1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাদ্দাফির সমঝোতার আহ্বানকে প্রত্যাখ্যান করলো বিদ্রোহীরা

৩০ এপ্রিল ২০১১

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি পশ্চিমা দেশগুলোর প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন৷ তবে তিনি ক্ষমতা কিংবা দেশ কোনটিই ছাড়তে চান না৷ শনিবার এক টিভি ভাষণে তিনি এসব কথা বলেন৷ তবে সমঝোতার প্রস্তাব উড়িয়ে দিয়েছে বিদ্রোহীরা৷

Libyan leader Moammar Gadhafi waves at his supporters people in Tripoli, Libya, Sunday, April 10, 2011. Envoys from the African Union, including South African president Jacob Zuma , are to hold talks with Gadhafi and rebels during a two-day visit beginning Sunday, as the African Union made a new call for a ceasefire between Colonel Gadhafi's forces and Libyan rebels. (Foto:Pier Paolo Cito/AP/dapd)
Libyen Gaddafi Treffen Afrikanische Unionছবি: dapd

টিভি ভাষণ

বেশ কিছুদিন পর শনিবার সকালে লিবিয়ার টেলিভিশনে দেখা গেল মুয়াম্মার গাদ্দাফিকে৷ টিভিতে দেওয়া এক ভাষণে গাদ্দাফি ন্যাটোকে লিবিয়ার ওপর হামলা বন্ধের আহ্বান জানান৷ তিনি বলেন, ‘‘আমরা ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলতে রাজি, তবে কোন ধরণের পূর্বশর্ত ছাড়া৷ আমরা আত্মসমর্পন করবো না, তবে আপনাদের প্রতি আমার আলোচনার আহ্বান থাকছে৷'' গাদ্দাফি জানান, কোন অবস্থাতেই তিনি দেশ ছাড়বেন না, এমনকি ক্ষমতাও নয়৷ বিদ্রোহীদের ‘সন্ত্রাসী' উল্লেখ করে এই বর্ষীয়ান নেতা বলেন, তারা লিবিয়ার লোক নয়, তারা আলজেরিয়া, মিশর, তিউনিসিয়া এবং আফগানিস্তান থেকে এসেছে৷ গাদ্দাফি দাবি করেন, তার দেশের জনগণ তাকে ভালোবাসে এবং জাপানের জনগণের চোখে তাদের সম্রাট যেমন শ্রদ্ধেয়, তারচেয়েও বেশি শ্রদ্ধা লিবিয়ার জনগণ তাকে করে৷ লিবিয়ার সমস্যার সমাধান লিবিয়ার জনগণকেই করতে দেওয়ার জন্য পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন গাদ্দাফি৷

Libyen Misrata Rebellen FLASH-GALERIEছবি: AP

প্রত্যাখ্যান

তবে গাদ্দাফির সমঝোতা কিংবা অস্ত্র বিরতির আহ্বানকে প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা৷ তাদের গঠিত অন্তর্বর্তী জাতীয় পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাফিজ ঘোগা বলেন, ‘‘সমঝোতার সময় পার হয়ে গেছে৷ লিবিয়ার জনগণ এমন কোন ভবিষ্যত মেনে নেবে না যাতে গাদ্দাফির কোন ভূমিকা থাকে৷'' এদিকে ন্যাটোর পক্ষ থেকেও গাদ্দাফির সমঝোতার প্রস্তাবকে সন্দেহের চোখে দেখা হচ্ছে৷ ন্যাটোর এক কর্মকর্তা বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, এর আগেও গাদ্দাফি বাহিনী একাধিকবার যুদ্ধ বিরতির ঘোষণা দিয়ে তা লঙ্ঘন করেছে৷ তিনি আরও জানান যে, গাদ্দাফির এই ভাষণের কিছুক্ষণ আগেও তার বাহিনী মিসরাতায় গোলা বর্ষণ করেছে৷ তাই সমঝোতা প্রক্রিয়া শুরুর আগে তাকে এই হামলা পুরোপুরি বন্ধ করতে হবে৷

হামলা

এদিকে শনিবার সকালেও যখন টিভিতে গাদ্দাফির ভাষণ প্রচারিত হচ্ছিল তখন ত্রিপোলিতে ন্যাটোর বিমান বাহিনী হামলা চালায়৷ এর আগের দিন শুক্রবার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম জানান যে লিবিয়া ৪০ বছর ধরে ন্যাটোর সঙ্গে যুদ্ধ চালিয়ে যাবে৷ অন্যদিকে শনিবার কিছুক্ষণ বন্ধ থাকার পর আবারও গাদ্দাফি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ শুরু হয়৷ গাদ্দাফি বাহিনী বন্দর নগরী মিসরাতায় কোন জাহাজ না ভেড়ানোর হুমকি দিয়েছে৷ ন্যাটো জানায়, গাদ্দাফির সেনারা বন্দরে মাইন স্থাপন করেছিল৷ তবে সেগুলো নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ