রিটেনের বিশেষ প্রতিনিধি সার জন জেনকিনসকে সেদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হেগ৷ সেইসঙ্গে লিবিয়ায় ব্রিটিশ দূতাবাসের প্রসঙ্গে তিনি জানান, যুদ্ধের ফলে দূতাবাস ভবনটির সমূহ ক্ষতি হয়েছে, সবকিছু ঠিকঠাক করতে প্রায় দুই বছর সময় লেগে যাবে৷ এছাড়া, লিবিয়ার জন্য কিছু বিশেষ সুবিধা প্যাকেজের ঘোষণা করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিবিয়ার পুনর্গঠনে এনটিসি-র ভূমিকার প্রশংসা করেন৷ সেই সঙ্গে তিনি জানান, বনি ওয়ালিদ এবং সির্ত দখল করতে এনটিসি বাহিনীকে সহায়তা করবে তাঁর দেশ৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ