1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাদ্দাফির জন্মভূমিতে ব্যাপক প্রতিরোধের মুখে এনটিসি যোদ্ধারা

১৭ সেপ্টেম্বর ২০১১

লিবিয়ার বর্তমান শাসক গোষ্ঠী এনটিসির চেয়ারম্যান মুস্তফা আবদেল জলিল এবার জাতিসংঘের অধিবেশনে দেশের প্রতিনিধিত্ব করবেন৷ এদিকে গাদ্দাফির সমর্থকদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে এনটিসির সদস্যরা৷

সির্তের পথে এনটিসি যোদ্ধারাছবি: dapd

এনটিসির জন্য দেশের বাইরে থেকে দুটো ভাল খবর এলেও দেশের ভেতর থেকে এসেছে তার উল্টোটা৷

ভাল খবরের একটি হচ্ছে জাতিসংঘে লিবিয়ার প্রতিনিধি হিসেবে এনটিসির স্বীকৃতি পাওয়া৷ ফলে এনটিসির চেয়ারম্যান জলিল জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে যাচ্ছেন৷ সেসময় তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে৷

আর দ্বিতীয় খবরটি হলো লিবিয়ার জব্দ করা সম্পদ ছাড় ও দেশটির উপর থাকা অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে একমত হয়েছে নিরাপত্তা পরিষদের সদস্যরা৷ তবে আকাশসীমায় নিষেধাজ্ঞা এখনো বলবৎ থাকছে৷

এদিকে দেশের ভেতরে গাদ্দাফির জন্মভূমি সির্তে ও আরেক শহর বানি ওয়ালিদে বিরোধীদের চরম প্রতিরোধের মুখে পড়েছে এনটিসির যোদ্ধারা৷ এ কারণে শুক্রবার তাদেরকে সির্তে শহরের যুদ্ধক্ষেত্র থেকে সরে আসতে হয়েছে৷ এরপর আজ শনিবার সকালে তারা আবারও সির্তেতে গেলে সেখানে ঘন্টা দুয়েক সংঘর্ষ হয়৷ কিন্তু গাদ্দাফির সমর্থকদের সঙ্গে না পেরে ফিরে আসতে হয়েছে এনটিসির যোদ্ধাদের৷ সংঘর্ষে দুজন নিহত হয়েছে বলে জানা গেছে৷ প্রায় ছয় হাজার যোদ্ধা আজ সির্তে আক্রমণ করতে গিয়েছিল৷ শেষ খবর পাওয়া পর্যন্ত যোদ্ধারা আবারও সির্তে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল৷

সির্তেতে এমন সাফল্য এখনো আসেনিছবি: dapd

এদিকে গাদ্দাফি যখন ক্ষমতায় ছিলেন তখন তাঁর সরকারের মুখপাত্র ছিলেন মুসা ইব্রাহিম৷ গাদ্দাফি পালিয়ে যাওয়ার পর থেকে ইব্রাহিমও লুকিয়ে আছেন৷ কিন্তু সেখান থেকেও তিনি সাংবাদিকদের বিভিন্ন সংবাদ দিয়ে যাচ্ছেন৷ যেমন টিউনিশিয়ায় বার্তা সংস্থা রয়টার্সে টেলিফোন করে তিনি জানিয়েছেন যে, ন্যাটোর আক্রমণে সির্তে'তে শুধুমাত্র শুক্রবার রাতেই মারা গেছে ৩৫৪ জনেরও বেশি৷ একটি হাউজিং কমপ্লেক্স ও হোটেলে হামলা করায় এত হতাহত হয়েছে বলে জানান মুসা ইব্রাহিম৷ এছাড়া গত ১৭ দিনে ন্যাটোর হামলায় শুধু সির্তে'তেই কমপক্ষে দুই হাজার জন নিহত হয়েছে বলে দাবি করেছেন তিনি৷

তবে সির্তেতে কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় গাদ্দাফির মুখপাত্রের দাবির সত্যতা যাচাই করা যায়নি৷ মুসা ইব্রাহিম আরও বলেছেন, গাদ্দাফি তাঁর সমর্থকদের যুদ্ধের দিক নির্দেশনা দিচ্ছেন৷ তিনি বলেন তাদের কাছে কয়েকমাস যুদ্ধ চালানোর মতো অস্ত্রশস্ত্র রয়েছে এবং জয় তাদেরই হবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ